Tag Archives: Friends

Two Friends Drown: গরম থেকে স্বস্তি পেতে স্নানের জন্য নদীতে নেমেছিল দুই বন্ধু…তারপর শুধুই কান্না!

মালদহ: তীব্র গরমের দুপুরে একটু স্বস্তির খোঁজে দুই বন্ধু মিলে নদীতে স্নান করতে নেমেছিলেন। কিন্তু তাতেই ঘটল সর্বনাশ। নদীতে সাঁতার কাটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে গেল দুই বন্ধু। বিষয়টি লক্ষ্য করেন সেই সময় নদীর পাড়ে উপস্থিত অনান্যরা। ঘটনাটি ইংরেজবাজারের।

দেবাশিস মণ্ডল (২২) ও নবকুমার মণ্ডল (২২) নামে ওই দুই যুবক নিখোঁজ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই নদীতে তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়। খবর পেয়ে ছুটে আসেন আশেপাশের এলাকার বাসিন্দারাও। নদীর দুই তীরে প্রচুর মানুষের ভিড় জমে যায়। অবশেষে স্থানীয়রা নদী থেকে এক বন্ধুর দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাশিস মণ্ডলের দেহ উদ্ধার হয়েছে। কিন্তু নবকুমার মণ্ডলের সন্ধান এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন: প্রযুক্তি দূর করবে চিতাবাঘের আতঙ্ক! উত্তরের চা বাগানে নতুন ঘটনা

এই ঘটনার কান্নায় ভেঙে পড়েছে দুই যুবকেরই পরিবার। সোমবার দুপুর নাগাদ মালদহের ইংরেজবাজার ব্লকের মহদীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ভাগীরথী নদীতে ঘটনাটি ঘটে। ওই দুই যুবকেরই বাড়ি কালিয়াচক থানার রামনগর গ্রামে বলে জানা গিয়েছে। হঠাৎ দুই তরতাজা যুবকের এমন পরিণতিতে ভীত বাকিরা। প্রত্যক্ষদর্শীদের মতে সাবধানতার অভাবেই এই অবস্থা ঘটেছে। অপর নিখোঁজ যুবকের সন্ধানে এখনও তল্লাশি অভিযান চলছে।

হরষিত সিংহ

Jaya Bachchan’s Best Friend: বাড়ির মধ্যেই রয়েছেন জয়া বচ্চনের প্রিয় বন্ধুটি, গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী

মুম্বইঃ নভ্যা নভেলি নন্দার পডকাস্ট শো ‘হোয়াট দ্য হেল নভ্যা’-র মা শ্বেতা বচ্চন এবং দিদিমা জয়া বচ্চনের সঙ্গে মা-বাবা ও বাচ্চাদের সম্পর্কের বিষয়ে আলোচনা করতে দেখা গিয়েছে নভ্যাকে।

ওই প্রোমোয় জয়া বচ্চনকে নিজের প্রিয় বন্ধুর বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে। বর্ষীয়ান অভিনেত্রী বলেন, “আমার সবথেকে ভাল বন্ধুটি আমার বাড়ির মধ্যেই রয়েছেন।” এটা শুনে নাতনি নভ্যা মিষ্টি একটা প্রতিক্রিয়া দেন।

আরও পড়ুনঃ খ্যাতির চূড়ায় থেকেও ছাড়েন অভিনয়, রাজকাহিনি ছবিতে কাজ! অকালে হারিয়ে যান ছোটপর্দার ‘বিনোদিনী’

কিন্তু বাড়ির মধ্যেই অভিনেত্রীর এই প্রিয় বন্ধুটি আসলে কে? তিনি আর কেউই নন, বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। স্বামীর সঙ্গে নিজের দুর্দান্ত সম্পর্কের কথা অকপটে স্বীকার করে নিলেন জয়া। তাঁর কথায়, “আমার স্বামীই আসলে আমার প্রিয় বন্ধু।”

সেই সময় দিদিমার বন্ধুদের প্রসঙ্গ উত্থাপন করে একটা মিষ্টি গল্প শেয়ার করেন নাতনি নভ্যা। বেশ হালকা মেজাজেই তিনি বলেন, “যখন দিদিমার বন্ধুরা বাড়িতে আসেন, তখন তাঁরা এমন ভাবে দিদিমার সঙ্গে কথা বলেন, যেভাবে আমরা বলতে পারি না। আমার বিষয়টা দেখে বেশ মজাই লাগে। নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে তাঁরা দিদিমার সঙ্গে বেশ মজা করেন তাঁরা।”

এবার মেয়ের সঙ্গে এই আলোচনায় যোগ দেন শ্বেতাও। নিজের মা-বাবাকে বন্ধু হিসেবে দেখা নিয়ে মত প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট দায়িত্ব সামলানোর দিকটাতেও জোর দেন তিনি। শ্বেতার বক্তব্য, সন্তানদের সঙ্গে সম্পর্ককে তিনি প্রাধান্য দেন। তবে কোথাও গিয়ে তাঁর মনে হয়, নির্দিষ্ট কিছু প্রাচীর থাকা উচিত। যা পরিবর্তিত হওয়া ঠিক নয়। অমিতাভ-কন্যার কথায়, “আমার সন্তানরা আমার সন্তান। আর আবার বন্ধুরা শুধু বন্ধুই।”

প্রসঙ্গত সাম্প্রতিক কালে নভ্যার এই শো নিয়ে বিপুল চর্চা হয়েছে। কারণ নভ্যাকে প্রশ্ন করা হয়েছিল তাঁর শোয়ে মামা-মামি তথা অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনকে দেখা যাবে কি না, সেই প্রসঙ্গে। এর উত্তরে নভ্যা বলেছিলেন, “খুব সম্ভবত যদি সিজন ৩ আসে, তাহলে আমি এমন অতিথিদের আমন্ত্রণ জানাব, যাঁরা আমার পরিবারের সদস্য নন। আমার মনে হয়, প্রচুর মজা হতে চলেছে। কারণ তাঁদের থেকে অনেক কিছু শেখার রয়েছে। আর বিভিন্ন ক্ষেত্রের মানুষের থেকে তাঁদের অভিজ্ঞতা শোনাটাও একটা বড় ব্যাপার।” নভ্যার এহেন জবাব শুনে অনেক নেটাগরিকই বলছেন যে, কায়দা করে প্রশ্নটা এড়িয়ে গেলেন অমিতাভ-জয়ার নাতনিটি।

Real Friends vs Fake Friends: গলা জড়িয়ে ধরলেই কেউ বন্ধু হয় না, কীভাবে চিনবেন প্রকৃত বন্ধু? জানুন মনোবিদের টিপস

আমাদের সকলেরই জীবনে কম-বেশি বন্ধু থাকে। বন্ধুত্বের বিষয়টি সবার কাছে স্পেশ্যাল। রক্তের সম্পর্ক না হলেও এ বন্ধুত্বগুলো গড়ে ওঠে আত্মার সম্পর্কে। কিন্তু কখনও কি পরখ করে দেখেছেন আপনার বন্ধু আসলেই প্রকৃত বন্ধু কিনা? কীভাবে প্রকৃত বন্ধু চিনবেন জানেন কি?
আমাদের সকলেরই জীবনে কম-বেশি বন্ধু থাকে। বন্ধুত্বের বিষয়টি সবার কাছে স্পেশ্যাল। রক্তের সম্পর্ক না হলেও এ বন্ধুত্বগুলো গড়ে ওঠে আত্মার সম্পর্কে। কিন্তু কখনও কি পরখ করে দেখেছেন আপনার বন্ধু আসলেই প্রকৃত বন্ধু কিনা? কীভাবে প্রকৃত বন্ধু চিনবেন জানেন কি?
বিশিষ্ট মনোবিদ নীলাঞ্জন সান্যাল জানান, বন্ধুত্বে আছে আসল ও নকল। তবে প্রকৃত বন্ধুরা কখনওই আপনার থেকে সুযোগ-সুবিধা নেবে না বরং সব সময় উপকার করে যাবে। আসল বন্ধু যদিও সহজেই চেনা যায় না। তবে প্রকৃত বন্ধু চেনার কিছু কৌশল জেনে নিন।
বিশিষ্ট মনোবিদ নীলাঞ্জন সান্যাল জানান, বন্ধুত্বে আছে আসল ও নকল। তবে প্রকৃত বন্ধুরা কখনওই আপনার থেকে সুযোগ-সুবিধা নেবে না বরং সব সময় উপকার করে যাবে। আসল বন্ধু যদিও সহজেই চেনা যায় না। তবে প্রকৃত বন্ধু চেনার কিছু কৌশল জেনে নিন।
১) শুধু বিপদে পড়লেই আপনার সাহায্য চাচ্ছে কিনা সেটা দেখে নিন। যাঁরা প্রকৃত বন্ধু, তাঁরা সবসময় আপনাকে মনে রাখবে। অন্যদিকে, নকল বন্ধুরা প্রয়োজন শেষে আর খোঁজ নেবে না
১) শুধু বিপদে পড়লেই আপনার সাহায্য চাচ্ছে কিনা সেটা দেখে নিন। যাঁরা প্রকৃত বন্ধু, তাঁরা সবসময় আপনাকে মনে রাখবে। অন্যদিকে, নকল বন্ধুরা প্রয়োজন শেষে আর খোঁজ নেবে না
২) বন্ধুত্বের মধ্যে বিশ্বস্ততা থাকা উচিত। আপনি আপনার মনের কথা তাঁকে শেয়ার করলেন সে অন্যকে বলে দিল। সেটা কখনওই প্রকৃত বন্ধুর লক্ষণ নয়। কারণ প্রকৃত বন্ধুরা বন্ধুর কথা নিজের কাছেই রাখে এবং উপকারও সৎ পরামর্শ দেন।
২) বন্ধুত্বের মধ্যে বিশ্বস্ততা থাকা উচিত। আপনি আপনার মনের কথা তাঁকে শেয়ার করলেন সে অন্যকে বলে দিল। সেটা কখনওই প্রকৃত বন্ধুর লক্ষণ নয়। কারণ প্রকৃত বন্ধুরা বন্ধুর কথা নিজের কাছেই রাখে এবং উপকারও সৎ পরামর্শ দেন।
৩) আপনার বন্ধু কি যে কোনও প্রতিশ্রুতি রক্ষা করে? প্রকৃত বন্ধুরা সব সময় প্রতিশ্রুতি রক্ষা করে থাকেন। যদি আপনার বন্ধু সবসময় প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাহলে বুঝবেন তিনি সঠিক নয়।
৩) আপনার বন্ধু কি যে কোনও প্রতিশ্রুতি রক্ষা করে? প্রকৃত বন্ধুরা সব সময় প্রতিশ্রুতি রক্ষা করে থাকেন। যদি আপনার বন্ধু সবসময় প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাহলে বুঝবেন তিনি সঠিক নয়।
৪) বন্ধুরা একে অন্যের সঙ্গে দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যাকে বন্ধু ভাবছেন সে যদি অন্যদের সামনে আপনাকে কটুক্তি করে কিংবা বিব্রত করে তবে সাবধান থাকুন। প্রকৃত বন্ধুরা কখনো আপনার ভাবমূর্তি নষ্ট করবে না।
৪) বন্ধুরা একে অন্যের সঙ্গে দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যাকে বন্ধু ভাবছেন সে যদি অন্যদের সামনে আপনাকে কটুক্তি করে কিংবা বিব্রত করে তবে সাবধান থাকুন। প্রকৃত বন্ধুরা কখনো আপনার ভাবমূর্তি নষ্ট করবে না।
৫) আপনার বন্ধুটি অন্য সবার কাছে যেমনই হোক না কেন সে আপনার জন্য উদার কিনা সেটাও দেখুন। ভাল বন্ধু কখনও কৃপণ প্রকৃতির হন না। বন্ধুর প্রয়োজনে সে সবকিছু করতে প্রস্তুত থাকেন।
৫) আপনার বন্ধুটি অন্য সবার কাছে যেমনই হোক না কেন সে আপনার জন্য উদার কিনা সেটাও দেখুন। ভাল বন্ধু কখনও কৃপণ প্রকৃতির হন না। বন্ধুর প্রয়োজনে সে সবকিছু করতে প্রস্তুত থাকেন।
৬) এসো খেয়াল রাখুন আপনার বন্ধু কি বিপদজনক নাকি ভাল? অনেক বন্ধুরাই বন্ধুকে মাদক বা নেশার দিকে ঠেলে দেন। এমন যদি বন্ধু হয়ে থাকে তাহলে সেই বন্ধু থেকে দূরে থাকুন।
৬) এসো খেয়াল রাখুন আপনার বন্ধু কি বিপদজনক নাকি ভাল? অনেক বন্ধুরাই বন্ধুকে মাদক বা নেশার দিকে ঠেলে দেন। এমন যদি বন্ধু হয়ে থাকে তাহলে সেই বন্ধু থেকে দূরে থাকুন।
অনেক বন্ধুরা আছে যারা প্রয়োজনে আপনার কাছে আসবে, আপনি হয়তো বুঝবেন না সে কেমন। কারণ নকল বন্ধুরা সব সময় মুখোশ পরে থাকেন।
অনেক বন্ধুরা আছে যারা প্রয়োজনে আপনার কাছে আসবে, আপনি হয়তো বুঝবেন না সে কেমন। কারণ নকল বন্ধুরা সব সময় মুখোশ পরে থাকেন।
তাঁরা বন্ধুত্বের আড়ালে আপনার পিঠে ছুরি বসাতেও দ্বিধাবোধ করবে না। তাই সবসময় সতর্ক থাকুন এবং আসল ও নকলের মধ্যে ফারাক চিনুন। (রিপোর্টার-- পিয়া গুপ্তা)
তাঁরা বন্ধুত্বের আড়ালে আপনার পিঠে ছুরি বসাতেও দ্বিধাবোধ করবে না। তাই সবসময় সতর্ক থাকুন এবং আসল ও নকলের মধ্যে ফারাক চিনুন। (রিপোর্টার– পিয়া গুপ্তা)

Friend: বন্ধু চেনা বিষম দায় নয়! এই ছয় লক্ষণ দেখলেই বুঝবেন সে আপনার ‘প্রকৃত বন্ধু’ কি না

সুখে দু:খে, বিপদে আপদে যে পাশে থাকে সেই তো বন্ধু। পরিবারের সদস‍্য না হলেও পরিবারে হয়ে ওঠে পরিবারের চেয়ে কোনও অংশে কম নয় বন্ধু। কিন্তু বন্ধুত্বের সম্পর্কে ভিত হল একে উপরের প্রতি বিশ্বাস। কিন্তু আপনার বন্ধু কি আপনাকে সত‍্যি বলছে? নাকি মিথ‍্যার আশ্রয় নিচ্ছে? কীভাবে জানতে পারবেন? যাকে আপনি সবচেয়ে কাছের বন্ধু ভাবেন তিনি কি সত‍্যিই আপনার প্রকৃত বন্ধু?
সুখে দু:খে, বিপদে আপদে যে পাশে থাকে সেই তো বন্ধু। পরিবারের সদস‍্য না হলেও পরিবারে হয়ে ওঠে পরিবারের চেয়ে কোনও অংশে কম নয় বন্ধু। কিন্তু বন্ধুত্বের সম্পর্কে ভিত হল একে উপরের প্রতি বিশ্বাস। কিন্তু আপনার বন্ধু কি আপনাকে সত‍্যি বলছে? নাকি মিথ‍্যার আশ্রয় নিচ্ছে? কীভাবে জানতে পারবেন? যাকে আপনি সবচেয়ে কাছের বন্ধু ভাবেন তিনি কি সত‍্যিই আপনার প্রকৃত বন্ধু?
কয়েকটি লক্ষণ দেখে জানতে পারবেন বন্ধুর আসল উদ্দেশ‍্য। বন্ধু বিশ্বাসঘাতকতা করছে কিনা তা জানতে পারবেন। যাকে প্রিয় বন্ধু ভেবে মনের কথা বলছেন, সে আসলে শত্রু নয় তো? মনে উঁকি দেওয়া এমনই কিছু প্রশ্নের উত্তর কীভাবে খুঁজে পাবেন? সেই উপায় রইল এই প্রতিবেদনে।
কয়েকটি লক্ষণ দেখে জানতে পারবেন বন্ধুর আসল উদ্দেশ‍্য। বন্ধু বিশ্বাসঘাতকতা করছে কিনা তা জানতে পারবেন। যাকে প্রিয় বন্ধু ভেবে মনের কথা বলছেন, সে আসলে শত্রু নয় তো? মনে উঁকি দেওয়া এমনই কিছু প্রশ্নের উত্তর কীভাবে খুঁজে পাবেন? সেই উপায় রইল এই প্রতিবেদনে।
সত‍্যিকারে বন্ধু কীভাবে চিনবেন? কিছু গবেষণা থেকে জানা গিয়েছে,  যাদের জীবনে ভালো বন্ধু আছে তারা কখনই মানসিক চাপের সম্মুখীন হন না। এর ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকে। বন্ধু যদি সত‍্যিকারের বন্ধু না হয়, তাহলে বিপদে তাঁকে পাশে পাবেন না।
সত‍্যিকারে বন্ধু কীভাবে চিনবেন? কিছু গবেষণা থেকে জানা গিয়েছে, যাদের জীবনে ভালো বন্ধু আছে তারা কখনই মানসিক চাপের সম্মুখীন হন না। এর ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকে। বন্ধু যদি সত‍্যিকারের বন্ধু না হয়, তাহলে বিপদে তাঁকে পাশে পাবেন না।
প্রয়োজনে পাশে থাকে না: কথায় বলে, বিপদে বন্ধু চেনা যায়। একথা একেবারেই সত‍্যি। যারা বন্ধুত্বের ভান করে, তাঁরা বাকি সময় আশপাশে থাকলেও প্রয়োজনের সময় পাশে থাকে না। ভেবে দেখুন আপনার কোন বন্ধু এমন করে, জেনে নিন তিনি নকল বন্ধু।
প্রয়োজনে পাশে থাকে না: কথায় বলে, বিপদে বন্ধু চেনা যায়। একথা একেবারেই সত‍্যি। যারা বন্ধুত্বের ভান করে, তাঁরা বাকি সময় আশপাশে থাকলেও প্রয়োজনের সময় পাশে থাকে না। ভেবে দেখুন আপনার কোন বন্ধু এমন করে, জেনে নিন তিনি নকল বন্ধু।
একতরফা: আপনার সঙ্গে আপনার বন্ধুর সম্পর্ক কি খানিকটা একতরফা। উদাহরণস্বরূপ, আপনি যখনই আপনার বন্ধুর সাথে কথা বলবেন, তিনি কেবল নিজের সম্পর্কে কথা বলবেন। তিনি তার জীবনে যা ঘটছে তা শেয়ার করবেন। নিজের মতামত দিতে থাকবেন। এটাও সম্ভব যে তারা আপনার সাথে যা ঘটছে তাতে খুব বেশি আগ্রহ নাও দেখাতে পারে। এমন বন্ধুদের থেকে দূরে থাকাই আপনার জন্য ভাল।

একতরফা বন্ধুত্ব: আপনার সঙ্গে আপনার বন্ধুর সম্পর্ক কি খানিকটা একতরফা। উদাহরণস্বরূপ, আপনি যখনই আপনার বন্ধুর সাথে কথা বলবেন, তিনি কেবল নিজের সম্পর্কে কথা বলবেন। তিনি তার জীবনে যা ঘটছে তা শেয়ার করবেন। নিজের মতামত দিতে থাকবেন। এটাও সম্ভব যে তারা আপনার সাথে যা ঘটছে তাতে খুব বেশি আগ্রহ নাও দেখাতে পারে। এমন বন্ধুদের থেকে দূরে থাকাই আপনার জন্য ভাল।
অবিশ্বাস: বন্ধু যদি প্রতিশ্রুতি রক্ষা করতে না পারেন তবে সেই বন্ধু প্রকৃত বন্ধু নয়। আপনাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে শেষ মুহূর্তে পরিত‍্যাগ করে। এমন বন্ধুকে এড়িয়ে চলাই শ্রেয়।
অবিশ্বাস: বন্ধু যদি প্রতিশ্রুতি রক্ষা করতে না পারেন তবে সেই বন্ধু প্রকৃত বন্ধু নয়। আপনাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে শেষ মুহূর্তে পরিত‍্যাগ করে। এমন বন্ধুকে এড়িয়ে চলাই শ্রেয়।
বিশ্বাসঘাতকতা: বন্ধুত্বের সম্পর্কের ভিতই হল বিশ্বাস। তাই যদি কোনও বিশ্বাসঘাতক হয় তবে তিনি মোটেই ভাল বন্ধু নয়। উদাহরণস্বরূপ, যদি কোনও বন্ধু আপনার সমস্ত গোপনীয়তা অন্যদের বলে বেড়ায় তবে, তিনি মোটেই বিশ্বাসী নন।
বিশ্বাসঘাতকতা: বন্ধুত্বের সম্পর্কের ভিতই হল বিশ্বাস। তাই যদি কোনও বিশ্বাসঘাতক হয় তবে তিনি মোটেই ভাল বন্ধু নয়। উদাহরণস্বরূপ, যদি কোনও বন্ধু আপনার সমস্ত গোপনীয়তা অন্যদের বলে বেড়ায় তবে, তিনি মোটেই বিশ্বাসী নন।
মিথ‍্যাবাদী: যে কোন সময়, যে কোন পরিস্থিতিতে, খারাপ বন্ধুরা আপনাকে অন্যের সামনে মিথ্যাবাদী প্রমাণ করে আপনাকে অসম্মান করতে পারে। অপমান বা উপহাস করতে পারে।

মিথ‍্যাবাদী: যে কোন সময়, যে কোন পরিস্থিতিতে, খারাপ বন্ধুরা আপনাকে অন্যের সামনে মিথ্যাবাদী প্রমাণ করে আপনাকে অসম্মান করতে পারে। অপমান বা উপহাস করতে পারে।
ঈর্ষা: আপনার বন্ধু কি আপনার সাফল‍্যে ঈর্ষান্বিত? তবে তাকে প্রকৃত বন্ধুর তালিকায় না রাখাই ভাল। আপনার কৃতিত্ব উদযাপনের পরিবর্তে আরও ছোট করার চেষ্টা করবে।

ঈর্ষা: আপনার বন্ধু কি আপনার সাফল‍্যে ঈর্ষান্বিত? তবে তাকে প্রকৃত বন্ধুর তালিকায় না রাখাই ভাল। আপনার কৃতিত্ব উদযাপনের পরিবর্তে আরও ছোট করার চেষ্টা করবে।