মৃত্যু পুলিশকর্মীর।

Knowledge Story: বলুন তো অস্ত্রোপচারের সময় সার্জনরা কেন সবুজ বা নীল অ্যাপ্রন পরেন? নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ

হাসপাতাল বা নার্সিংহোমে একটা দৃশ্য সবসময়-ই দেখা যায়। রোগী দেখার সময় ডাক্তারেরা সাদা অ্যাপ্রন পরেন। কিন্তু অস্ত্রোপচার করার সময় দেখা যায় চিকিৎসকেরা নীল অথবা সবুজ অ্যাপ্রন পরেন। কেন জানেন? নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ--
হাসপাতাল বা নার্সিংহোমে একটা দৃশ্য সবসময়-ই দেখা যায়। রোগী দেখার সময় ডাক্তারেরা সাদা অ্যাপ্রন পরেন। কিন্তু অস্ত্রোপচার করার সময় দেখা যায় চিকিৎসকেরা নীল অথবা সবুজ অ্যাপ্রন পরেন। কেন জানেন? নেপথ্যে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ–
লক্ষ্য করে দেখবেন, আলোর থেকে অন্ধকার কোন-ও ঘরে ঢুকলে যদি নীল বা সবুজ রং দেখতে পান, চোখে ও মনে খুব আরাম লাগে। অপারেশন থিয়েটারে চিকিৎসকদের-ও সবুজ ও নীল রং-এ চোখ ও মনের প্রশান্তি হয়। রয়েছে আর-ও একাধিক কারণ। কী কী?

লক্ষ্য করে দেখবেন, আলোর থেকে অন্ধকার কোন-ও ঘরে ঢুকলে যদি নীল বা সবুজ রং দেখতে পান, চোখে ও মনে খুব আরাম লাগে। অপারেশন থিয়েটারে চিকিৎসকদের-ও সবুজ ও নীল রং-এ চোখ ও মনের প্রশান্তি হয়। রয়েছে আর-ও একাধিক কারণ। কী কী?
আলোর স্পেকট্রামে সবুজ ও নীল রং লাল রং-এর বিপরীতে অবস্থান করে। অস্ত্রোপচারের সময় ডাক্তারের সমস্ত মনোযোগ থাকে লাল রং-এর প্রতি। অ্যাপ্রনের নীল ও সবুজ রং সার্জনদের দেখার ক্ষমতাই বাড়ায় না, তাঁদের লাল রং-এর প্রতি বেশি সংবেদনশীল করে তোলে
আলোর স্পেকট্রামে সবুজ ও নীল রং লাল রং-এর বিপরীতে অবস্থান করে। অস্ত্রোপচারের সময় ডাক্তারের সমস্ত মনোযোগ থাকে লাল রং-এর প্রতি। অ্যাপ্রনের নীল ও সবুজ রং সার্জনদের দেখার ক্ষমতাই বাড়ায় না, তাঁদের লাল রং-এর প্রতি বেশি সংবেদনশীল করে তোলে
অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের অ্যাপ্রনে রক্তের দাগ লাগবেই। যদি চিকিৎসকেরা সাদা রঙের অ্যাপ্রন পরেন, তা হলে তাতে রক্তের দাগ দেখতে খুবই খারাপ লাগে, তাতে অপারেশন টেবিলে শুয়ে থাকা রোগীও ভয় পেয়ে যেতে পারেন। চিকিৎসকদের মনেও রক্তের দাগ খারাপ প্রভাব ফেলে।
অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের অ্যাপ্রনে রক্তের দাগ লাগবেই। যদি চিকিৎসকেরা সাদা রঙের অ্যাপ্রন পরেন, তা হলে তাতে রক্তের দাগ দেখতে খুবই খারাপ লাগে, তাতে অপারেশন টেবিলে শুয়ে থাকা রোগীও ভয় পেয়ে যেতে পারেন। চিকিৎসকদের মনেও রক্তের দাগ খারাপ প্রভাব ফেলে।
সবুজ বা নীল আসলে লালের পরিপূরক রং। সবুজ বা নীল রঙের উপর লাল রং মিশিয়ে দিলে, তা কালো হয়ে যায়। কাজেই সবুজ বা নীল অ্যাপ্রনে রক্ত লাগলে তা কালো দেখায়। ফলে, রক্তের দাগ বোঝা যায় না এবং রোগী বা চিকিৎসক, কার-ও উপরই খারাপ মানসিক প্রভাব ফেলে না। এই কারণেই অপারেশন থিয়েটারের পর্দা বা অপারেশন টেবিলের চাদর সব-ই সবুজ হয়।

সবুজ বা নীল আসলে লালের পরিপূরক রং। সবুজ বা নীল রঙের উপর লাল রং মিশিয়ে দিলে, তা কালো হয়ে যায়। কাজেই সবুজ বা নীল অ্যাপ্রনে রক্ত লাগলে তা কালো দেখায়। ফলে, রক্তের দাগ বোঝা যায় না এবং রোগী বা চিকিৎসক, কার-ও উপরই খারাপ মানসিক প্রভাব ফেলে না। এই কারণেই অপারেশন থিয়েটারের পর্দা বা অপারেশন টেবিলের চাদর সব-ই সবুজ হয়।
'টুডেস সার্জিক্যাল নার্স'-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, সবুজ কাপড় অস্ত্রোপচারের সময় সার্জনদের চোখকে প্রশান্তি দেয়। প্রাচীন সময় অবশ্য চিকিৎসকরা শুধুই সাদা অ্যাপ্রন পরতেন। কিন্তু ১৯১৪ সালে এক চিকিৎসক অস্ত্রোপচারের সময় সবুজ অ্যাপ্রন পরার প্রথা চালু করেন।
‘টুডেস সার্জিক্যাল নার্স’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, সবুজ কাপড় অস্ত্রোপচারের সময় সার্জনদের চোখকে প্রশান্তি দেয়। প্রাচীন সময় অবশ্য চিকিৎসকরা শুধুই সাদা অ্যাপ্রন পরতেন। কিন্তু ১৯১৪ সালে এক চিকিৎসক অস্ত্রোপচারের সময় সবুজ অ্যাপ্রন পরার প্রথা চালু করেন।