আমাদের সকলেরই জীবনে কম-বেশি বন্ধু থাকে। বন্ধুত্বের বিষয়টি সবার কাছে স্পেশ্যাল। রক্তের সম্পর্ক না হলেও এ বন্ধুত্বগুলো গড়ে ওঠে আত্মার সম্পর্কে। কিন্তু কখনও কি পরখ করে দেখেছেন আপনার বন্ধু আসলেই প্রকৃত বন্ধু কিনা? কীভাবে প্রকৃত বন্ধু চিনবেন জানেন কি?

Real Friends vs Fake Friends: গলা জড়িয়ে ধরলেই কেউ বন্ধু হয় না, কীভাবে চিনবেন প্রকৃত বন্ধু? জানুন মনোবিদের টিপস

আমাদের সকলেরই জীবনে কম-বেশি বন্ধু থাকে। বন্ধুত্বের বিষয়টি সবার কাছে স্পেশ্যাল। রক্তের সম্পর্ক না হলেও এ বন্ধুত্বগুলো গড়ে ওঠে আত্মার সম্পর্কে। কিন্তু কখনও কি পরখ করে দেখেছেন আপনার বন্ধু আসলেই প্রকৃত বন্ধু কিনা? কীভাবে প্রকৃত বন্ধু চিনবেন জানেন কি?
আমাদের সকলেরই জীবনে কম-বেশি বন্ধু থাকে। বন্ধুত্বের বিষয়টি সবার কাছে স্পেশ্যাল। রক্তের সম্পর্ক না হলেও এ বন্ধুত্বগুলো গড়ে ওঠে আত্মার সম্পর্কে। কিন্তু কখনও কি পরখ করে দেখেছেন আপনার বন্ধু আসলেই প্রকৃত বন্ধু কিনা? কীভাবে প্রকৃত বন্ধু চিনবেন জানেন কি?
বিশিষ্ট মনোবিদ নীলাঞ্জন সান্যাল জানান, বন্ধুত্বে আছে আসল ও নকল। তবে প্রকৃত বন্ধুরা কখনওই আপনার থেকে সুযোগ-সুবিধা নেবে না বরং সব সময় উপকার করে যাবে। আসল বন্ধু যদিও সহজেই চেনা যায় না। তবে প্রকৃত বন্ধু চেনার কিছু কৌশল জেনে নিন।
বিশিষ্ট মনোবিদ নীলাঞ্জন সান্যাল জানান, বন্ধুত্বে আছে আসল ও নকল। তবে প্রকৃত বন্ধুরা কখনওই আপনার থেকে সুযোগ-সুবিধা নেবে না বরং সব সময় উপকার করে যাবে। আসল বন্ধু যদিও সহজেই চেনা যায় না। তবে প্রকৃত বন্ধু চেনার কিছু কৌশল জেনে নিন।
১) শুধু বিপদে পড়লেই আপনার সাহায্য চাচ্ছে কিনা সেটা দেখে নিন। যাঁরা প্রকৃত বন্ধু, তাঁরা সবসময় আপনাকে মনে রাখবে। অন্যদিকে, নকল বন্ধুরা প্রয়োজন শেষে আর খোঁজ নেবে না
১) শুধু বিপদে পড়লেই আপনার সাহায্য চাচ্ছে কিনা সেটা দেখে নিন। যাঁরা প্রকৃত বন্ধু, তাঁরা সবসময় আপনাকে মনে রাখবে। অন্যদিকে, নকল বন্ধুরা প্রয়োজন শেষে আর খোঁজ নেবে না
২) বন্ধুত্বের মধ্যে বিশ্বস্ততা থাকা উচিত। আপনি আপনার মনের কথা তাঁকে শেয়ার করলেন সে অন্যকে বলে দিল। সেটা কখনওই প্রকৃত বন্ধুর লক্ষণ নয়। কারণ প্রকৃত বন্ধুরা বন্ধুর কথা নিজের কাছেই রাখে এবং উপকারও সৎ পরামর্শ দেন।
২) বন্ধুত্বের মধ্যে বিশ্বস্ততা থাকা উচিত। আপনি আপনার মনের কথা তাঁকে শেয়ার করলেন সে অন্যকে বলে দিল। সেটা কখনওই প্রকৃত বন্ধুর লক্ষণ নয়। কারণ প্রকৃত বন্ধুরা বন্ধুর কথা নিজের কাছেই রাখে এবং উপকারও সৎ পরামর্শ দেন।
৩) আপনার বন্ধু কি যে কোনও প্রতিশ্রুতি রক্ষা করে? প্রকৃত বন্ধুরা সব সময় প্রতিশ্রুতি রক্ষা করে থাকেন। যদি আপনার বন্ধু সবসময় প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাহলে বুঝবেন তিনি সঠিক নয়।
৩) আপনার বন্ধু কি যে কোনও প্রতিশ্রুতি রক্ষা করে? প্রকৃত বন্ধুরা সব সময় প্রতিশ্রুতি রক্ষা করে থাকেন। যদি আপনার বন্ধু সবসময় প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাহলে বুঝবেন তিনি সঠিক নয়।
৪) বন্ধুরা একে অন্যের সঙ্গে দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যাকে বন্ধু ভাবছেন সে যদি অন্যদের সামনে আপনাকে কটুক্তি করে কিংবা বিব্রত করে তবে সাবধান থাকুন। প্রকৃত বন্ধুরা কখনো আপনার ভাবমূর্তি নষ্ট করবে না।
৪) বন্ধুরা একে অন্যের সঙ্গে দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যাকে বন্ধু ভাবছেন সে যদি অন্যদের সামনে আপনাকে কটুক্তি করে কিংবা বিব্রত করে তবে সাবধান থাকুন। প্রকৃত বন্ধুরা কখনো আপনার ভাবমূর্তি নষ্ট করবে না।
৫) আপনার বন্ধুটি অন্য সবার কাছে যেমনই হোক না কেন সে আপনার জন্য উদার কিনা সেটাও দেখুন। ভাল বন্ধু কখনও কৃপণ প্রকৃতির হন না। বন্ধুর প্রয়োজনে সে সবকিছু করতে প্রস্তুত থাকেন।
৫) আপনার বন্ধুটি অন্য সবার কাছে যেমনই হোক না কেন সে আপনার জন্য উদার কিনা সেটাও দেখুন। ভাল বন্ধু কখনও কৃপণ প্রকৃতির হন না। বন্ধুর প্রয়োজনে সে সবকিছু করতে প্রস্তুত থাকেন।
৬) এসো খেয়াল রাখুন আপনার বন্ধু কি বিপদজনক নাকি ভাল? অনেক বন্ধুরাই বন্ধুকে মাদক বা নেশার দিকে ঠেলে দেন। এমন যদি বন্ধু হয়ে থাকে তাহলে সেই বন্ধু থেকে দূরে থাকুন।
৬) এসো খেয়াল রাখুন আপনার বন্ধু কি বিপদজনক নাকি ভাল? অনেক বন্ধুরাই বন্ধুকে মাদক বা নেশার দিকে ঠেলে দেন। এমন যদি বন্ধু হয়ে থাকে তাহলে সেই বন্ধু থেকে দূরে থাকুন।
অনেক বন্ধুরা আছে যারা প্রয়োজনে আপনার কাছে আসবে, আপনি হয়তো বুঝবেন না সে কেমন। কারণ নকল বন্ধুরা সব সময় মুখোশ পরে থাকেন।
অনেক বন্ধুরা আছে যারা প্রয়োজনে আপনার কাছে আসবে, আপনি হয়তো বুঝবেন না সে কেমন। কারণ নকল বন্ধুরা সব সময় মুখোশ পরে থাকেন।
তাঁরা বন্ধুত্বের আড়ালে আপনার পিঠে ছুরি বসাতেও দ্বিধাবোধ করবে না। তাই সবসময় সতর্ক থাকুন এবং আসল ও নকলের মধ্যে ফারাক চিনুন। (রিপোর্টার-- পিয়া গুপ্তা)
তাঁরা বন্ধুত্বের আড়ালে আপনার পিঠে ছুরি বসাতেও দ্বিধাবোধ করবে না। তাই সবসময় সতর্ক থাকুন এবং আসল ও নকলের মধ্যে ফারাক চিনুন। (রিপোর্টার– পিয়া গুপ্তা)