সন্দেশখালিতে দিনে দিনে কমছে পুরুষের সংখ্যা

North 24 Pargana News: সন্দেশখালিতে দিনে দিনে কমছে পুরুষের সংখ্যা, আসল কারণ জানলে অবাক হবেন!

বসিরহাট: সন্দেশখালি। বাংলার সাম্প্রতিক ঘটনা পরম্পরায় শিরোনামে উঠে আসা একটি নাম। বর্তমানে আপাত শান্ত হলেও কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার এই এলাকা। বর্তমানে এই এলাকায় দিন দিন নাকি কমছে পুরুষের সংখ্যা। কারণ জানলে অবাকই হবেন। অভিযোগ গোটা এলাকায় সে ভেবে কোনও কর্মসংস্থান নেই। আর সেজন্যই শিক্ষিত যুবক-যুবতী থেকে দিনমজুর, রাজমিস্ত্রি কাজের খোঁজে নিজেদের ভেটেমাটি ছেড়ে ভিন জেলা তথা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন।

এলাকায় কর্মসংস্থানের সুযোগ না থাকায় কেরল, দিল্লি, মুম্বই-সহ ভিন রাজ্যই এখন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের সন্দেশখালির প্রত্যন্ত গ্রামের বহু মানুষের ভরসা। একশো দিনের কাজও বন্ধ। এলাকায় মেছো ভেড়ি ছাড়া তেমন কোন কল কারখানা নেই। আয়ের সুযোগ না থাকায় বেশিরভাগ যুবকরা পরিবার ছেড়ে দর্জি, রাজমিস্ত্রী, দিন মজুরের কাজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। সুন্দরবন এলাকার সন্দেশখালি হিঙ্গলগঞ্জ সহ জেলার প্রত্যন্ত এলাকা থেকে কয়েক হাজার শ্রমিক রওনা দিয়েছেন তামিলনাড়ু, কেরল, চেন্নাই, আন্দামান-সহ অন্যান্য রাজ্যে।

আরও পড়ুন: রেড, ইয়েলো, অরেঞ্জ অ্যালার্ট-এর ‘অর্থ’ কী…? রং-অনুযায়ী কখন, কেন আর কী ভাবে জারি হয় আবহাওয়ার সতর্কতা? জানুন আসল মানে!

পেটের টানে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়েই দুর্ঘটনায় প্রাণ যাওয়ার ঘটনাও ঘটেছে প্রায়ই। এলাকায় তেমন কাজের সুযোগ নেই। টুকটাক কাজ করলেও পয়সা ঠিক মতো মেলে না। গত কয়েক মাস আগে রাজ্যে রাজনৈতিক তথা জাতীয় স্তরে খবরের শিরোনামে উঠে আসে সন্দেশখালি নাম। সেই সন্দেশখালিতেই এবার যুবকদের অসহায়তার কথা উঠে এল ভোটের মুখে।

জুলফিকার মোল্যা