রেলের হেল্পলাইন নম্বর

Rail: একটা ফোন, ট্রেনে এবার যে সমস্যাই হোক, মুহূর্তে সমাধান! হেল্পলাইন নম্বর পূর্ব রেলের! জানুন…

কলকাতা: এক ফোনেই কামালের প্রতিশ্রুতি। যাত্রী সুরক্ষায় বিশেষ নজর ভারতীয় রেলের। যাত্রী সহায়তায় রেলওয়ে হেল্পলাইন নম্বর 139। ইস্টার্ন রেলের অন্যতম প্রধান লক্ষ্য যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা। যাত্রীদের সুরক্ষার স্বার্থে এবং তাদের অভিযোগ ও মতামত প্রদানের প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর 139 সর্বক্ষণের জন্য সেবা প্রদান করছে।

ইস্টার্ন রেলওয়ে নেটওয়ার্কে ভ্রমণ করা যাত্রীরা 139 ডায়াল করে বিভিন্ন সেবা পেতে পারেন। এর মাধ্যমে যাত্রীদের সমস্যা গুলি দ্রুত নিষ্পত্তি করা হয় এবং রেল সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের চটজলদি সমাধান পাওয়া যায়।

আরও পড়ুন: মানুষের মাংস খেলেন এই সুন্দরী! জানালেন স্বাদ! তারপরই যা ঘটল…গোটা বিশ্বে তোলপাড় ফেলেছে এই ঘটনা

যাত্রীরা ট্রেন সম্মন্ধিত অভিযোগ করতে, ফ্রেট পার্সেলের অনুসন্ধান করতে, স্টেশন সংক্রান্ত সমস্যা নিবন্ধন করতে, নিরাপত্তা বা চিকিৎসায় সাহায্য অনুরোধ করতে বা রেল-সম্পর্কিত তথ্য অনুসন্ধান করতে এবং নিজস্ব মতামত জানাতে তারা 139 হেল্পলাইন ব্যবহার করতে পারেন।

পূর্ব রেল বিভিন্ন স্টেশনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেন্দ্রীয় হেল্পলাইন নম্বর 139 সম্পর্কে ব্যাপক সচেতনতা অভিযান চলছে।