ইউসুফ পাঠানের হয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Yousuf Pathan-Mamata Banerjee: ১ এপ্রিল বহরমপুরে সভা, ইউসুফ পাঠানের হয়ে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আবীর ঘোষাল, কলকাতা: ইউসুফ পাঠানের হয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১ এপ্রিল হবে সভা। বহরমপুর স্টেডিয়ামে সভা করবেন তিনি। বহরমপুর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আসন। আর সেই কঠিন আসনেই এবার লড়াই করবেন ইউসুফ পাঠান। তাঁর হয়ে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন– ভরা গরমে ভোট, ভোটারদের জন্য বুথে বুথে বিশেষ পদক্ষেপ, গাইডলাইন দিল কমিশন

তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটের ময়দানে নতুন হলেও বেশ প্রস্তুতি নিয়েই ‘খেলতে নেমেছেন’ পাঠান। তৃণমূল তাঁকে প্রার্থী করার পর থেকেই নাকি বহরমপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন নির্বাচনের ফলাফল যথেষ্ট চর্চা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। আর এই গোটা বিষয়টি দেখভালের জন্য দায়িত্ব দিয়েছেন তাঁর এক বিশ্বস্ত সহযোগীকে।

আরও পড়ুন– ছবিতে এতগুলি ঘোড়ার ভিড়ে লেজবিহীন ঘোড়াটিকে দেখতে পাচ্ছেন? নিজের দৃষ্টিশক্তি একবার পরখ করে দেখবেন না কি?

২০১৯ লোকসভা নির্বাচনের পরিসংখ্যান ঘেঁটে ইউসুফের ব্যক্তিগত নির্বাচনী পরামর্শদাতা বড়ঞা, কান্দি এবং বহরমপুর বিধানসভার উপর জোর দিতে বলেছেন। সেই মতো ওই তিন বিধানসভায় প্রচারে বাড়তি গুরুত্ব দেওয়ার প্রস্তাব দেন ইউসুফ স্বয়ং।