বন্ধ হয়ে গেল বাস পরিষেবা 

Jalpaiguri Theft: বাসের যন্ত্র চুরি করে ধাপ্পা! ব্যাপারটা কী

জলপাইগুড়ি: দেদার চুরি হয়ে যাচ্ছে বাসের যন্ত্রপাতি। ফলে জলপাইগুড়ি-শিলিগুড়ি যাতায়াতে ব্যাপক সমস্যায় পড়ছেন যাত্রীরা। এমনিতেই ভোটের জন্য বাস কম। তার উপর এই অবস্থায় বেহাল দশা।

কর্মসূত্র থেকে শুরু করে নানা প্রয়োজনীয় কাজের জন্যেই জলপাইগুড়ি-শিলিগুড়ি মিনিবাসের উপরে নির্ভর করে থাকে জলপাইগুড়িবাসী। বৃহস্পতিবার সকাল থেকেই চলছে না কোনও মিনিবাস। ফলত, যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে।

আর‌ও পড়ুন: দাউ দাউ করে জ্বলে উঠল চলন্ত গাড়ি, নিভতেই বেরিয়ে এল গাঁজার প্যাকেট

নিবার্চনের কাজে ইতিমধ্যেই পথে নেই সরকারি পরিবহণ নিগমের বাস। তার উপর বন্ধ হল বেসরকারি বাস, দুর্ভোগ চরমে সাধারণ যাত্রীদের। কিন্তু কেন? জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রাতের অন্ধকারে কেউ বা কারা জলপাইগুড়ি কদমতলা মিউনিসিপালিটি মার্কেট সংলগ্ন বাসস্ট্যান্ডে থাকা বেসরকারি বাসে হামলা চালিয়ে বাসের সরঞ্জাম চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এতে ভোগান্তি হচ্ছে বাস চালকদেরও।

ক্ষতির মুখেও পড়তে হচ্ছে তাদের। এভাবে দিনের পর দিন চলতে পারে না বলেই বিক্ষোভ দেখিয়ে জলপাইগুড়ি-শিলিগুড়ি মিনি বাস বন্ধ করে দেওয়া হয় অ্যাসোসিয়েশনের তরফে।

সুরজিৎ দে