পিপুল গাছ

Healthcare-Weight Loss Tips: সাত দিনে রোগা করে দেবে এই পাতা! বহু রোগের মহা-ওষুধ! পান পাতা নয় কিন্তু! জানুন

বাংলার গৃহস্থের আনাচে কানাচে অযত্নে বড় হয় একাধিক গাছ। তার মধ্যে বেশ কিছু গাছ ভেষজ গুণে সমৃদ্ধ।
বাংলার গৃহস্থের আনাচে কানাচে অযত্নে বড় হয় একাধিক গাছ। তার মধ্যে বেশ কিছু গাছ ভেষজ গুণে সমৃদ্ধ।
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় দেখা যায় পিপুল (Piper Longum) নামে উদ্ভিদের। গুল্ম জাতীয় এই গাছের পাতা পান পাতার মতো দেখতে হলেও ভেষজ গুণসমৃদ্ধ এই পিপুল গাছ।
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় দেখা যায় পিপুল (Piper Longum) নামে উদ্ভিদের। গুল্ম জাতীয় এই গাছের পাতা পান পাতার মতো দেখতে হলেও ভেষজ গুণসমৃদ্ধ এই পিপুল গাছ।
শ্বাসকষ্ট, জ্বর, কুষ্ঠ , অর্শ, প্লীহা, আমবাত প্রতিরোধে ব্যবহৃত হয় পিপুল । পিপুলের মূলের ও ভেষজ গুণ বেশ।মূল মেদরোগ , কফ , শ্বাসকষ্ট নিবারণে ব্যবহৃত হয়
শ্বাসকষ্ট, জ্বর, কুষ্ঠ , অর্শ, প্লীহা, আমবাত প্রতিরোধে ব্যবহৃত হয় পিপুল । পিপুলের মূলের ও ভেষজ গুণ বেশ।মূল মেদরোগ , কফ , শ্বাসকষ্ট নিবারণে ব্যবহৃত হয়
বিশেষজ্ঞরা মনে করেন, পিপুলের শুকনা ফল, বল বৃদ্ধিকারক ও টনিক হিসাবে ব্যবহৃত হয়।ফুল এবং মূলে পুরাতন ব্রঙ্কাইটিস, কাশি এবং ঠান্ডাজনিত রোগের জন্য খুব উপকারী।
বিশেষজ্ঞরা মনে করেন, পিপুলের শুকনা ফল, বল বৃদ্ধিকারক ও টনিক হিসাবে ব্যবহৃত হয়।ফুল এবং মূলে পুরাতন ব্রঙ্কাইটিস, কাশি এবং ঠান্ডাজনিত রোগের জন্য উপকারী খুব উপকারী।
পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস মন্তব্য করেন, মেদ বৃদ্ধিতে যারা কষ্টে থাকেন এবং চট করে সব মেদ গলিয়ে রোগা হতে চাইলে এই পাতা মহা-ওষুধ! ২৫০ মিলিগ্রাম পিপুল চূর্ণ, হাফ চা চামচ মধু, খাওয়ার ১৫ মিনিট আগে এক কাপ অল্প জলে মিশিয়ে মাস খানেক খেলে উপকার মেলে। পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে কাজে লাগে।
পুষ্টিবিদ বিশ্বজিৎ দাস মন্তব্য করেন, মেদ বৃদ্ধিতে যারা কষ্টে থাকেন এবং চট করে সব মেদ গলিয়ে রোগা হতে চাইলে এই পাতা মহা-ওষুধ! ২৫০ মিলিগ্রাম পিপুল চূর্ণ, হাফ চা চামচ মধু, খাওয়ার ১৫ মিনিট আগে এক কাপ অল্প জলে মিশিয়ে মাস খানেক খেলে উপকার মেলে। পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে কাজে লাগে।
বর্তমানে নিজেদের ফুলের বাগান বা অন্যান্য বাড়ির বাগানে লাগানো যেতে পারে এই পিপুলের গাছ। সামান্য পরিচর্যা তে চাষ করা যাবে পিপুলের। যা অত্যন্ত ভেষজ গুণসমৃদ্ধ। (ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি)
বর্তমানে নিজেদের ফুলের বাগান বা অন্যান্য বাড়ির বাগানে লাগানো যেতে পারে এই পিপুলের গাছ। সামান্য পরিচর্যা তে চাষ করা যাবে পিপুলের। যা অত্যন্ত ভেষজ গুণসমৃদ্ধ।
(ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি)