Tag Archives: Srijan Bhattacharya

‘যাদবপুরে চমকে দেওয়া ফল করবে সিপিআইএম’, আত্মবিশ্বাসী সৃজন ভট্টাচার্য

যাদবপুর লোকসভার সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বারুইপুর কাছারি বাজার চাষীদের কাছে গিয়ে ভোট দেওয়ার জন্য আশীর্বাদ চাইলেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর কাছারি বাজারের লিচু, পেয়ারা চাষীদের কাছে গিয়ে ভোট প্রচার করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

প্রচারে হাজির সন্দেশখালির মহিলারা, যাদবপুরে হাল ছাড়ছেন না সৃজন

কলকাতা: লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সন্দেশখালিকে অস্ত্র হিসেবে বেছে নিয়েছে বিরোধী দলগুলি। শাহজাহান বাহিনীর অত্যাচারের কথা বলে রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে নির্বাচনী প্রচারে। এই বক্তব্যকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে সন্দেশখালির মহিলাদের প্রচারে নিয়ে এল সিপিএম। সম্প্রতি যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের প্রচারে আসেন সন্দেশখালির মহিলারা। যদিও সন্দেশখালির ঘটনা নিয়ে বিরোধীরা অপপ্রচার করছে বলেও পাল্টা প্রচার করছে তৃণমূলও৷

লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে চার দফার নির্বাচন শেষ। যদিও বাকি কেন্দ্রগুলিতেও প্রচারের কাজ চলছে জোর কদমে। তবে শেষ দফার নির্বাচনে কেন্দ্রগুলির প্রার্থীরা প্রচারের সময় বেশি পাওয়াতে সেটা তাঁরা বেশ ভালো ভাবেই ব্যবহার করছেন। বিভিন্ন অংশের মানুষের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পৌঁছানোর চেষ্টা করছেন তাঁরা। এদের মধ্যে অন্যতম যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। কখনও তিনি শহরের ভোটারদের মন পেতে ঘুরে বেড়াচ্ছেন। কখনও বা পৌঁছে যাচ্ছেন ভাঙ্গরের মতন গ্রামীণ এলাকায়। সেখানে কৃষি কাজের সঙ্গে যুক্ত মানুষের সঙ্গে কথা বলছেন। আবার প্রাক্তন ছাত্রনেতা হওয়ায় যুব সমাজের মধ্যে থাকা জনপ্রিয়তাকে কাজে লাগানোর চেষ্টা করছেন সৃজন ভট্টাচার্য। প্রচার নিয়ে যাচ্ছেন শ্রমজীবী মানুষের কাছেও। ছোট বড় সভা, মিছিল যেমন করছেন তেমনই দোল, ইদের মতো উৎসবেও মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। প্রচার চলছে সোশ্যাল মিডিয়াতেও।
একই ভাবে মহিলা ভোটারদের সমর্থন পেতেও উদ্যোগী হয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএমের এই তরুণ প্রার্থী।

সম্প্রতি মহিলাদেরকে নিয়ে একটি সভা করেন তিনি। গড়িয়া অ্যান্ড্রুজ কলেজের মাঠে এই সভায় অংশ গ্রহণ করেন চাষের জমিতে কাজ করা প্রান্তিক মহিলা। এ ছাড়াও স্বনির্ভর গোষ্ঠী, সমবায়, অঙ্গনওয়াড়ি, গৃহ সহায়িকাদের সঙ্গে যোগ দেন আইটিতে কাজ করা মহিলারাও। সবাই এ দিন তাঁদের সঙ্গে হওয়া বঞ্চনার কথা তুলে ধরেন।

আরও পড়ুন: বাংলার সিপিএম, কংগ্রেসকে ধরবেন না…ইন্ডিয়া জোট জিতলে কী অবস্থান? জানিয়ে দিলেন মমতা

ওই সভায় সন্দেশখালির মহিলারাও উপস্থিত হন। তাঁরাও অত্যাচার ও জমি লুঠের অভিযোগের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সাংসদ হয়ে মহিলাদের জন্য কী কাজ করতে চান সেই কথা বলতে গিয়ে সৃজন প্রতিশ্রুতি দেন, এমপি ল্যাডের তিন ভাগের এক ভাগা টাকা তিনি খরচ করবেন মহিলাদের কালচারাল সেন্টার, বিজ্ঞান শিক্ষা কেন্দ্র, যৌথ রান্নাঘর, ক্রেশ, সমবায় ও ক্ষুদ্র ঋণের ব্যবস্থা ইত্যাদির জন্য। সেল্ফ ডিফেন্স ক্যাম্প করার কথাও বলেন তিনি।

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, রাজ্যের শাসকদল মহিলাদের একটা বড় অংশের সমর্থন পেয়ে থাকেন। যাদবপুর কেন্দ্রে তাদের প্রার্থীও মহিলা। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলারা বিশেষ ভাবে সুবিধা পেয়ে থাকেন। ফলে সেই অংশের সমর্থনও স্বাভাবিকভাবে সেই দিকেই ঝুঁকে থাকবে এটা ধরেই এই রণকৌশল নিয়েছে সিপিএম। এই অংশের সমর্থনে ভাগ বসিয়ে ভোট যুদ্ধে লাভ তুলতে চাইছে দল। একই সঙ্গে সন্দেশখালির মহিলাদের সামনে রেখেও শাসকদলকে নিশানা করছেন সিপিএম প্রার্থী৷

Lok Sabha Election 2024: সারপ্রাইজ! জন্মদিনে প্রচারে বেরিয়ে অভিভূত সৃজন! ভাঙড়ে বামপ্রার্থী পেলেন ‘বিরাট’ চমক

দক্ষিণ ২৪ পরগনা: প্রচারে এসে জন্মদিনের কেক কাটলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙরের বামনঘাটা এলাকায় ভোটপ্রচারে এসেছিলেন তিনি। আর সেখানেই কর্মীরা তাঁকে ‘সারপ্রাইজ’ দিলেন। সঙ্গে পেলেন উপহারও।‌কর্মীরা তাঁদের নিজের আঁকা ছবি প্রার্থীর হাতে তুলে দেন। সৃজন বলেন, ‘কর্মীরা এভাবে আমাকে এত ভালবাসা দেবেন, তা আমি ভাবতে পারিনি।’

 যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট শেষ দফায়। তার আগে কোনওভাবেই এক ইঞ্চি মাটি ছাড়তে চাইছেন না বাম প্রার্থী সৃজন। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটা কোনায় কোনায় গিয়ে তিনি প্রচার সারছেন। এখনও বেশ কয়েক দিন বাকি আছে ভোট। তিনি চান, যাদবপুর লোকসভা কেন্দ্রের কোন অংশ যেন বাকি না থাকে। সমস্ত কোনায় কোনায় সব কর্মী সমর্থক এবং ভোটারদের বাড়ি পৌঁছে যাচ্ছেন।

আরও পড়ুন: তিন দলের তিন তারকা! চতুর্থ দফায় নিজেদেরই প্রমাণের চ্যালেঞ্জ অধীর-দিলীপ-মহুয়ার সামনে

যাদবপুর লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই জোরকদমে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। যাদবপুর লোকসভা কেন্দ্র কার দখলে যাবে সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে ৪ জুন।

Lok Sabha Election 2024: নেতাজিকে প্রণাম করে সুভাষগ্রামে প্রচারে সৃজন

দক্ষিণ ২৪ পরগনার: সুভাষগ্রামের নাম উঠলেই নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা মনে পড়ে যায়। এটি হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম ভিটে। সুভাষগ্রামের কোদালিয়াতে তাঁর পৈতৃক ভিটে। আর সেই থেকে এলাকার নাম সুভাষগ্রাম হয়ে ওঠে। সেখানেই এবার ভোট প্রচারে গেলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

সুভাষগ্রামের কোদালিয়ায় নেতাজীর পৈত্রিক ভিটেতে গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করে আশেপাশের এলাকায় প্রচার করেন যাদবপুর কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি এদিন সুভাষগ্রাম এলাকার প্রতিটা মানুষের সঙ্গে দেখা করে ভোট দেওয়ার আহ্বান জানায় এবং এদিন তিনি প্রচারের ফাঁকে সৌজন্য সাক্ষাৎ করেন রাজপুর-সোনারপুর পুরসভার পুরপ্রধানের সঙ্গে।

আরও পড়ুন: গাছের ডালে বাঁধা হাঁড়িতে রাখা জল মেটাচ্ছে পাখিদের তৃষ্ণা

পরে সৃজন বলেন, প্রচারের পথে তাঁর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের বাড়ি পড়লে সেখানে গিয়েও ভোট চাইবেন। তিনি জানান, যাদবপুরের সব ভোটারের কাছে যাচ্ছেন। তাই কে তৃণমূল, কে বিজেপি দেখছেন না। নেতাজীর মুর্তিতে মাল্যদান করে তিনি বলেন, বাংলার এইসব আইকনরা আর‌এস‌এস-এর হাতে পড়ে বিপন্ন হয়ে পড়েছে। তিনি বাংলার এই ঐতিহ্য বজায় রাখার লড়াই’ও লড়ছেন।

সুমন সাহা

CPIM: প্রচারে বিরাট চমক সৃজনের, হাতে তুলে নিলেন কী? যাদবপুরে জোর লড়াই

দক্ষিণ ২৪ পরগণা: প্রখর গরমে রাজনৈতিক উত্তাপ চড়ছে যাদবপুর লোকসভা কেন্দ্রে৷ সব মিলিয়ে গণতন্ত্রের উৎসবে জয়ী হতে সব দলের বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রচার করছেন রাজনৈতিক দলগুলি৷ তবে এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থীর সৃজন ভট্টাচার্যের এক অন্যরকম প্রচার দেখতে পাওয়া গেল৷

এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর উত্তর এলাকায় প্রচারে বেরিয়ে বামপ্রার্থীকে৷ দু হাতে আসল কাস্তে হাতুড়ি নিয়ে প্রচার করতে দেখা গেল। তিনি প্রচারের মাধ্যমে কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘মানুষের আবেগ লাল ঝান্ডা আর কাস্তে হাতুড়ি তারা মানুষের মুখে অন্ন তুলে দিতেও অনেকটাই সাহায্য করে। জমির ধান কাটা থেকে শুরু করে লোহার যে কোনও গঠন তৈরি করতে গেলে হাতুড়ি, কাস্তের প্রয়োজন পড়ে। মেহনতি মানুষের প্রতীক কাস্তে হাতুড়ি৷ তাই আমি কাস্তে হাতুড়ি নিজের হাতে তুলে নিয়েছি।’

আরও পড়ুন: কলাইকুণ্ডা ৪৭ ডিগ্রি পার, ৫০ আর বেশি দূরে নয়! দক্ষিণবঙ্গ জুড়েই তীব্র তাপপ্রবাহ, ছোবল উত্তরেও

গত ১৫ বছর ধরে যাদবপুর বামেদের হাতছাড়া৷ সৃজন অবশ্য দাবি করেন, ‘আপনারা জানেন গত কয়েক বছরের নির্বাচনে এই সমস্ত এলাকার মানুষ ভোট দিতে পারেননি৷ এলাকায় অনুন্নয়নের ছাপ স্পষ্ট। তোলাবাজি ও মাফিয়াদের দাপট তাই বন্ধ করতে গেলে এই লাল ঝান্ডাকে হাতিয়ার করতে হবে। তাই মানুষকে এগিয়ে আসতে হবে এবং  লাল ঝান্ডাকে হাতে তুলে নিতে হবে সাধারণ মানুষকে।’

এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘তীব্র গরমের মধ্যেই দলীয় কর্মীদের নিয়ে প্রচার করছি তাই গরম থেকে বাঁচতে চোখে মুখে মাঝে মধ্যে জল দিচ্ছি, এবং বেশি করে জল খাচ্ছি আর সঙ্গে টুপি ব্যবহার করছি।’

সুমন সাহা

গরমকে থোরাই কেয়ার, সাইকেলে করে প্রচারে ঝড় তুললেন সৃজন

রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন তিনি প্রচারে এসে বলেন আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হবে, প্রচারে লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণের প্রতিশ্রুতি।

Lok Sabha Election 2024: লাল ঝান্ডার মিছিল দেখে কেঁদে ভাসালেন মহিলা, কারণ জানলে অবাক হবেন…

CPIM candidate Srijan Bhattacharyya: প্রচারে বেরিয়ে বাম কর্মী সমর্থকে চোখের জল মুছে দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সোনারপুর উত্তরে খেয়াদহ – ২ গ্রাম পঞ্চায়েতের সন্ত্রাস কবলিত এলাকায় লালঝাণ্ডার মিছিল নিয়ে সৃজনকে ঢুকতে দেখে কেঁদে ফেললেন এক মহিলা কর্মী সমর্থক। তাঁকে দেখে এগিয়ে এসে চোখের জল মুছে দিলেন সৃজন।

CPIM: ‘ফেরাতে হাল, ফিরবে লাল?’ লাল ঝান্ডার মিছিল দেখে কেঁদে ভাসালেন মহিলা! যা করলেন CPIM প্রার্থী…

দক্ষিণ ২৪ পরগনা: প্রচারে বেরিয়ে বাম কর্মী সমর্থকে চোখের জল মুছে দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সোনারপুর উত্তরে খেয়াদহ – ২ গ্রাম পঞ্চায়েতের সন্ত্রাস কবলিত এলাকায় লালঝাণ্ডার মিছিল নিয়ে সৃজনকে ঢুকতে দেখে কেঁদে ফেললেন এক মহিলা কর্মী সমর্থক। তাঁকে দেখে এগিয়ে এসে চোখের জল মুছে দিলেন সৃজন।

ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে উনিশে এপ্রিল থেকে শুরু হয়েছে প্রথম দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। লোকসভা নির্বাচনের উত্তাপ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। গ্রীষ্মের তাপমাত্রার পারদ মেরেছে। অন্যদিকে রাজনৈতিক উত্তাপ বেড়েছে তার কারণ লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সকল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে শাসক থেকে বিরোধী সমস্ত দলের প্রার্থীরা ভোটারদের মন জয় করতে রাজনৈতিক প্রচার ময়দানে নেমে পড়েছে।

আরও পড়ুন: নন্দীগ্রামে দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে মারাত্মক ঘটনা! একবার নয়, বারবার যা ঘটল, ভয়ঙ্কর!

এর পাশাপাশি এই গরমকে উপেক্ষা করে যাদবপুর লোকসভা কেন্দ্র সি পি আই এম প্রার্থী সৃজন ভট্টাচার্য সোনারপুর এলাকায় সি পি আই এম কর্মী সমর্থক দের সঙ্গে নিয়ে গরমের মধ্যে মানুষের দরজায় দরজায় গিয়ে ভোট প্রচার করলেন। আর এই গরম থেকে বাঁচতে কর্মী সমর্থকদের সাথে কাঁচা ছোলা আবার কখনও ডাবের জল আবার কখনও গ্লুকোজের জলে চুমুক দিচ্ছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন তবে কর্মীরাই মুল সম্পদ। এই গরমের মধ্যে প্রচারে তারাই অনুপ্রেরণা।

কর্মীরা এই গরমে বের হলে তারা যাতে ছাতা নিয়ে বের হন তার অনুরোধ জানান তিনি। এদিন প্রচারে বেরিয়ে যোগ্যদের অবিলম্বে চাকরির দাবি জানান তিনি। সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকায় নির্বাচনী প্রচার সাড়লেন তিনি। এই এলাকায় মানুষ এতদিন ভোট দিতে পারেনি। এলাকায় অনুন্নয়নের ছাপ স্পষ্ট। তোলাবাজি ও মাটি মাফিয়াদের দাপট। তা বন্ধ করতেই তাকে ভোট দেওয়ার দাবি জানান। একইসাথে তিনি বলেন মানুষ যাতে একশো দিনের কাজ পায় ও কৃষিকাজে সুবিধা হয় তাও সুনিশ্চিত করা হবে।

—– সুমন সাহা

যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সভায় মন ছুঁয়ে যাওয়া দৃশ্য, দেখুন ভিডিও

“৪ তারিখ লাল আবির খেলব, ফাঁকায় আওয়াজ দিচ্ছি না” – সোনারপুরের সভা থেকে বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। একইসঙ্গে সৃজনের সভায় দেখা গেল অভাবনীয় দৃশ্য।

Lok Sabha Election 2024: ‌’আমি এই কাজের জন্য যাদবপুর আসিনি’! প্রচারে স্পষ্ট করে জানিয়ে দিলেন CPIM-এর সৃজন! কী ঘটল এমন?

দক্ষিণ ২৪ পরগনার: গ্রীষ্মের প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে গোটা রাজ্য। তীব্র গরমের মধ্যেও বেড়েছে রাজনৈতিক পারদ । একদিকে গ্রীষ্মের পারদ অন্যদিকে রাজনৈতিক পারদ। প্রচন্ড গরমকে উপেক্ষা করেই ভোট ময়দানে জনসংযোগ বৃদ্ধি করতে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঢোসা এলাকায় মানুষের দরজায় দরজায় লোকসভা নির্বাচনের প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। প্রচন্ড গরমের হাত থেকে নিজেকে এবং নিজের বাম কর্মীদের রক্ষা করতে প্রায় সময় রাস্তায় পানীয় জলের টিউবওয়েল নিজে হাতে কর্মীদের পানীয় জল খাওয়ান।

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024 West Bengal

আরও পড়ুন: মঙ্গলবার থেকেই অ‍্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকা সরাসরি! আপনি পেয়েছেন তো? চেক করুন এখনই

গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের হাত থেকে রক্ষা করতে কর্মীদের গায়ে এবং মুখে জল দেওয়ার পরামর্শ দিচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। জনসংযোগ করতে করতে কখনও বা মানুষের ভিড়ে মিশে যাচ্ছে সৃজন। কখনও গরমের হাত থেকে বাঁচতে এবং নিজেদের বাম কর্মী সমর্থকদের বাঁচাতে ঠান্ডা পানীয় দোকানে ভিড় জমিয়ে নিজের এবং কর্মীদের গরমে তৃষ্ণা নিবারণের জন্য লেবু জল খাওয়াচ্ছেন সিপিআইএম প্রার্থী।

যাদবপুর লোকসভা কেন্দ্রে মানুষের একটাই ক্ষোভ যে ভোটের সময় সাংসদের দেখা পাওয়া যায়, কিন্তু ভোট মিটে গেলে সাংসদ হাওয়া হয়ে যান এলাকা থেকে। সাধারণ মানুষের এই অভিযোগ নিয়ে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, ‘‘আমি পার্টটাইম পলিটিশিয়ান নই। প্যারাসুট প্রার্থী নই।সবসময় রাজনীতির সঙ্গে যুক্ত। এটা করতে করতে একটু অভিনয়, একটু নাচতে গেলাম বা ইডি দফতরে ছুটে গেলাম এসব করার প্রয়োজন আমার পড়বে না।’’

এদিন প্রচারে বেরিয়ে বহু মানুষ তাকে জড়িয়ে ধরেন স্নেহ চুম্বন দেন তার গালে কপালে। সৃজন জানান ‘‘বারুইপুরকে জেলা সদর করতে হবে, মানুষের একশো দিনের কাজের অধিকার ফিরিয়ে আনতে হবে।’’ সৃজন ভট্টাচার্য আরও জানান,  ‘‘আমি নাচ গান করে মানুষের মন জয় করতে আসিনি। আমি মানুষের পাশে থেকে সুখ দুঃখের সঙ্গী হতে এসেছি।’’

সুমন সাহা