*সম্পন্ন হয়েছে রাজ্যের প্রথম দফার লোকসভা নির্বাচন। এবার দ্বিতীয় দফা। এক নজরে দেখে নিন দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে কেন্দ্র গুলির খুঁটিনাটি।

Lok Sabha Election 2024 Phase 2: রাত পোহালেই দার্জিলিং-বালুরঘাট-রায়গঞ্জে ভোট, আপনার কেন্দ্র না হলেও যে বিষয়গুলি আপনাকে জানতেই হবে

*সম্পন্ন হয়েছে রাজ্যের প্রথম দফার লোকসভা নির্বাচন। এবার দ্বিতীয় দফা। এক নজরে দেখে নিন দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে কেন্দ্র গুলির খুঁটিনাটি।
*সম্পন্ন হয়েছে রাজ্যের প্রথম দফার লোকসভা নির্বাচন। এবার দ্বিতীয় দফা। এক নজরে দেখে নিন দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে কেন্দ্র গুলির খুঁটিনাটি।
*দার্জিলিং: দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে মোট সাতটি বিধানসভা রয়েছে। এর মধ্যে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং কালিম্পং জেলার কালিম্পং বিধানসভা রয়েছে। বাকি চারটি বিধানসভা দার্জিলিং জেলায় পড়ছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবার মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৬৫ হাজার ৭৪৪ জন। পুরুষ ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৭৮ হাজার ১৪৮ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৭৫ হাজার ৫০৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪২ জন।মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৯৯৯টি। ৪০০টি শহরাঞ্চলে। দার্জিলিংয়ের পুলবাজার ব্লকের অধীনে দুর্গম এলাকার তিনটি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা ২৪ এপ্রিল রওনা হবেন। সেই তিনটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে ৩৫০০ জন।
*দার্জিলিং: দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে মোট সাতটি বিধানসভা রয়েছে। এর মধ্যে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং কালিম্পং জেলার কালিম্পং বিধানসভা রয়েছে। বাকি চারটি বিধানসভা দার্জিলিং জেলায় পড়ছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবার মোট ভোটার সংখ্যা ১৭ লক্ষ ৬৫ হাজার ৭৪৪ জন। পুরুষ ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৭৮ হাজার ১৪৮ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৭৫ হাজার ৫০৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪২ জন।মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৯৯৯টি। ৪০০টি শহরাঞ্চলে। দার্জিলিংয়ের পুলবাজার ব্লকের অধীনে দুর্গম এলাকার তিনটি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা ২৪ এপ্রিল রওনা হবেন। সেই তিনটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে ৩৫০০ জন।
*লোকসভা ভোটে দার্জিলিং লোকসভা আসনে ৮২ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকছে। এই লোকসভা আসনের মোট ১৯৯৯টি বুথের প্রত্যেকটিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।লোকসভার অধীনে মোট ৫৪টি মহিলা পরিচালিত অর্থাৎ মডেল বুথ রয়েছে।মহিলা পরিচালিত মোট ৫৪টি মডেল বুথের মধ্যে সবচেয়ে বেশি কালিম্পংয়ে ২৫টি বুথ রয়েছে। কার্শিয়ংয়ে সাতটি, দার্জিলিং, মাটিগাড়া- নকশালবাড়ি , শিলিগুড়ি এবং ফাঁসিদেওয়ায় পাঁচটি করে এবং চোপড়ায় দুটি বুথ রয়েছে।
*লোকসভা ভোটে দার্জিলিং লোকসভা আসনে ৮২ কোম্পানি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকছে। এই লোকসভা আসনের মোট ১৯৯৯টি বুথের প্রত্যেকটিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।লোকসভার অধীনে মোট ৫৪টি মহিলা পরিচালিত অর্থাৎ মডেল বুথ রয়েছে।মহিলা পরিচালিত মোট ৫৪টি মডেল বুথের মধ্যে সবচেয়ে বেশি কালিম্পংয়ে ২৫টি বুথ রয়েছে। কার্শিয়ংয়ে সাতটি, দার্জিলিং, মাটিগাড়া- নকশালবাড়ি , শিলিগুড়ি এবং ফাঁসিদেওয়ায় পাঁচটি করে এবং চোপড়ায় দুটি বুথ রয়েছে।
*বালুরঘাট: বালুরঘাট, কুমারগঞ্জ, তপন, গঙ্গারামপুর, কুশমন্ডি, হরিরামপুর ও ইটাহার এই মোট সাতটি বিধানসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৫ লক্ষ ৫৬ হাজার ৯০৭ জন। তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৭ লক্ষ ৬১ হাজার ৫২ জন। পুরুষ ভোটারের সংখ্যা ৭ লক্ষ ৯৫ হাজার ৭৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭৯ জন।
*বালুরঘাট: বালুরঘাট, কুমারগঞ্জ, তপন, গঙ্গারামপুর, কুশমন্ডি, হরিরামপুর ও ইটাহার এই মোট সাতটি বিধানসভা কেন্দ্র বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৫ লক্ষ ৫৬ হাজার ৯০৭ জন। তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৭ লক্ষ ৬১ হাজার ৫২ জন। পুরুষ ভোটারের সংখ্যা ৭ লক্ষ ৯৫ হাজার ৭৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭৯ জন।
*চলতি নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের মোট প্রার্থী মনোনয়ন পেশ করেছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৫৬৯, তার মধ্যে মডেল বুথ ১। এ ছাড়া চলতি নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের মোট ভোট কর্মীর সংখ্যা ৬ হাজার ৪০৮। ভোট কেন্দ্র করে জেলাতে মোট কেন্দ্রীয় বাহিনী ৭৩ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকছে। প্রতিটি বুথে সিসিটিভি বসিয়ে ওয়েব কাস্টিং বাধ্যতামূলক থাকছে। মোট রাজ্য পুলিশ কর্মী ৩০০০, ক্রিটিকাল বুথ ২৮৪+৪০। জেলা জুড়ে নাকা পয়েন্টের সংখ্যা ২৬।
*চলতি নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের মোট প্রার্থী মনোনয়ন পেশ করেছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৫৬৯, তার মধ্যে মডেল বুথ ১। এ ছাড়া চলতি নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্রের মোট ভোট কর্মীর সংখ্যা ৬ হাজার ৪০৮। ভোট কেন্দ্র করে জেলাতে মোট কেন্দ্রীয় বাহিনী ৭৩ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন থাকছে। প্রতিটি বুথে সিসিটিভি বসিয়ে ওয়েব কাস্টিং বাধ্যতামূলক থাকছে। মোট রাজ্য পুলিশ কর্মী ৩০০০, ক্রিটিকাল বুথ ২৮৪+৪০। জেলা জুড়ে নাকা পয়েন্টের সংখ্যা ২৬।
*রায়গঞ্জ: রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এ বার ১৭ লক্ষ ৯০ হাজার ২৪৫ ভোটার মোট ২০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে। মহিলা ভোটার ৮ লক্ষ ৬৫ হাজার ৩২০ জন ও পুরুষ ভোটার নয় লক্ষ চব্বিশ হাজার ৮৩৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৮৮ জন।এবার মোট বুথ ১৭৩০টি এছাড়া মডেল বুথ ১১টি। মোট ভোটকর্মীর সংখ্যা আট হাজার ৮৪ জন।
*রায়গঞ্জ: রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এ বার ১৭ লক্ষ ৯০ হাজার ২৪৫ ভোটার মোট ২০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে। মহিলা ভোটার ৮ লক্ষ ৬৫ হাজার ৩২০ জন ও পুরুষ ভোটার নয় লক্ষ চব্বিশ হাজার ৮৩৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৮৮ জন।এবার মোট বুথ ১৭৩০টি এছাড়া মডেল বুথ ১১টি। মোট ভোটকর্মীর সংখ্যা আট হাজার ৮৪ জন।
*এবার স্পর্শকাতর বুথ ২১০-এর মধ্যে ইসলামপুর মহকুমা ১১১টি, ৯৯ টি স্পর্শকাতর বুথ রায়গঞ্জ মহকুমায়।এবার মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে ১১১ কোম্পানি। রাজ্য পুলিশ চার হাজার। প্রতি বুথে চারজন কেন্দ্রীয় জওয়ান। সব বুথেই ক্যামেরা ও ওয়েবকাস্টিং করার ব্যবস্থা রয়েছে।
*এবার স্পর্শকাতর বুথ ২১০-এর মধ্যে ইসলামপুর মহকুমা ১১১টি, ৯৯ টি স্পর্শকাতর বুথ রায়গঞ্জ মহকুমায়।এবার মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে ১১১ কোম্পানি। রাজ্য পুলিশ চার হাজার। প্রতি বুথে চারজন কেন্দ্রীয় জওয়ান। সব বুথেই ক্যামেরা ও ওয়েবকাস্টিং করার ব্যবস্থা রয়েছে।