অভিনব ভাবে মাদক পাচার

Jalpaiguri News: চা বাগানের নামে পাঠানো পার্সেলের আড়ালে এসব কী যাচ্ছে! দেখে পুলিশের চোখ কপালে

জলাপাইগুড়ি: চা বাগানের নামে পাঠানো পার্সেলের আড়ালে মাদক পাচার, পুলিশের নাকা চেকিং চলাকালীন নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেফতার দুই। জলপাইগুড়ি ও কালিম্পং জেলার সীমান্ত এলাকায় এলেনবাড়ি পুলিশ চেক পোস্টে মাল থানার পুলিশের নাকা চেকিং চলাকালীন সিকিম নম্বরের একটি গাড়ি থেকে উদ্ধার হয় নিষিদ্ধ সিরাপ।

পুলিশ সূত্রে খবর, সিরাপের বোতল গুলি সিকিমের এক চা বাগানের ঠিকানা দেওয়া পার্সেলের ভিতরে ছিল। প্রায় ৮৫ বোতল নিষিদ্ধ সিরাপ সহ দু জনকে গ্রেফতার করেছে মালবাজার থানার পুলিশ। এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ সিকিমে নিয়ে যাওয়া হচ্ছিল তবে তার আগেই মাল থানার সাদা পোশাকের পুলিশের হাতে পাকড়াও পাচারকারী।

আরও পড়ুন: ‘খেলা’ ঘোরাচ্ছেন মহঃ সেলিম! মুর্শিদাবাদে প্রথমেই মাস্টারস্ট্রোক! কী এমন করলেন CPIM প্রার্থী?

এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কফ সিরাপ গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ।

—– সুরজিৎ দে