বিপুলের টেকনোলজি

Viral-Heatwave: ৪০ ডিগ্রি গরমেও ট্যাঙ্কির জল থাকবে কনকনে ঠান্ডা! করুন এই কাজ!

বাঁকুড়া: কাঠ ফাটা রোদ্দুর। সকাল ৯ টা থেকেই রোদের তাপে বাইরে যাওয়া যাচ্ছেনা। ঘাম হয়ে গা থেকে ছাড়ছে দুর্গন্ধ, সেই কারণেই শরীর ঠাণ্ডা করতে দিনে একাধিকবার স্নান করছেন মানুষ। তবে সেখানেও থাবা বসিয়েছে সূর্যের তাপ। ট্যাঙ্কির জলের ছ্যাঁকায় পুড়ে যাচ্ছে গা। ট্যাঙ্কির জল যেন গরম আগুন।

তবে আর চিন্তা নেই বাঁকুড়ার এক ব্যক্তি নিয়ে এসেছেন অন্যন্য টেকনোলজি। এবার নিজে থেকেই ঠান্ডা হয়ে যাবে ট্যাঙ্কির জল। আপনি নিশ্চিন্তে ব্যাবহার করতে পারবেন ট্যাঙ্কির জল। বাঁকুড়ার ৪৫ ডিগ্রি গরমেও জলের তাপমাত্রা থাকবে ঠান্ডা, এমনটাই দাবি করছেন উদ্ভাবক বিপুল কুণ্ডু। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ইনস্টল হচ্ছে গৃহস্থ বাড়িতে। নাম  “অটোমেটিক হিট প্রিভেন্টার”।

আরও পড়ুন:  রাতে কত ঘণ্টা ঘুমোচ্ছেন? এই ভুল করলে অকালেই যৌবন হারাবেন! কমবে শরীরী উত্তেজনা!

লীন তাপকে ব্যবহার করে কাজ করছে এই প্রযুক্তি। সেই কারণেই সুতির একটি মোড়কে মুড়ে ফেলা হয়েছে জলের টাঙ্কিকে। ট্যাঙ্কির পাশে একটি আলাদা করে লাগানো রয়েছে আরও একটি ছোট ট্যাংক। এই ট্যাঙ্ক এ জলের পরিমাণ কমে গেলে নিজে থেকেই ৩০ সেকেন্ডের জন্য চালু হয়ে যাবে একটি ছোট্ট পাম্প, সেই পাম্প ট্যাঙ্কির গায়ে লাগানো কাপড়ে ছড়িয়ে দেবে জল। যত বার এই কাপড় শুকিয়ে যাবে ততবার চালু হয়ে যাবে পাম্প। এইভাবে ঠান্ডা থাকবে পাম্পের জল।

আরও পড়ুন: খালি পেটে কাঁচা লঙ্কা ভেজানো জল খেলে কী হয়? ঝাল লাগবে না একটুও! যা ঘটবে জানলে চমকে যাবেন

৭৫০ লিটার ট্যাঙ্কিতে এই প্রযুক্তি লাগাতে খরচ হতে পারে আনুমানিক সাড়ে সাত হাজার টাকা। কথায় আছে প্রয়োজন পড়লেই তখন বুদ্ধি বের হয়। এই তীব্র গরমে বাঁকুড়ার বাড়িতে বাড়িতে ট্যাঙ্কের জল গরম হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে, সে কারণেই এরকম একটি প্রাকটিক্যাল সমাধান খুঁজে বার করার চেষ্টা করছেন বিপুল কুন্ডু। আংশিকভাবে সফলতাও পেয়েছেন তিনি।

নীলাঞ্জন ব্যানার্জী