সিএসকে ম্যাচের আগে আরও বাড়ল আন্দ্রে রাসেলর 'শক্তি'!

KKR News: আরসিবি ম্যাচে ব্যাট করবেন না রাসেল! কী হল কেকেআর তারকার? জেনে নিন বিস্তারিত

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধ প্রথম ম্যাচে চাপের মধ্য আরও একবার কলকাতা নাইট রাইডর্সের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ছিলেন আন্দ্রে রাসল। বিধবংসী ইনিংস খল কেকআরর স্কোর দুশো পার করছিলেন ক্যারিবিয়ান তারকা।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধ প্রথম ম্যাচে চাপের মধ্য আরও একবার কলকাতা নাইট রাইডর্সের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ছিলেন আন্দ্রে রাসল। বিধবংসী ইনিংস খল কেকআরর স্কোর দুশো পার করছিলেন ক্যারিবিয়ান তারকা।
স্লগ ওভারে নেমে ২৫ বলে৬৪ রানেপ দানবীয় ইনিংস খেলেছিলেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চারে সাজানো ছিল তাঁর ইনিংস। মরশুমের প্রথম ম্যাচ থেকেই দলের সবথেকে মারকাটারি ব্যাটারকে পুরনো ফর্মে পাওয়ায় খুশি টিম ম্যানেজমেন্ট থেকে ফ্যানেরা।
স্লগ ওভারে নেমে ২৫ বলে৬৪ রানেপ দানবীয় ইনিংস খেলেছিলেন রাসেল। ৭টি ছয় ও ৩টি চারে সাজানো ছিল তাঁর ইনিংস। মরশুমের প্রথম ম্যাচ থেকেই দলের সবথেকে মারকাটারি ব্যাটারকে পুরনো ফর্মে পাওয়ায় খুশি টিম ম্যানেজমেন্ট থেকে ফ্যানেরা।
শুক্রবার আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামবে কেকেআর। চিন্নাস্বামী স্টেডিয়ামেও রাসেল ঝড় দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমিরা। কিন্তু ম্যাচের আগে যে কথ বললেন রাসেল তাতে কিছুটা হলেও হতাশ ফ্যানেরা।
শুক্রবার আরসিবির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামবে কেকেআর। চিন্নাস্বামী স্টেডিয়ামেও রাসেল ঝড় দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমিরা। কিন্তু ম্যাচের আগে যে কথ বললেন রাসেল তাতে কিছুটা হলেও হতাশ ফ্যানেরা।
আরসিবি ম্যাচের আগের দিন সাংবাদিকরা রাসেলকে প্রশ্ন করেন চিন্নাস্বামীতেও কী আগের দিনের ফর্মেই পাওয়া যাবে আন্দ্রে রাসেলকে। জবাবে কেকেআর বিগ হিটার বললেন,"আমি চাইব যাতে আমাকে ব্যাট করতে না নামতে হয়।"
আরসিবি ম্যাচের আগের দিন সাংবাদিকরা রাসেলকে প্রশ্ন করেন চিন্নাস্বামীতেও কী আগের দিনের ফর্মেই পাওয়া যাবে আন্দ্রে রাসেলকে। জবাবে কেকেআর বিগ হিটার বললেন,”আমি চাইব যাতে আমাকে ব্যাট করতে না নামতে হয়।”
এমন উত্তরে কিছুটা হলেও হকচকিয়ে যান সকলেই। পরে তাঁর উত্তরের ব্যাখ্যা দিয়ে আন্দ্রে রাসেল বলেন,"প্রথম ম্যাচে আমাদের টপ অর্ডারের ব্যাটাররা বড় রান পাননি। দ্বিতীয় ম্যাচে ওরা রান করার জন্য মুখিয়ে আছে। আমি চাইব ওরা পুরো ওভার ব্যাট করুক। যাতে আমাকে নামতে না হয়।"
এমন উত্তরে কিছুটা হলেও হকচকিয়ে যান সকলেই। পরে তাঁর উত্তরের ব্যাখ্যা দিয়ে আন্দ্রে রাসেল বলেন,”প্রথম ম্যাচে আমাদের টপ অর্ডারের ব্যাটাররা বড় রান পাননি। দ্বিতীয় ম্যাচে ওরা রান করার জন্য মুখিয়ে আছে। আমি চাইব ওরা পুরো ওভার ব্যাট করুক। যাতে আমাকে নামতে না হয়।”
দলের টপ ব্যাটারদের স্বার্থে এমন মন্তব্য করলেও যদি তাঁকে নামতে হয় শেষের দিকে কয়েক বল খেলার জন্য, তাহলে বিধ্বংসী মেজাজেই পাওয়া যাবে বলেও জানিয়েছেন ক্যারিবিয়ান তারকা।
দলের টপ ব্যাটারদের স্বার্থে এমন মন্তব্য করলেও যদি তাঁকে নামতে হয় শেষের দিকে কয়েক বল খেলার জন্য, তাহলে বিধ্বংসী মেজাজেই পাওয়া যাবে বলেও জানিয়েছেন ক্যারিবিয়ান তারকা।