হাতে কাস্তে হাতুড়ি নিয়ে প্রচার

CPIM: প্রচারে বিরাট চমক সৃজনের, হাতে তুলে নিলেন কী? যাদবপুরে জোর লড়াই

দক্ষিণ ২৪ পরগণা: প্রখর গরমে রাজনৈতিক উত্তাপ চড়ছে যাদবপুর লোকসভা কেন্দ্রে৷ সব মিলিয়ে গণতন্ত্রের উৎসবে জয়ী হতে সব দলের বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রচার করছেন রাজনৈতিক দলগুলি৷ তবে এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থীর সৃজন ভট্টাচার্যের এক অন্যরকম প্রচার দেখতে পাওয়া গেল৷

এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর উত্তর এলাকায় প্রচারে বেরিয়ে বামপ্রার্থীকে৷ দু হাতে আসল কাস্তে হাতুড়ি নিয়ে প্রচার করতে দেখা গেল। তিনি প্রচারের মাধ্যমে কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘মানুষের আবেগ লাল ঝান্ডা আর কাস্তে হাতুড়ি তারা মানুষের মুখে অন্ন তুলে দিতেও অনেকটাই সাহায্য করে। জমির ধান কাটা থেকে শুরু করে লোহার যে কোনও গঠন তৈরি করতে গেলে হাতুড়ি, কাস্তের প্রয়োজন পড়ে। মেহনতি মানুষের প্রতীক কাস্তে হাতুড়ি৷ তাই আমি কাস্তে হাতুড়ি নিজের হাতে তুলে নিয়েছি।’

আরও পড়ুন: কলাইকুণ্ডা ৪৭ ডিগ্রি পার, ৫০ আর বেশি দূরে নয়! দক্ষিণবঙ্গ জুড়েই তীব্র তাপপ্রবাহ, ছোবল উত্তরেও

গত ১৫ বছর ধরে যাদবপুর বামেদের হাতছাড়া৷ সৃজন অবশ্য দাবি করেন, ‘আপনারা জানেন গত কয়েক বছরের নির্বাচনে এই সমস্ত এলাকার মানুষ ভোট দিতে পারেননি৷ এলাকায় অনুন্নয়নের ছাপ স্পষ্ট। তোলাবাজি ও মাফিয়াদের দাপট তাই বন্ধ করতে গেলে এই লাল ঝান্ডাকে হাতিয়ার করতে হবে। তাই মানুষকে এগিয়ে আসতে হবে এবং  লাল ঝান্ডাকে হাতে তুলে নিতে হবে সাধারণ মানুষকে।’

এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘তীব্র গরমের মধ্যেই দলীয় কর্মীদের নিয়ে প্রচার করছি তাই গরম থেকে বাঁচতে চোখে মুখে মাঝে মধ্যে জল দিচ্ছি, এবং বেশি করে জল খাচ্ছি আর সঙ্গে টুপি ব্যবহার করছি।’

সুমন সাহা