এই ভাবে নেওয়া হচ্ছে জল

South 24 Parganas News: বারুইপুরের গ্রামে নেই ট্যাপ, এভাবেই মিলছে পানীয় জল!

দক্ষিণ ২৪ পরগনার : ট্যাপ কল ভাঙা, তাই মাটির গর্ত থেকেই পানীয় জল সংগ্রহ গ্রামবাসীদের। এমনি চিত্র দেখা গেল বারুইপুরে। মূলত দক্ষিণ ২৪ পরগনা এলাকায় তীব্র গরমের জেরে পানীয় জলের লেয়ার অনেকটা মাটির নিচে নেমে যায়। আর তাই গরম পড়লেই পানীয় জলের সমস্যা দেখা যায় বিভিন্ন জায়গায়। আর এবারে অভিনব দৃশ্য ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বারুইপুর পূর্ব বিধানসভার রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খাঁপাড়ায়। সেখানে কয়েক বছর ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে এলাকার পানীয় জলের ট্যাপ। বারবার এলাকার পঞ্চায়েতে জানিয়েও হয়নি কোন সুরাহা হয় নি। আর তাই বাধ্য হয়ে মাটি খুঁড়ে গর্ত করে পাইপ লাইনের ফুটো থেকে বার হওয়া জল সংগ্রহ করে খেতে হচ্ছে গ্রামবাসীদের।

আরও পড়ুন: মাত্র ২২ টাকায় জিভে জল আনা মাংসভাত! কোথায় পাবেন? আজই ঘুরে আসুন সদলবলে!

প্রায়সই বিভিন্ন ধরনের রোগের প্রোকোপে পড়ছেন গ্রামবাসীরা। মাটির গর্ত থেকে পানীয় জল সংগ্রহ করতে প্রায়সই গ্রামের মহিলাদের মধ্যে ঝগড়া ও এমনকি মারামারি পর্যন্ত হয় বলে জানাচ্ছেন গ্রামের মহিলারা। কখনওকেউ জল পায় কেউ পায় না। কবে সমস্যার সমাধান হবে তা নিয়েও সন্ধিহান রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খাঁ পাড়া, নস্কর পাড়া, সরদার পাড়া ও তাঁতিপাড়ার প্রায় কয়েকশো পরিবার।যদিও এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মদক্ষের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান কয়েকদিনের মধ্যে রাজ্য সরকারের নতুন প্রকল্প প্রত্যেক বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। ভোট ঘোষণা হওয়ার কারণে কাজ থমকে গিয়েছে ভোট শেষ হয়ে গেলেই এই পানীয় জলের ট্যাপ ফল সমস্ত বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে এই সমস্ত এলাকায়। এর পাশাপাশি গ্রামের বাসিন্দারা যদি লিখিত আকারে পঞ্চায়েতে জানান তাহলে অস্থায়ী ব্যবস্থা করে দেওয়া হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুমন সাহা