Tag Archives: Friendship

Friendship Day 2024: ফ্রেন্ডশিপ! বিশ্ব বন্ধুত্ব দিবসে কী ভাবছে নতুন প্রজন্ম? বন্ধুত্বের নতুন সংজ্ঞা কী?

৪ অগাস্ট! আজ, রবিবার বিশ্ব বন্ধুত্ব দিবস। সময়টা এখন মুঠোফোনে বন্দী। এখন হাই-হ্যালো-বাই... এই তিনেই যেন সীমাবদ্ধ। মোড়ের মাথায় আর সন্ধে হলে আড্ডা চলে না...সোশ্যাল মিডিয়া মেসেজ চালাচালিতেই খোজ নেওয়া হয়ে যায়...! কোথায় আছিস, কী করছিস..সঙ্গে সামঞ্জস্য পূর্ণ কটা ইমোজি.. বর্তমানে বন্ধুত্বের মানে হয়তো এটাই..!! কিন্তু বিশ্ব বন্ধুত্ব দিবসের দিনে কী বলছে নতুন প্রজন্ম?
৪ অগাস্ট! আজ, রবিবার বিশ্ব বন্ধুত্ব দিবস। সময়টা এখন মুঠোফোনে বন্দী। এখন হাই-হ্যালো-বাই… এই তিনেই যেন সীমাবদ্ধ। মোড়ের মাথায় আর সন্ধে হলে আড্ডা চলে না…সোশ্যাল মিডিয়া মেসেজ চালাচালিতেই খোজ নেওয়া হয়ে যায়…! কোথায় আছিস, কী করছিস..সঙ্গে সামঞ্জস্য পূর্ণ কটা ইমোজি.. বর্তমানে বন্ধুত্বের মানে হয়তো এটাই..!! কিন্তু বিশ্ব বন্ধুত্ব দিবসের দিনে কী বলছে নতুন প্রজন্ম?
সমীর দাস বলেন, আগে বন্ধুত্ব মানে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো থেকে শুরু করে ফুটবল কিংবা বিভিন্ন খেলাধুলো করা, মোড়ের মাথায় আড্ডা আর এর ওর খাবার কেড়ে খাওয়া। কারওর বিপদে ছুট্টে চলে যাওয়া। হাজার ঝগড়ার পরেও পাশে থেকে যাওয়া। আগে এটাই ছিল বন্ধুত্ব। কিন্তু এখন হয়তো ক্লাসরুমে পাশের জায়গাটা রাখা মানেই বন্ধুত্ব বজায় রাখা!
সমীর দাস বলেন, আগে বন্ধুত্ব মানে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো থেকে শুরু করে ফুটবল কিংবা বিভিন্ন খেলাধুলো করা, মোড়ের মাথায় আড্ডা আর এর ওর খাবার কেড়ে খাওয়া। কারওর বিপদে ছুট্টে চলে যাওয়া। হাজার ঝগড়ার পরেও পাশে থেকে যাওয়া। আগে এটাই ছিল বন্ধুত্ব। কিন্তু এখন হয়তো ক্লাসরুমে পাশের জায়গাটা রাখা মানেই বন্ধুত্ব বজায় রাখা!
সময় বদলেছে। বদলেছে বন্ধুত্বের সংজ্ঞা। বয়স ৪৫ এর রিমা রায় জানান, আমাদের সময় বন্ধু মানেই একটু হিংসুটে ভাব... পড়াশোনার বিষয়ে কে কার থেকে নম্বর বেশি পেতে পারে সেই নিয়ে মিষ্টি প্রতিযোগিতা।
সময় বদলেছে। বদলেছে বন্ধুত্বের সংজ্ঞা। বয়স ৪৫ এর রিমা রায় জানান, আমাদের সময় বন্ধু মানেই একটু হিংসুটে ভাব… পড়াশোনার বিষয়ে কে কার থেকে নম্বর বেশি পেতে পারে সেই নিয়ে মিষ্টি প্রতিযোগিতা।
আন্তর্জাতিক বন্ধু দিবস ৩০ জুলাই পালন করা হলেও ভারতে কিন্তু সেই দিন বন্ধু দিবস পালন করা হয় না। ভারতে প্রতি বছর অগাস্ট মাসের প্রথম রবিবার পালন করা হয় বন্ধু দিবস। চলতি বছর ৪ অগাস্ট বন্ধু দিবস পালন করা হবে।
আন্তর্জাতিক বন্ধু দিবস ৩০ জুলাই পালন করা হলেও ভারতে কিন্তু সেই দিন বন্ধু দিবস পালন করা হয় না। ভারতে প্রতি বছর অগাস্ট মাসের প্রথম রবিবার পালন করা হয় বন্ধু দিবস। চলতি বছর ৪ অগাস্ট বন্ধু দিবস পালন করা হবে।
একজন বন্ধু সর্বদা আপনার পাশে দাঁড়াবে প্রতিটি অসুবিধায় সঠিক বা ভুল বিবেচনা না করে। এই বিস্ময়কর বন্ধনটি উদযাপন করতে এবং একসঙ্গে কাটানো সময়কে লালন করার জন্য অপেক্ষায় থাকত। আজ বিশ্ব বন্ধুত্ব দিবস শুধু বন্ধুত্ব দিবসের বন্ধুকে একটা মেসেজ দিয়েই সব শেষ।
একজন বন্ধু সর্বদা আপনার পাশে দাঁড়াবে প্রতিটি অসুবিধায় সঠিক বা ভুল বিবেচনা না করে। এই বিস্ময়কর বন্ধনটি উদযাপন করতে এবং একসঙ্গে কাটানো সময়কে লালন করার জন্য অপেক্ষায় থাকত। আজ বিশ্ব বন্ধুত্ব দিবস শুধু বন্ধুত্ব দিবসের বন্ধুকে একটা মেসেজ দিয়েই সব শেষ।
ছোট থেকেই আড়ি-ভাব, দুষ্টু মিষ্টি মজা করার মাধ্যমে আমরা যে মানুষটির সঙ্গে বেড়ে উঠি.. সেই হল বন্ধু। শুধু সুসময় নয় দুঃসময় যে পাশে থাকবে সেই প্রকৃত বন্ধু। স্কুলে বা কলেজে পাশাপাশি বসে একসঙ্গে জীবনের নানান স্বপ্ন দেখা, একসঙ্গে পথ চলা, পরিবারের বাইরেও যে মানুষটি সব সময় পাশে থেকেছে, সেই তো আসল বন্ধু।
ছোট থেকেই আড়ি-ভাব, দুষ্টু মিষ্টি মজা করার মাধ্যমে আমরা যে মানুষটির সঙ্গে বেড়ে উঠি.. সেই হল বন্ধু। শুধু সুসময় নয় দুঃসময় যে পাশে থাকবে সেই প্রকৃত বন্ধু। স্কুলে বা কলেজে পাশাপাশি বসে একসঙ্গে জীবনের নানান স্বপ্ন দেখা, একসঙ্গে পথ চলা, পরিবারের বাইরেও যে মানুষটি সব সময় পাশে থেকেছে, সেই তো আসল বন্ধু।

Two Friends Drown: গরম থেকে স্বস্তি পেতে স্নানের জন্য নদীতে নেমেছিল দুই বন্ধু…তারপর শুধুই কান্না!

মালদহ: তীব্র গরমের দুপুরে একটু স্বস্তির খোঁজে দুই বন্ধু মিলে নদীতে স্নান করতে নেমেছিলেন। কিন্তু তাতেই ঘটল সর্বনাশ। নদীতে সাঁতার কাটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে গেল দুই বন্ধু। বিষয়টি লক্ষ্য করেন সেই সময় নদীর পাড়ে উপস্থিত অনান্যরা। ঘটনাটি ইংরেজবাজারের।

দেবাশিস মণ্ডল (২২) ও নবকুমার মণ্ডল (২২) নামে ওই দুই যুবক নিখোঁজ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই নদীতে তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়। খবর পেয়ে ছুটে আসেন আশেপাশের এলাকার বাসিন্দারাও। নদীর দুই তীরে প্রচুর মানুষের ভিড় জমে যায়। অবশেষে স্থানীয়রা নদী থেকে এক বন্ধুর দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাশিস মণ্ডলের দেহ উদ্ধার হয়েছে। কিন্তু নবকুমার মণ্ডলের সন্ধান এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন: প্রযুক্তি দূর করবে চিতাবাঘের আতঙ্ক! উত্তরের চা বাগানে নতুন ঘটনা

এই ঘটনার কান্নায় ভেঙে পড়েছে দুই যুবকেরই পরিবার। সোমবার দুপুর নাগাদ মালদহের ইংরেজবাজার ব্লকের মহদীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ভাগীরথী নদীতে ঘটনাটি ঘটে। ওই দুই যুবকেরই বাড়ি কালিয়াচক থানার রামনগর গ্রামে বলে জানা গিয়েছে। হঠাৎ দুই তরতাজা যুবকের এমন পরিণতিতে ভীত বাকিরা। প্রত্যক্ষদর্শীদের মতে সাবধানতার অভাবেই এই অবস্থা ঘটেছে। অপর নিখোঁজ যুবকের সন্ধানে এখনও তল্লাশি অভিযান চলছে।

হরষিত সিংহ

Real Friends vs Fake Friends: গলা জড়িয়ে ধরলেই কেউ বন্ধু হয় না, কীভাবে চিনবেন প্রকৃত বন্ধু? জানুন মনোবিদের টিপস

আমাদের সকলেরই জীবনে কম-বেশি বন্ধু থাকে। বন্ধুত্বের বিষয়টি সবার কাছে স্পেশ্যাল। রক্তের সম্পর্ক না হলেও এ বন্ধুত্বগুলো গড়ে ওঠে আত্মার সম্পর্কে। কিন্তু কখনও কি পরখ করে দেখেছেন আপনার বন্ধু আসলেই প্রকৃত বন্ধু কিনা? কীভাবে প্রকৃত বন্ধু চিনবেন জানেন কি?
আমাদের সকলেরই জীবনে কম-বেশি বন্ধু থাকে। বন্ধুত্বের বিষয়টি সবার কাছে স্পেশ্যাল। রক্তের সম্পর্ক না হলেও এ বন্ধুত্বগুলো গড়ে ওঠে আত্মার সম্পর্কে। কিন্তু কখনও কি পরখ করে দেখেছেন আপনার বন্ধু আসলেই প্রকৃত বন্ধু কিনা? কীভাবে প্রকৃত বন্ধু চিনবেন জানেন কি?
বিশিষ্ট মনোবিদ নীলাঞ্জন সান্যাল জানান, বন্ধুত্বে আছে আসল ও নকল। তবে প্রকৃত বন্ধুরা কখনওই আপনার থেকে সুযোগ-সুবিধা নেবে না বরং সব সময় উপকার করে যাবে। আসল বন্ধু যদিও সহজেই চেনা যায় না। তবে প্রকৃত বন্ধু চেনার কিছু কৌশল জেনে নিন।
বিশিষ্ট মনোবিদ নীলাঞ্জন সান্যাল জানান, বন্ধুত্বে আছে আসল ও নকল। তবে প্রকৃত বন্ধুরা কখনওই আপনার থেকে সুযোগ-সুবিধা নেবে না বরং সব সময় উপকার করে যাবে। আসল বন্ধু যদিও সহজেই চেনা যায় না। তবে প্রকৃত বন্ধু চেনার কিছু কৌশল জেনে নিন।
১) শুধু বিপদে পড়লেই আপনার সাহায্য চাচ্ছে কিনা সেটা দেখে নিন। যাঁরা প্রকৃত বন্ধু, তাঁরা সবসময় আপনাকে মনে রাখবে। অন্যদিকে, নকল বন্ধুরা প্রয়োজন শেষে আর খোঁজ নেবে না
১) শুধু বিপদে পড়লেই আপনার সাহায্য চাচ্ছে কিনা সেটা দেখে নিন। যাঁরা প্রকৃত বন্ধু, তাঁরা সবসময় আপনাকে মনে রাখবে। অন্যদিকে, নকল বন্ধুরা প্রয়োজন শেষে আর খোঁজ নেবে না
২) বন্ধুত্বের মধ্যে বিশ্বস্ততা থাকা উচিত। আপনি আপনার মনের কথা তাঁকে শেয়ার করলেন সে অন্যকে বলে দিল। সেটা কখনওই প্রকৃত বন্ধুর লক্ষণ নয়। কারণ প্রকৃত বন্ধুরা বন্ধুর কথা নিজের কাছেই রাখে এবং উপকারও সৎ পরামর্শ দেন।
২) বন্ধুত্বের মধ্যে বিশ্বস্ততা থাকা উচিত। আপনি আপনার মনের কথা তাঁকে শেয়ার করলেন সে অন্যকে বলে দিল। সেটা কখনওই প্রকৃত বন্ধুর লক্ষণ নয়। কারণ প্রকৃত বন্ধুরা বন্ধুর কথা নিজের কাছেই রাখে এবং উপকারও সৎ পরামর্শ দেন।
৩) আপনার বন্ধু কি যে কোনও প্রতিশ্রুতি রক্ষা করে? প্রকৃত বন্ধুরা সব সময় প্রতিশ্রুতি রক্ষা করে থাকেন। যদি আপনার বন্ধু সবসময় প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাহলে বুঝবেন তিনি সঠিক নয়।
৩) আপনার বন্ধু কি যে কোনও প্রতিশ্রুতি রক্ষা করে? প্রকৃত বন্ধুরা সব সময় প্রতিশ্রুতি রক্ষা করে থাকেন। যদি আপনার বন্ধু সবসময় প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাহলে বুঝবেন তিনি সঠিক নয়।
৪) বন্ধুরা একে অন্যের সঙ্গে দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যাকে বন্ধু ভাবছেন সে যদি অন্যদের সামনে আপনাকে কটুক্তি করে কিংবা বিব্রত করে তবে সাবধান থাকুন। প্রকৃত বন্ধুরা কখনো আপনার ভাবমূর্তি নষ্ট করবে না।
৪) বন্ধুরা একে অন্যের সঙ্গে দুষ্টুমি করবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যাকে বন্ধু ভাবছেন সে যদি অন্যদের সামনে আপনাকে কটুক্তি করে কিংবা বিব্রত করে তবে সাবধান থাকুন। প্রকৃত বন্ধুরা কখনো আপনার ভাবমূর্তি নষ্ট করবে না।
৫) আপনার বন্ধুটি অন্য সবার কাছে যেমনই হোক না কেন সে আপনার জন্য উদার কিনা সেটাও দেখুন। ভাল বন্ধু কখনও কৃপণ প্রকৃতির হন না। বন্ধুর প্রয়োজনে সে সবকিছু করতে প্রস্তুত থাকেন।
৫) আপনার বন্ধুটি অন্য সবার কাছে যেমনই হোক না কেন সে আপনার জন্য উদার কিনা সেটাও দেখুন। ভাল বন্ধু কখনও কৃপণ প্রকৃতির হন না। বন্ধুর প্রয়োজনে সে সবকিছু করতে প্রস্তুত থাকেন।
৬) এসো খেয়াল রাখুন আপনার বন্ধু কি বিপদজনক নাকি ভাল? অনেক বন্ধুরাই বন্ধুকে মাদক বা নেশার দিকে ঠেলে দেন। এমন যদি বন্ধু হয়ে থাকে তাহলে সেই বন্ধু থেকে দূরে থাকুন।
৬) এসো খেয়াল রাখুন আপনার বন্ধু কি বিপদজনক নাকি ভাল? অনেক বন্ধুরাই বন্ধুকে মাদক বা নেশার দিকে ঠেলে দেন। এমন যদি বন্ধু হয়ে থাকে তাহলে সেই বন্ধু থেকে দূরে থাকুন।
অনেক বন্ধুরা আছে যারা প্রয়োজনে আপনার কাছে আসবে, আপনি হয়তো বুঝবেন না সে কেমন। কারণ নকল বন্ধুরা সব সময় মুখোশ পরে থাকেন।
অনেক বন্ধুরা আছে যারা প্রয়োজনে আপনার কাছে আসবে, আপনি হয়তো বুঝবেন না সে কেমন। কারণ নকল বন্ধুরা সব সময় মুখোশ পরে থাকেন।
তাঁরা বন্ধুত্বের আড়ালে আপনার পিঠে ছুরি বসাতেও দ্বিধাবোধ করবে না। তাই সবসময় সতর্ক থাকুন এবং আসল ও নকলের মধ্যে ফারাক চিনুন। (রিপোর্টার-- পিয়া গুপ্তা)
তাঁরা বন্ধুত্বের আড়ালে আপনার পিঠে ছুরি বসাতেও দ্বিধাবোধ করবে না। তাই সবসময় সতর্ক থাকুন এবং আসল ও নকলের মধ্যে ফারাক চিনুন। (রিপোর্টার– পিয়া গুপ্তা)

Basanti Puja: শিক্ষক-স্বাস্থ্যকর্মীর যুগলবন্দি, বাসন্তী প্রতিমা গড়া থেকে পুজো সবই করবেন দুই বন্ধুতে

জলপাইগুড়ি: দুর্গা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত এই দুই যুবক। নিজের হাতে প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে তারা। এমনকি পুজোও করবেন নিজেরাই। অবাক হচ্ছেন? ভাবছেন এই অসময়ে দুর্গাপুজো? বসন্ত ঋতুতে মাতৃকাদেবীর আরাধনা হয় দেবী বাসন্তী রূপে ৷ বসন্তকালে এই পুজো করা হয় বলে একে বাসন্তী পুজো বলা হয়৷ আদিতে এটাই নাকি ছিল দুর্গোৎসব৷ পরবর্তীতে শরৎকালে দেবী দুর্গার অকালবোধন হওয়ার পর থেকে বর্তমানের সময়ে দুর্গাপুজো হয়ে আসছে।

আর‌ও পড়ুন: মুখ্যমন্ত্রী আসছেন বলে শুরু সারাইয়ের কাজ, বেহাল রাস্তা দেখাতে না পারার আক্ষেপ জয়গাঁবাসীর

সাধারণত চৈত্রমাসে বাসন্তীপুজো করা হয়৷ তবে, এবছর বাসন্তীপুজো পালিত হবে বৈশাখ মাসে৷ ছোট থেকেই পুজো দেওয়া থেকে শুরু করে দেব দেবীর ভক্ত জলপাইগুড়ি সানু পাড়ার বাসিন্দা আবির বোস। গত চার বছর ধরে বন্ধু রূপমের সহায়তায় নিজেরাই বানাচ্ছেন বাসন্তী প্রতিমা। সমস্ত নিয়মকানুন মেনে পুজো হয় ধুমধাম করে। কোনও পুরোহিত নয়, পুজো করেন নিজেরাই। পেশায় একজন স্বাস্থ্য কর্মী, অন্যজন শিক্ষক।

এই দুই বন্ধুই মাটির সরঞ্জাম বানাতে বেশ আগ্রহী। কোনওরকম প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই কুমারটুলির আদলে এতোদিন বাসন্তী প্রতিমা বানিয়ে আসছেন তাঁরা। তবে এই কাজ আরও নিখুঁত করতে সম্প্রতি রুপম যোগদান করেছে কোমলটুলির প্রশিক্ষণে। সরস্বতী, গণেশ, কার্তিক সহ বাসন্তী ঠাকুর দেখতে আবিরদের বাড়ি ভিড় করে সাধারণ মানুষ। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে বাসন্তী পুজা। তার আগে এই দুই যুবকের বানানো প্রতিমার সৌন্দর্যের মুগ্ধ সকলে।

সুরজিৎ দে