রায়দিঘি: ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। রাজ্যজুড়ে পরীক্ষার্থীরা ইতিমধ্যে তাদের ফলাফল জেনে ফেলেছেন। কিন্তু রায়দিঘির নন্দকুমারপুরের মহব্বতনগরের এক মাধ্যমিক পরীক্ষার্থী আলিমা খাতুন এখনও অপেক্ষায় রয়েছেন রেজাল্টের জন্য।
এই এলাকায় হঠাৎ আসা ঝড়ে লন্ডভন্ড হয়েছে সবকিছু্। আলিমাদের ঘরের ছাউনিও উড়ে গিয়েছে ঝড়ে। ঝড় শেষ হওয়ার পর কিছুক্ষণের জন্য বৃষ্টিও হয়। বৃষ্টিতে নষ্ট হয়েছে ঘরের একাধিক নথি। তার মধ্যে আলিমার গুরুত্বপূর্ণ কিছু নথি রয়েছে। ভিজেছে বই, খাতা। কিন্তু সবকিছু হলেও এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় স্কুলেও যেতে পারছেনা সে।
আরও পড়ুন: অবিশ্বাস্য! মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম স্থান, অথচ চন্দ্রচূড়ের এই একটি বিষয় শুনে সকলে চমকে উঠছেন
মোবাইলে চার্জ নেই, সঙ্গে টাওয়ারও নেই। ফলে নেট থেকে দেখাও যাচ্ছে না। বৃহস্পতিবার সকাল থেকে আলিমাদের ঘর সারানোর কাজ করছে পরিবারের সদস্যরা। তার সঙ্গে হাত মিলিয়েছে আলিমাও। আলিমার অভিভাবকরা জানিয়েছে, রেজাল্ট জানার অপেক্ষায় রয়েছে। এলাকায় জোরকদমে কাজ চলছে।
আরও পড়ুন: ২০২৪-এর মাধ্যমিকের প্রথম দশে কারা? দেখুন সম্পূর্ণ মেধাতালিকা
পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে মনে করছেন তারা। বিদ্যুৎ ব্যবস্থা ও রাস্তা থেকে গাছ কাটার কাজ শেষ হলেই তারা রেজাল্ট দেখবেন বলে জানিয়েছেন। প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার রাতের মধ্যেই সবকিছু ঠিক করা হবে। এখন কবে ঠিক হয় পরিস্থিতি সেদিকেই তাকিয়ে সকলে।
নবাব মল্লিক