মারাত্মক কাণ্ড

OMG: হঠাৎ চিৎকার, রাস্তায় শুয়ে পড়ছেন একের পর এক মানুষ! ধূপগুড়িতে ‘হামলা’, হাসপাতালে ৮

রকি চৌধূরী, ধূপগুড়ি: শহরে মৌমাছির হামলা। মৌমাছির হামলায় আক্রান্ত ৮। মৌমাছি ধরতে আসরে নামল ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শ্রীনগর কলোনি এলাকায়।

মৌমাছির আতঙ্কে ঘর বন্দি এলাকার মানুষ। বুধবার সকালবেলা আচমকাই এক ঝাঁক মৌমাছি ১৩ নম্বর ওয়ার্ডের শ্রীনগর কলোনি এলাকায় হামলা চালায়। একের পর এক অসুস্থ হয়ে পড়েন পথচলতি মানুষ , শরীরের জ্বালাপোড়া নিয়ে চিৎকার করতে থাকেন।

আরও পড়ুন: হাওড়া স্টেশনে কেন নেই ‘১৬ নম্বর’ প্ল্যাটফর্ম? বিরাট রহস্য কিন্তু! শুনলে তাজ্জব হয়ে যাবেন!

খবর দেওয়া হয় দমকল কর্মী এবং ধূপগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে যান পুলিশ আধিকারিকরা এবং দমকল কর্মীরা। মৌমাছির কামড়ে অসুস্থদের উদ্ধার করে নিয়ে আসেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। ধূপগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ৫ জনকে ছেড়ে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে খবর।

এখনও ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন। পুলিশের তরফে মৌমাছি সহ সেই মৌমাছির চাকটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।