Tag Archives: Dhupguri

Jalpaiguri News: বাইক চুরির তদন্তে বড়সড় সাফল্য, ২৯টি বাইক সহ গ্রেফতার ৭

জলপাইগুড়ি: বাইক চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল জলপাইগুডির ধূপগুড়ি থানার পুলিশ। তদন্তে নেমে উদ্ধার করা হয়েছে ২৯ টি চোরাই বাইক। ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ । বৃহস্পতিবার ধূপগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করে জানালেন জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানিয়েছেন, গত ২১ আগষ্ট ধূপগুড়ি থানায় বাইক চুরির অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করে ধূপগুড়ি থানার পুলিশ। তদন্তে নেমে প্রথমে একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তার থেকে আরও কয়েকজনের নাম পাওয়া যায়। একে একে তাদেরও গ্রেফতার করা হয়।

ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে তাদের থেকে ২৯টি বাইক উদ্ধার করা হয়েছে। এরা মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,শিলিগুড়ি এবং কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করেছিল। ধৃতরা হল চন্দন বর্মন, অজয় বর্মন, সোনাই সরকার, রাজু সরকার, শুভজিৎ দাস, কানাই অধিকারী এবং বলাই অধিকারী। গ্রেফতার হওয়া সাতজনই কোচবিহারের মাথাভাঙার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ বর্ষাকালে চালে কালো পোকা! কিছুতেই তা যাচ্ছে না? এই উপায়ে সহজেই মিলবে মুক্তি

বর্তমানে এরা প্রত্যেকেই পুলিশ হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ধূপগুড়ি শহরের নিরাপত্তার জন্য শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ৩০ সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে পুলিশ।

সুরজিৎ দে

Dhupguri Sub Division Hospital: মহকুমার প্রতিশ্রুতি রক্ষার পর এবার হাসপাতাল, ধুপগুড়িতে আবার খুশির খবর

জলপাইগুড়ি: কথা দিয়ে অবশেষে কথা রাখলেন। ঢেলে সাজছে উত্তরবঙ্গের ধূপগুড়ি। ভরা সভায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বলেছিলেন, মহকুমায় রুপান্তর করা হবে ধূপগুড়িকে। পাশাপাশি শিক্ষা থেকে স্বাস্থ্য উন্নয়ন হবে। সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে।

মহকুমা হয়েছে ধুপগুড়ি। নতুন মহকুমাশাসক, পুলিশ আধিকারিক পেয়েছে ধুপগুড়ির মানুষ। এবার ধূপগুড়ি মহকুমা হাসপাতালে যোগ দিতে চলেছে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। সম্প্রতি স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি করে নতুন ১২ জন চিকিৎসককে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই ডেপুটি নার্সিং সুপার সহ ৩৫ জন নার্স মহকুমা হাসপাতালে কাজে যোগদান করেন। এবার নতুন করে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োগের নির্দেশিকা জারি করা হয়েছে।

আর‌ও পড়ুন: কুসংস্কারের বলি! হাসপাতালের বদলে ওঝায় আস্থা, ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহিলা

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তিনজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ তিনজন, দু’জন অ্যানাসথেসিস্ট, একজন সার্জেন সহ ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক অতি দ্রুত কাজে যোগ দেবেন বলে জানা গিয়েছে। মহকুমা হাসপাতালে ১২ জন নতুন চিকিৎসক যোগদানের নির্দেশিকা জারি হতেই খুশির হাওয়া ধূপগুড়ি মহকুমাজুড়ে। তবে এখনও পর্যন্ত সম্পূর্ণ পরিকাঠামো তৈরি হয়নি। স্বাস্থ্য দফতর সূত্রে‌ খবর, মহকুমা হাসপাতালের পরিকাঠামো তৈরির জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার পর ধাপে ধাপে মহকুমার কাঠামো গড়ে উঠেছে।

সুরজিৎ দে

কেউ গরমে হাঁসফাঁস করছে, কেউ ঘেমে নেয়ে একসা! গাড়ির ভিতর বন্দি পড়ুয়ারা… পুলকারের চালক উধাও, মারাত্মক কাণ্ড ধূপগুড়িতে

রকি চৌধুরী, ধূপগুড়ি: প্রচণ্ড গরমের মধ্যে পুললকারে আটকে ছটফট করছে পাঁচ স্কুল পড়ুয়া, এদিকে উধাও গাড়ি চালক। এমনই চাঞ্চল্যকর দৃশ্য দেখে হতবাক শহরবাসী থেকে রাস্তার পাশে থাকা ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি গয়েরকাটা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

ধূপগুড়ি থেকে গয়েরকাটা গামী ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের শিশু পড়ুয়াদের নিয়ে বাজারের দিকে আসছিল একটি পুলকার। মাঝরাস্তায় সেই পুলকারের পেট্রল শেষ হয়ে যায়। আর তা আনতেই গাড়ি চালক গাড়ির ভিতরে শিশুদের লক করে চলে যান বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

আরও পড়ুন: হাড় থেকে কিডনি, হাজার সমস‍্যার সমাধান, তবুও বারণ! কাদের খাওয়া উচিত নয় ভুট্টা? জেনে নিন

একে টাকফাটা গরম, তারমধ্যে জানালা দরজা বন্ধ অবস্থায় গাড়ির ভিতরে আটকে শিশুরা। প্রায় আধ ঘণ্টার বেশি সময় ধরে ছটফট করতে থাকে তারা।  নিস্তেজ হয়ে পড়ে। চোখ-মুখ-কান লাল হয়ে যায়। শ্বাসপ্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। শিশুদের করুণ অবস্থা দেখে ছুটে আসেন আশেপাশের ব্যবসায়ীরা। কোনও মতে গাড়ির দরজা খুলে শিশুদেরকে পাশের একটি দোকানে বসানো হয়। তারও প্রায় ১৫-২০ মিনিট পর সেই গাড়িচালক আসেন গাড়ির কাছে।

চালক কাছে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। শুধু তেল শেষ হওয়া নয়, সেই গাড়িটি স্টার্টও সঠিক ভাবে নিচ্ছিল না। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দীপু রায়। একই আশঙ্কা সাধারণ মানুষেরও।

ব্যবসায়ীদের অভিযোগ, গাড়ির মধ্যে শিশুদের আটকে রেখে তেল আনতে যাওয়ায় রীতিমতো কষ্ট হচ্ছিল শিশুদের। শ্বাস-প্রশ্বাস নিতেও অসুবিধা হচ্ছিল। যদিও অভিযোগ মানতে অস্বীকার করেন সেই পুলকার চালক। এই ঘটনা থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Extra Marital Affair: স্ত্রীর পরকীয়া…! স্বামীর হাতেনাতে ধরা পড়তেই ধুন্ধুমার ধূপগুড়িতে! চমকে দেবে ঘটনা

ধূপগুড়ি: হাতেনাতে ধরা পড়ল স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। ঘটনা ঘিরে উত্তেজনা চরমে পৌছল ধূপগুড়িতে। প্রেমিককে ধরে বেধড়ক মার স্বামী ও এলাকাবাসীদের। প্রেমিককে বাঁচাতে আর্তনাদ মহিলার গ্রামবাসীদের হাত থেকে প্রেমিককে বাঁচাতে টোটো আটকানোর চেষ্টা মহিলার। ছুটে বেড়ালেন রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। মন্দিরে নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে বিয়ে দিয়ে তুলে দিলেন প্রেমিকের হাতে। নিজে দাঁড়িয়ে থেকে স্বামী বিয়ে দেন। ঘটনায় শোরগোল ধূপগুড়িতে।

অভিযোগ ধূপগুড়ি পৌরসভা ১৫ নম্বর ওয়ার্ডের গোবিন্দপল্লী এলাকার এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল প্রতিবেশী এক যুবকের সঙ্গে। বিষয়টি জানাজানি হতেই ওত পেতে থাকে স্বামী এবং প্রতিবেশীরা হাতেনাতে ধরবে বলে। রবিবার রাতে হাতেনাতে ধরা পড়ে ওই যুবক এরপরেই এলাকাবাসী এবং মহিলার স্বামী যুবককে ধরে নিয়ে আসেন। মায়ের থান কালি মন্দিরে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেবে বলেই তাঁকে নিয়ে আসা হয় বলে দাবি।

আরও পড়ুন: আর কিছুক্ষণ…! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি ঘণ্টা খানেকেই কাঁপাবে দক্ষিণের ৪ জেলা, ভাসবে কলকাতা? সতর্ক করল আলিপুর

এই ঘটনাকে ঘিরেই রীতিমত মারপিট শুরু হয় প্রকাশ্যে। জাতীয় সড়কে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জুড়ে চলে হট্টগোল। থমকে যায় যান চলাচল। রাস্তার উপর জমে যায় ভিড়। শেষমেশ স্থানীয় বাসিন্দারা ও মহিলার স্বামী দুজনকে ধরে স্থানীয় কালী মন্দিরে নিয়ে যান সেখানেই গ্রামবাসীদের উপস্থিতিতে দেওয়া হয় বিয়ে।

রকি চৌধূরী, ধূপগুড়ি

CPIM: মর্মান্তিক! বুথের বাইরেই সব শেষ, মৃত্যু CPIM নেতার! ধূপগুড়িতে ভয়ঙ্কর ঘটনা

রকি চৌধূরী, ধূপগুড়ি: ভোট কেন্দ্রের বাইরে মৃত্যু হল সিপিআইএম নেতার। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। ধূপগুড়ি ব্লকের বিনয় সাহা মোড় এলাকায় ১৫/১২৪ নং বুথের বাইরে থাকা সিপিএমের অস্থায়ী ক্যাম্পে বসেছিলেন সিপিএম নেতা প্রদীপ দাস (৫৮)। সেই সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি।

তড়িঘড়ি দলীয় কর্মী সমর্থকরা তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃতের নাম প্রদীপ দাস বয়স আনুমানিক (৫৮)

গোটা দেশজুড়ে শুরু হচ্ছে লোকসভা ভোট। প্রথম দফায় নির্বাচনে মোট ২১টি রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ হচ্ছে৷ এ রাজ্যের মোট তিনটি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ হচ্ছে প্রথম দফায়৷ উত্তরবঙ্গের মোট তিনটি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে কোচবিহারের মাথাভাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর এক ইনসপেক্টরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ভোট শুরুর সকালেই বড় ঘটনা! মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের! চর্চায় ‘সেই’ মাথাভাঙ্গা

বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ বাথরুমে অচেতন হয়ে পড়ে যান ওই জওয়ান। সেখানেই মৃত্যু হয় তাঁর। কিউআরটি টিমে থাকার কথা ছিল তাঁর। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তথ্য কমিশন সূত্রে।

জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম মিলেশ কুমার নিলু(৪২)। তিনি মাথাভাঙ্গা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন বিহার থেকে। তবে গভীর রাতে তার সহকর্মীরা অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁকে। এরপর মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই জওয়ানকে চিকিৎসকরা মৃত বলে জানান।

OMG: হঠাৎ চিৎকার, রাস্তায় শুয়ে পড়ছেন একের পর এক মানুষ! ধূপগুড়িতে ‘হামলা’, হাসপাতালে ৮

রকি চৌধূরী, ধূপগুড়ি: শহরে মৌমাছির হামলা। মৌমাছির হামলায় আক্রান্ত ৮। মৌমাছি ধরতে আসরে নামল ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শ্রীনগর কলোনি এলাকায়।

মৌমাছির আতঙ্কে ঘর বন্দি এলাকার মানুষ। বুধবার সকালবেলা আচমকাই এক ঝাঁক মৌমাছি ১৩ নম্বর ওয়ার্ডের শ্রীনগর কলোনি এলাকায় হামলা চালায়। একের পর এক অসুস্থ হয়ে পড়েন পথচলতি মানুষ , শরীরের জ্বালাপোড়া নিয়ে চিৎকার করতে থাকেন।

আরও পড়ুন: হাওড়া স্টেশনে কেন নেই ‘১৬ নম্বর’ প্ল্যাটফর্ম? বিরাট রহস্য কিন্তু! শুনলে তাজ্জব হয়ে যাবেন!

খবর দেওয়া হয় দমকল কর্মী এবং ধূপগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে যান পুলিশ আধিকারিকরা এবং দমকল কর্মীরা। মৌমাছির কামড়ে অসুস্থদের উদ্ধার করে নিয়ে আসেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। ধূপগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ৫ জনকে ছেড়ে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে খবর।

এখনও ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন। পুলিশের তরফে মৌমাছি সহ সেই মৌমাছির চাকটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।