ধানের জমিতে জলের অভাব চাষিদের 

Farmers Crisis: মাঠেই বিদ্যুৎ চুরি করছে পাওয়ারলুম মালিকরা! পাম্প বন্ধ হয়ে ক্ষতির মুখে চাষিরা

নদিয়া: গত প্রায় এক মাস ধরে জল বন্ধ নবদ্বীপ চর ব্রহ্মনগর এলাকায়। ফলে বিপাকে পড়েছেন চাষিরা। এর ফলে জলের পাম্প চালাতে পারছেন না। সেচের অভাবে ব্যাপক ক্ষতি হচ্ছে চাষের। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে শেষ পর্যন্ত চাষ করে আদৌ টাকা ঘরে আসবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

তবে বিদ্যুৎ সঙ্কটে কারণ হিসেবে এলাকার পাওয়ারলুম মালিকদের দিকে আঙুল তুলেছেন কৃষকরা। নবদ্বীপের চর মাজদিয়া, চর ব্রহ্মনগর এলাকার চাষিদের অভিযোগ, যে ট্রান্সফরমার শুধুমাত্র চাষিদের নলকূপ মোটরের জন্য রাখা হয়েছে সেই ট্রান্সফরমার থেকেই লাইন নিয়ে চালানো হচ্ছে প্রায় ১০০ টা পাওয়ারলুমের মেশিন। যার ফলে ভোল্টেজ কম থাকায় বারবার ঐ নলকূপের মোটর পুড়ে যাচ্ছে। এর আগেও তিনবার মোটর পুড়ে যাওয়ায় ফসলে জল না দিতে পেরে ফসল নষ্ট হয়েছে। পাওয়ারলুম মালিকদের বিরুদ্ধে কার্যত বিদ্যুৎ চুরির অভিযোগ করেছেন চাষিরা।

আর‌ও পড়ুন: পাঁচ বছরে কতটা বদলাল কৃষকদের জীবন? ভোট নিয়ে কী বললেন অন্নদাতারা

দ্রুত এই সমস্যার সমাধান না হলে বিষ খেয়ে আত্মঘাতী হওয়া ছাড়া তাঁদের আর কোনও উপায় থাকবে না বলে কৃষকরা হুঁশিয়ারির সুরে জানিয়ে দেন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার ট্রান্সফরমারের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তালা দিয়ে দেন চাষিরা।

মৈনাক দেবনাথ