Tag Archives: Bus

Bus Fire: দাউ দাউ করে জ্বলে উঠল বাস, জীবন্ত দগ্ধ ১০! তীর্থ সেরে ফেরার পথে হরিয়ানায় মর্মান্তিক পরিণতি

হরিয়ানায় যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ১০, আহত অসংখ‍্য ব‍্যক্তি। জানা গিয়েছে, বাসটি তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল।

সূত্রের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবন থেকে তীর্থযাত্রা সেরে বাসে ফিরছিল তীর্থযাত্রীরা। মূলত পঞ্জাবের হোশিয়ারপুর, লুধিয়ানা এবং চণ্ডীগড়ের যাত্রীরা ওই বাসে ছিলেন বলে খবর।

আরও পড়ুন: ছোট্ট ছোট্ট দানা ক‍্যালসিয়ামের ভাণ্ডার! হাড় মজবুতের সঙ্গেই নিয়ন্ত্রণে ডায়াবেটিস? ধারে কাছে ঘেঁষবে না কোলেস্টেরল

সূত্রের খবর অনুযায়ী, হরিয়ানা তাউরু জেলার নুহের কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে যায়। বাসে কমপক্ষে মহিলা এবং শিশু-সহ ৬৪ জন তীর্থযাত্রী ছিল বলেই জানা গিয়েছে।

স্থানীয়রা চলন্ত বাসে আগুন দেখতে পেয়ে সাহায‍্যের উদ্দ‍্যেশ‍্যে এগিয়ে যান। ড্রাইভারকে বাস থামাতে বলা হয়। পুলিশকেও খবর দেওয়া হয়। কিছু ক্ষণের মধ্যেই দমকলের গাড়ি ঘটনাস্থলে যায়। নিয়ন্ত্রণে আনা হয় আগুন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলেই খবর। কিন্তু কীভাবে বাসে আগুন ধরল, তা এখনও বিশদে জানা যায়নি।

Tourism: সিকিম-কালিম্পং যাচ্ছেন? খরচ চারগুণ বেড়েছে, নাজেহাল পর্যটকরা, কারণ…

পর্যটনের ভরা মরশুমে এখন সকলেই শীতলতার খোঁজে পাহাড়ে ছুটছেন। তবে পাহাড়ে যেতেও কালঘাম ছুটছে এখন পর্যটকদের। কারণ মেরামতির জন্য সোমবার সকাল থেকে কালিম্পং এবং সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করা হয়েছে। ফলে ঘুরপথে যেতে হচ্ছে সিকিম বা কালিম্পং। পর্যটকদের অভিযোগ,রাস্তা বন্ধ থাকার সুযোগকে কাজে লাগাচ্ছেন গাড়ি চালকরা। (অনির্বাণ রায়)
পর্যটনের ভরা মরশুমে এখন সকলেই শীতলতার খোঁজে পাহাড়ে ছুটছেন। তবে পাহাড়ে যেতেও কালঘাম ছুটছে এখন পর্যটকদের। কারণ মেরামতির জন্য সোমবার সকাল থেকে কালিম্পং এবং সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ করা হয়েছে। ফলে ঘুরপথে যেতে হচ্ছে সিকিম বা কালিম্পং। পর্যটকদের অভিযোগ,রাস্তা বন্ধ থাকার সুযোগকে কাজে লাগাচ্ছেন গাড়ি চালকরা। (অনির্বাণ রায়)
রাস্তা মেরামতির কারণে, ১০ নম্বর জাতীয় সড়কের একটা অংশ বন্ধ রাখা হয়েছে। ফলে গাড়িগুলি চলাচল করবে গরুবাথান-আলগাড়া হয়ে। গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রায় দ্বিগুণ ভাড়া চেয়ে বসছেন চালকরা। ঠিক সেই কারণেই হয়রানির শিকার হতে হচ্ছে কালিম্পং সিকিমগামী পর্যটকদের।
রাস্তা মেরামতির কারণে, ১০ নম্বর জাতীয় সড়কের একটা অংশ বন্ধ রাখা হয়েছে। ফলে গাড়িগুলি চলাচল করবে গরুবাথান-আলগাড়া হয়ে। গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রায় দ্বিগুণ ভাড়া চেয়ে বসছেন চালকরা। ঠিক সেই কারণেই হয়রানির শিকার হতে হচ্ছে কালিম্পং সিকিমগামী পর্যটকদের।
প্রসঙ্গত, রবিঝোরা থেকে গেইলখোলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তায় নতুন করে পিচের প্রলেপ দিতে সোমবার সকাল ৬ টা থেকে ৭২ ঘণ্টার জন্য যান চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছে। তবে কাজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে ফের রাস্তায় যান চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, রবিঝোরা থেকে গেইলখোলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তায় নতুন করে পিচের প্রলেপ দিতে সোমবার সকাল ৬ টা থেকে ৭২ ঘণ্টার জন্য যান চলাচল পুরোপুরি বন্ধ করা হয়েছে। তবে কাজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে ফের রাস্তায় যান চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।
যতদিন না রাস্তার ঠিক হচ্ছে ততদিন ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। যার ফলে দ্বিগুণ তিনগুণ ভাড়া চাইছে গাড়ি চালকরা।সবাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই পাহাড়ে যাচ্ছেন পর্যটকরা।পর্যটনের ভরা মরশুমে এখন ঠাসা ভিড় দার্জিলিং ও নিকটবর্তী ভ্রমণস্থানগুলিতে। তার মধ্যে গাড়ি ভাড়া নিয়ে দ্বিগুণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পর্যকটকদের।
যতদিন না রাস্তার ঠিক হচ্ছে ততদিন ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। যার ফলে দ্বিগুণ তিনগুণ ভাড়া চাইছে গাড়ি চালকরা।সবাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই পাহাড়ে যাচ্ছেন পর্যটকরা।পর্যটনের ভরা মরশুমে এখন ঠাসা ভিড় দার্জিলিং ও নিকটবর্তী ভ্রমণস্থানগুলিতে। তার মধ্যে গাড়ি ভাড়া নিয়ে দ্বিগুণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পর্যকটকদের।
কলকাতা থেকে আগত এক পর্যটক জানান, " পাহাড়ের রাস্তায় যে বন্ধ থাকবে সেটা জানতাম না। এখানে এসে জানতে পারি যে রাস্তা বন্ধ খানিকটা ঘুরে যেতে হবে সিকিম। তাই দ্বিগুণ ভাড়া। বাধ্য হয়ে যেতেই হচ্ছে। অন্যদিকে সিকিমগামী গাড়ির চালক জানান, "যেহেতু ঘুরপথে যেতে হচ্ছে তাই তেল খরচটা অনেকটাই বেশি । সেই জন্য স্বাভাবিক ভাড়ার থেকে একটু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তবে জাতীয় সড়ক চালু হয়ে গেলে ভাড়া পুনরায় কমে আসবে বলেই জানাচ্ছেন চালকরা। তবে, এই কদিনের জন্য বাড়তি টাকা ভাড়া নেওয়ায় যথেষ্ট ক্ষুব্ধ পর্যটকরা।
কলকাতা থেকে আগত এক পর্যটক জানান, ” পাহাড়ের রাস্তায় যে বন্ধ থাকবে সেটা জানতাম না। এখানে এসে জানতে পারি যে রাস্তা বন্ধ খানিকটা ঘুরে যেতে হবে সিকিম। তাই দ্বিগুণ ভাড়া। বাধ্য হয়ে যেতেই হচ্ছে। অন্যদিকে সিকিমগামী গাড়ির চালক জানান, “যেহেতু ঘুরপথে যেতে হচ্ছে তাই তেল খরচটা অনেকটাই বেশি । সেই জন্য স্বাভাবিক ভাড়ার থেকে একটু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তবে জাতীয় সড়ক চালু হয়ে গেলে ভাড়া পুনরায় কমে আসবে বলেই জানাচ্ছেন চালকরা। তবে, এই কদিনের জন্য বাড়তি টাকা ভাড়া নেওয়ায় যথেষ্ট ক্ষুব্ধ পর্যটকরা।

Traffic Jam: রাস্তার উপর দাঁড়িয়ে থাকে বাস, যানজটে হাঁটাচলাই দায়

পশ্চিম মেদিনীপুর: জেলার প্রান্তিক ব্লক কেশিয়াড়ি। এই কেশিয়াড়িকে কেন্দ্র করে একদিকে জঙ্গলমহল ঝাড়গ্রাম, অন্যদিকে ঝাড়গাম হয়ে ওড়িশা এবং অপরদিকে খড়গপুর যাওয়া যায়। সরকার পালাবদলের পর উন্নতি হয়েছে সাধারণ মানুষের, উন্নত হয়েছে রাস্তাঘাটও। তবে বাসস্ট্যান্ডের অবস্থা সেই একই রয়েছে। মূল বাজার থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড প্রায় এক কিলোমিটার দূরে তৈরি করার কারণে সেখানে ঢোকে না কোনও বাস। নেই পর্যাপ্ত পরিকাঠামো। রাস্তার উপর বাস দাঁড়িয়ে থাকার কারণে স্বাভাবিকভাবে যানজটের সম্মুখীন হয় সাধারণ মানুষ।

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে অন্যান্য সমস্যার মধ্যে অন্যতম বাসস্ট্যান্ডের সমস্যা। প্রতিদিন রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে যায় বাস। যাত্রী ওঠানো নামানো ছাড়াও, ছাড়ার নির্দিষ্ট সময় পর্যন্ত রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে যাত্রী বোঝাই বাস। স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে বাইক চালক থেকে অন্যান্য বিভিন্ন বাণিজ্যিক গাড়ি চালককেও। নির্বাচনের আগে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।

আর‌ও পড়ুন: সব দলের হয়েই প্রচার করছেন একজনরা! অবাক ঘটনা মালদহে

কেশিয়াড়ির মূল বাজারকে কেন্দ্র করে বহু মানুষের আনাগোনা হয়। এই ব্লকের বাজারকে কেন্দ্র করে বিভিন্ন দিকে বাস যাতায়াত করে। কিন্তু নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকার কারণে রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে থাকতে হয় বাসগুলোকে। যাত্রী উঠানো নামানো করতে হয় রাজ্য সড়কের উপরেই। স্বাভাবিকভাবে যানজট লেগেই থাকে। বারংবার বৈঠক করা হলেও সূরাহা মেলেনি।

প্রসঙ্গত বেশ কয়েক বছর আগে মূল বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে তৈরি করা হয়েছিল সেন্ট্রাল বাস স্ট্যান্ড। যেখানে পর্যাপ্ত পরিকাঠামো নেই বাস ঢোকা কিংবা বেরোনোর। এছাড়াও মূল বাজার থেকে অনেকটা দূরে হওয়ার কারণে বাস ঢুকে না এই বাসস্ট্যান্ডে। স্বাভাবিকভাবে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেন্ট্রাল বাসস্ট্যান্ডটি। তবে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন সকলে।

রঞ্জন চন্দ

Jalpaiguri Theft: বাসের যন্ত্র চুরি করে ধাপ্পা! ব্যাপারটা কী

জলপাইগুড়ি: দেদার চুরি হয়ে যাচ্ছে বাসের যন্ত্রপাতি। ফলে জলপাইগুড়ি-শিলিগুড়ি যাতায়াতে ব্যাপক সমস্যায় পড়ছেন যাত্রীরা। এমনিতেই ভোটের জন্য বাস কম। তার উপর এই অবস্থায় বেহাল দশা।

কর্মসূত্র থেকে শুরু করে নানা প্রয়োজনীয় কাজের জন্যেই জলপাইগুড়ি-শিলিগুড়ি মিনিবাসের উপরে নির্ভর করে থাকে জলপাইগুড়িবাসী। বৃহস্পতিবার সকাল থেকেই চলছে না কোনও মিনিবাস। ফলত, যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে।

আর‌ও পড়ুন: দাউ দাউ করে জ্বলে উঠল চলন্ত গাড়ি, নিভতেই বেরিয়ে এল গাঁজার প্যাকেট

নিবার্চনের কাজে ইতিমধ্যেই পথে নেই সরকারি পরিবহণ নিগমের বাস। তার উপর বন্ধ হল বেসরকারি বাস, দুর্ভোগ চরমে সাধারণ যাত্রীদের। কিন্তু কেন? জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রাতের অন্ধকারে কেউ বা কারা জলপাইগুড়ি কদমতলা মিউনিসিপালিটি মার্কেট সংলগ্ন বাসস্ট্যান্ডে থাকা বেসরকারি বাসে হামলা চালিয়ে বাসের সরঞ্জাম চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এতে ভোগান্তি হচ্ছে বাস চালকদেরও।

ক্ষতির মুখেও পড়তে হচ্ছে তাদের। এভাবে দিনের পর দিন চলতে পারে না বলেই বিক্ষোভ দেখিয়ে জলপাইগুড়ি-শিলিগুড়ি মিনি বাস বন্ধ করে দেওয়া হয় অ্যাসোসিয়েশনের তরফে।

সুরজিৎ দে

Darjeeling Tour: মাত্র ১৯৭ টাকায় দার্জিলিং ভ্রমণ! বিরাট ঘোষণা NBSTC-র, জেনে নিন

মালদহ: মাত্র ১৯৭ টাকায় দার্জিলিং ভ্রমণের সুযোগ। দার্জিলিং যাওয়ার জন্য আপনাকে আর মোটা টাকা খরচ করতে হবে না। এমনকী সময় বাঁচবে আপনার। ভোরে গাড়ি ধরে দুপুরের মধ্যে পৌঁছে যাবেন শিলিগুড়ি।

এই সুযোগ এবার আপনাকে দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার মালদহ ও ফরাক্কা ডিপোয় দুটি নতুন বাস পরিষেবা চালু হল। পরিবেশবান্ধব এই দুটি বাস শিলিগুড়ি রুটে যাতায়াত করবে। অপরদিকে, এই প্রথম উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মালদহ ডিপো পরিবেশবান্ধব বিএস-৬ বাস পেল। গৌড় কন্যা বাস টার্মিনার্সের পরিবেশ বান্ধব এই দুটি বাসের উদ্বোধন করা হয়।

উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ড অফ ডাইরেক্টরের সদস্য চাঁদ মহম্মদ-সহ মালদহ ও ফরাক্কা ডিপোর ইনচার্জ-সহ অন্যান্য আধিকারিকেরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ড অফ ডিরেক্টর চাঁদ মহম্মদ বলেন, ‘এক জোড়া বাস পরিষেবা চালু হল। একটি ফরাক্কা থেকে ও অপরটি মালদহ থেকে শিলিগুড়ি পর্যন্ত চলাচল করবে। আধুনিক এই বাসগুলি পরিবেশবান্ধব যাত্রীরা আরাম বোধ করবেন এই বাসের যাত্রায়।’

আরও পড়ুন: দামি দামি মশার তেল-ধূপ বাদ দিন, পাতিলেবুতে ‘এই’ জিনিসটি জ্বালান! মশার বংশ খুঁজে পাবেন না

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সূত্রে জানা গিয়েছে, মালদহ ডিপো থেকে প্রতিদিন সকাল ৫ টায় শিলিগুড়ির উদ্দেশ্যে র‌ওয়া দেবে একটি বাস। শিলিগুড়ি পৌঁছাবে দুপুর ১২টা নাগাদ। অপরদিকে অন্য বাসটি ফরাক্কা ডিপো থেকে সকাল ৫.৩০ মিনিটে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। এই বাসটি পরের দিন আবার ফরাক্কার উদ্দেশ্যে রওনা দেবে। অন্যান্য বাসের ভাড়ার থেকে এই বাসের ভাড়া খুব কম রেখেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।

আরও পড়ুন: আপনার কোলেস্টেরল ধরা পড়েছে? কোন খাবারগুলি এড়িয়ে চললে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে জানুন

ফরাক্কা থেকে শিলিগুড়ি এই বাসের ভাড়া ২২৫ টাকা। অপরদিকে, মালদহ থেকে শিলিগুড়ি এই বাসের ভাড়া ১৯৭ টাকা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিভিশনাল ম্যানেজার সুশান্ত মৈত্র বলেন, ‘খুব অল্প সময়ে এই বাসগুলি গন্তব্যস্থলে পৌঁছবে। ভাড়াও খুব একটা বেশি নয়, সমস্ত শ্রেণির যাত্রীরা যাতায়াত করতে পারবেন। পরিবেশবান্ধব এই বাসগুলির যাত্রা আরামদায়ক। বেসরকারি বাসের ভাড়া তুলনায় অনেক বেশি। পরিবেশবান্ধব এই বাসে খুব সহজেই অল্প খরচে শিলিগুড়ি পৌঁছতে পারবেন সাধারণ যাত্রীরা। সেখান থেকেই দার্জিলিং ভ্রমণ খুব সহজ। তাই অল্প খরচেই দার্জিলিং ঘোরার সুযোগ দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।’

হরষিত সিংহ

বচসার জের! চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হল খালাসিকে, চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

কনডাক্টর-খালাসি বচসার জের। চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হল খালাসিকে। খালাসিকে ঠেলে ফেলে দিলেন কনডাক্টর। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু খালাসির। খড়দার ঘটনায় ধৃত কনডাক্টর।

রাস্তার মাঝে বাস খারাপ! যাত্রীরা ঠেলে স্টার্ট করলেন, দেখুন ভিডিও

বাঁকুড়া: কলকাতা থেকে বাঁকুড়া SBSTC বাসে ফিরছেন, বাঁকুড়া ডিপোর বাসে, তাহলে অবশ্যই সেটা বেশ লম্বা অভিযান। কলকাতা থেকে বাঁকুড়ার অভিমুখে বাস ছুটছে দ্রুতগতিতে, একটু দম নেওয়ার জন্য বাস দাঁড়াল শক্তিগড়। শক্তিগরের ল্যাংচা কিনে বাসে যখন উঠলেন তখন দেখছেন বাস আর স্টার্ট হচ্ছে না। জানতে পারলেন ব্যাটারির তার ছিঁড়ে যাওয়ায় বাস স্টার্ট নিচ্ছে না। অগত্যা বাসটাকে ঠেলে ঠেলে স্টার্ট করতে হল। এমন ঘটনাই সাম্প্রতিক ঘটেছে বাঁকুড়া ডিপোর একটি বাসের সঙ্গে। দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা।

Bus Strike: সপ্তাহের শুরুতেই বাস বিভ্রাট! চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

বর্ধমান: সপ্তাহের প্রথম দিনই বর্ধমানে বন্ধ বাস চলাচল। বাস ধর্মঘটের ফলে নাজেহাল নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ,সকলেই।

Dooars Festival: সুখবর! ডুয়ার্স উৎসবে সারারাত মিলবে এনবিএসটিসির বাস পরিষেবা

ডুয়ার্স: ডুয়ার্স উৎসব উপলক্ষে গভীর রাত পর্যন্ত বাস চালাতে চলেছে এনবিএসটিসি। আলিপুরদুয়ার জেলার প্রত‍্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের কথা মাথায় রেখে উৎসব কমিটির তরফে এনবিএসটিসি কর্তৃপক্ষের কাছে এই অনুরোধ রাখা হয়।