ডায়েরি হাতে ৯৯ বছর বয়সী মুকুল দাস

Siliguri News: দেশভাগের স্মৃতি আজও চোখে ভাসে! ৯৯-এর মুকুলের কবিতা জোগায় অনুপ্রেরণা

শিলিগুড়ি: স্বাধীনতা দিবসকে সামনে রেখে স্বরচিত কবিতা শোনালেন ৯৯ বছর বয়সি মুকুল দাস। শিলিগুড়ি হায়দারপারা শরৎপল্লীর বাসিন্দা ৯৯ বছর বয়সে এসে মুকুল দেশের স্বাধীনতা নিয়ে কবিতা লিখে অবাক করলেন সকলকে। তার কবিতার নাম ‘স্বাধীন দেশ’। স্বাধীনতা দিবসের আগে তার এই কবিতা সকলের সামনে তুলে ধরেছেন তিনি। ইংরেজ জমানার শোষণ এবং দেশভাগের গল্প মুকুলের চোখে আজও ভাসে। সেই অভিজ্ঞতার কথাগুলোই মুকুলের কবিতায় ফুটে উঠেছে।

১৪ বছর বয়সে মুকুলের বিয়ে হয়ে গিয়েছিল। পড়াশোনা সেভাবে করা হয়ে ওঠেনি। তবে পড়াশোনার অদম্য ইচ্ছে ছিল তাঁর। রোজ সকালে উঠে খবরের কাগজ পড়া থেকে শুরু করে বিভিন্ন গল্পের বই সাহিত্য চর্চা করে থাকেন মুকুল দেবী। এগুলোই তার বেঁচে থাকার রসদ বলে জানান তিনি।মুকুল দেবী জানান, “আমার আট জন ছেলে-মেয়ে। সবাইকেই আমি উচ্চশিক্ষিত করতে পেরেছি আমার অনেক পড়াশোনার ইচ্ছা ছিল। কিন্তু করা হয়ে ওঠেনি। তবে আমি বই পড়া কিন্তু একেবারেই ছাড়িনি। আজও আমি সময় পেলে সাহিত্য চর্চা করি। ডায়েরি লিখি।”

মুকুল দেবীর কথায় আজও তাঁর চোখে দেশভাগের সেই চিত্রগুলি ভেসে ওঠে। সেই সমস্ত জিনিসগুলি তার কবিতার মধ্যে তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। দেশভাগের প্রতিটি কথা তিনি ডায়েরিতে লিখে রাখেন। ৯৯ বছর বয়সে এসেও ডায়েরি লেখা কিন্তু ছাড়েননি মুকুল। ভাবতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। মুকুল দেবীর ছেলে নির্মলেন্দু দাস বলেন, “মা আগাগোরাই সাহিত্য চর্চা করতে পছন্দ করেন। সময়ের অভাবে সংসারের টানে সেই সময় হয়তো কবিতা লিখে উঠতে পারেননি। তবে আজ ৯৯ বছর বয়সে এসে তাঁর কবিতা সত্যি আমাদের অবাক করেছে।’

অনির্বাণ রায়