Tag Archives: Madhyamik Results 2024

Madhyamik Result 2024: ইচ্ছেই শেষ কথা! অভাবের সংসারে মাধ্যমিকের ফলে চমক রিয়াজের, তবু একটা ‘কিন্তু’ থেকে গেল

বসিরহাট: বাবার ছোট্ট মুদির দোকান, মাধ্যমিকে তাক লাগাল সুন্দরবনের ছেলে রিয়াজ। মাধ্যমিকের মেধাতালিকায় স্থান না পেলেও চমকে দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার হাসনাবাদের চকপাটলি হাইস্কুলের রিয়াজ হোসেন মোল্লা।

প্রত্যন্ত এলাকায়, এখানে না আছে কোনও লাইব্রেরি, ঠিক তেমনভাবে এলাকায় সাক্ষরতার হারও খুব বেশি নেই। এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে মাধ্যমিক পরীক্ষায় ৯৩.৩ শতাংশ নম্বর পেয়ে এলাকায় রীতিমতো সাড়া ফেলেছে রিয়াজ। তবে রিয়াজের পাশাপাশি চকপাটলি হাইস্কুল থেকে যুগ্মভাবে ৯৩.৩ শতাংশ নম্বর পেয়ে হয়েছে ইভানা নাসরিন সুলতানা, দুজনেরই প্রাপ্ত নম্বর ৯৩.৩ শতাংশ। ইভানার বাবা পেশায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক।

আরও পড়ুন: অবিশ্বাস্য! মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম স্থান, অথচ চন্দ্রচূড়ের এই একটি বিষয় শুনে সকলে চমকে উঠছেন

হাঁসনাবাদের পাটলিখানপুর এলাকায় এক ঘরে বসবাস রিয়াজের। বাবা লিয়াকাত হোসেন মোল্লার রাস্তার পাশে ছোট্ট একটি মুদিখানার দোকান আছে। আর তা দিয়েই নিজের সামান্য উপার্জনে কঠোর পরিশ্রমে কোনও রকম দুই ছেলেমেয়েকে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

এ বছর মাধ্যমিকে চকপাটলি হাইস্কুল (উঃ মাঃ) বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিল রিয়াজ। রিয়াজের প্রাপ্ত নম্বর ৬৫৩। যার মধ্যে গণিতে ৯৮, ভূগোলে ৯৭, জীবন বিজ্ঞানে ৯৬, ভৌতবিজ্ঞানে ৯৪, বাংলা ও ইতিহাস উভয় বিষয়েই ৯২ এবং ইংরেজিতে ৮৪ নম্বর তুলেছে সে।

আরও পড়ুন: ২০২৪-এর মাধ্যমিকের প্রথম দশে কারা? দেখুন সম্পূর্ণ মেধাতালিকা

ছোট থেকেই গণিত ও বিজ্ঞান বিষয়কে ভালবাসে রিয়াজ। পরবর্তীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে সে চিকিৎসক হতে চায়। কিন্তু বাদ সাধছে আর্থিক অবস্থা। চোখ মুখে একরাশ স্বপ্ন নিয়ে প্রত্যন্ত এলাকায় নিজেকে মেলে ধরলেও তবে কি আর্থিক সঙ্গতি কাটিয়ে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারবে সে! যা নিয়ে এক চাপা উৎকন্ঠায় রিয়াজ ও তার পরিবার।

জুলফিকার মোল্যা

WB Madhyamik 10th Result 2024: শহুরে নামকরা স্কুলকে টেক্কা গ্রামীণ স্কুলের! একই ক্লাস থেকে মাধ্যমিকের মেধাতালিকায় ৪

মালদহ: শহর মালদহ নয়, এবার মাধ্যমিক ফলাফলে নজর কাড়ল মালদহের গ্রামীণ এলাকা। শহরের নামজাদা স্কুলগুলিকে পেছনে ফেলে ভাল ফল করল কালিয়াচকের মোজমপুর হাজী শেখ সুভানী বিশ্বাস হাই স্কুল। মালদহে সম্ভাব্য প্রথম হয়েছে এই স্কুল থেকেই। রাজ্য যৌথ ভাবে ষষ্ঠ তথা মালদহে সম্ভাব্য প্রথম হয়েছে শাহাবুদ্দিন আলি। তার প্রাপ্ত নম্বর ৬৮৮।

শাহাবুদ্দিন আলির কথায়, ”বড় হয়ে আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। ভাল ফল হবে ভেবেছিলাম কিন্তু সেরা দশের মেধাতালিকায় থাকব বলে আশা করিনি। আমার খুব ভাল লাগছে এই ফলে।”

রাজ্যে নবম তথা জেলায় সম্ভাব্য দ্বিতীয় হয়েছে বিশাল চন্দ্র মণ্ডল ও আমিনূল ইসলাম। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৫। রাজ্যে দশম তথা জেলায় সম্ভাব্য তৃতীয় হয়েছে বিশাল মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৬৮৪। জেলায় প্রথম তালিকায় থাকা চার জন মোজমপুর হাজী শেখ সুভানী বিশ্বাস হাই স্কুল থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।

বিশাল চন্দ্র মণ্ডল বলে, ”চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে আমার। ছোটবেলা থেকেই বাবা পড়াশোনায় গাইড করত। বাবা একজন স্কুল শিক্ষক। বাবা আমার প্রথম গুরু। মেধাতালিকায় আসতে পেরে খুব ভাল লাগছে।”

আরও পড়ুন: স্বস্তির বৃষ্টিতেই এক ধাপে নামবে কলকাতার তাপমাত্রা! কবে থেকে বাড়বে বৃষ্টির দাপট? আবার কি দাবদাহ ফিরবে রাজ্যে!

তারা প্রত্যেকেই কালিয়াচকের একটি বেসরকারি মিশন স্কুলে পড়াশোনা করে। তাদের এমন সাফল্যে খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবকেরা। মালদহ শহরের নামজাদা স্কুলগুলি এতদিন মেধাতালিকায় স্থান অধিকার করে এসেছে। এই বছর ব্যতিক্রমী ভাবে শুধুমাত্র কালিয়াচকের একটি স্কুল থেকেই নজরকাড়া সাফল্য চার মাধ্যমিক পরীক্ষার্থীর। পাশাপাশি মালদহ শহরের নামজাদা স্কুলগুলো মেধাতালিকায় না এলেও সার্বিক ফলাফল ভাল হয়েছে।

হরষিত সিংহ

Madhyamik Result 2024: এখনও নিজের মাধ্যমিকের রেজাল্ট জানতে পারেনি আলিমা, কারণ শুনলে অবিশ্বাস্য মনে হবে!

রায়দিঘি: ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। রাজ্যজুড়ে পরীক্ষার্থীরা ইতিমধ্যে তাদের ফলাফল জেনে ফেলেছেন। কিন্তু রায়দিঘির নন্দকুমারপুরের মহব্বতনগরের এক মাধ্যমিক পরীক্ষার্থী আলিমা খাতুন এখনও অপেক্ষায় রয়েছেন রেজাল্টের জন্য।

এই এলাকায় হঠাৎ আসা ঝড়ে লন্ডভন্ড হয়েছে সবকিছু্। আলিমাদের ঘরের ছাউনিও উড়ে গিয়েছে ঝড়ে। ঝড় শেষ হওয়ার পর কিছুক্ষণের জন্য বৃষ্টিও হয়। বৃষ্টিতে নষ্ট হয়েছে ঘরের একাধিক নথি। তার মধ্যে আলিমার গুরুত্বপূর্ণ কিছু নথি রয়েছে। ভিজেছে বই, খাতা। কিন্তু সবকিছু হলেও এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় স্কুলেও যেতে পারছেনা সে।

আরও পড়ুন: অবিশ্বাস্য! মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম স্থান, অথচ চন্দ্রচূড়ের এই একটি বিষয় শুনে সকলে চমকে উঠছেন

মোবাইলে চার্জ নেই, সঙ্গে টাওয়ারও নেই‌‌। ফলে নেট থেকে দেখাও যাচ্ছে না। বৃহস্পতিবার সকাল থেকে আলিমাদের ঘর সারানোর কাজ করছে পরিবারের সদস্যরা। তার সঙ্গে হাত মিলিয়েছে আলিমাও। আলিমার অভিভাবকরা জানিয়েছে, রেজাল্ট জানার অপেক্ষায় রয়েছে। এলাকায় জোরকদমে কাজ চলছে।

আরও পড়ুন: ২০২৪-এর মাধ্যমিকের প্রথম দশে কারা? দেখুন সম্পূর্ণ মেধাতালিকা

পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে মনে করছেন তারা। বিদ্যুৎ ব্যবস্থা ও রাস্তা থেকে গাছ কাটার কাজ শেষ হলেই তারা রেজাল্ট দেখবেন বলে জানিয়েছেন। প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার রাতের মধ্যেই সবকিছু ঠিক করা হবে। এখন কবে ঠিক হয় পরিস্থিতি সেদিকেই তাকিয়ে সকলে।

নবাব মল্লিক

Madhyamik Result Second Boy: বাবা-মা দু’জনেই শিক্ষক, মাধ্যমিকে দ্বিতীয় হয়ে পুরুলিয়ার নাম উজ্জ্বল সাম্যর, কতক্ষণ পড়ত সে!

পুরুলিয়া: ছাত্রছাত্রীদের জীবনে প্রথম সবচেয়ে বড় পরীক্ষা হল মাধ্যমিক। তাদের জীবনের ভীত মজবুত হয় এই পরীক্ষার উপরেই। তাই সারাটা বছরই মাধ্যমিক পরীক্ষার্থীরা কঠোর পরিশ্রম করে থাকেন যাতে তাদের রেজাল্ট ভাল হয়।‌ ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকারাও নিজেদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন।

মাধ্যমিকের মেধাতালিকায় বরাবরই পুরুলিয়া জেলার নাম থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি।‌ এবার মাধ্যমিকে দ্বিতীয় স্থান অর্জন করেছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। তার মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ৬৯২। অর্থাৎ ৯৮.৮৬ শতাংশ। পুরুলিয়ার আমডিহার লোকনাথপল্লির বাসিন্দা সে।

তার বাবা ও মা পেশায় শিক্ষক শিক্ষিকা। বাবা সুনীতিপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুলের শিক্ষক ও মা অর্পিতা গুরু গোবিন্দপুর হাই স্কুলের শিক্ষিকা। তাদের গ্রামের বাড়ি নিতুরিয়ার বাউরিপাড়ায়। বাবার কর্মসূত্রেই তাদের পুরুলিয়া আমডিহায় থাকা।

এতটা ভাল রেজাল্ট নাকি নিজেও আশা করেনি সাম্যপ্রিয়। তাই‌ ভীষণ খুশি সে। পুরুলিয়া জেলা স্কুল থেকেই উচ্চমাধ্যমিক দিতে চায় সে। আগামী দিনে ডাক্তারি নিয়ে পড়তে চায়। এ বিষয়ে বাবা সুনীতিপ্রিয় জানান, সারাদিনই পড়াশোনার মধ্যেই থাকত সাম্য। ছেলের এই সাফল্যে তিনি ভীষণই খুশি। তিনি বরাবরই আশা করেছিলেন ছেলে দুর্দান্ত রেজাল্ট করবে। সেখানে ছেলে তাঁকে নিরাশ করেননি‌।

এ বিষয়ে মা অর্পিতা গুরু বলেন, ”আশা করেছিলাম ছেলে ভাল রেজাল্ট করবে কিন্তু এত ভাল রেজাল্ট করবে সেটা ভাবতে পারিনি। ছোটবেলা থেকেই সাম্য পড়াশোনায় ভীষণই ভাল। ছেলের এই সাফল্যে খুবই খুশি তিনি।”

আরও পড়ুন: ফের পিছনের সারিতে কলকাতা, মাধ্যমিকের মেধাতালিকায় জেলার দাপট! প্রথম দশে শহরের কতজন

এবছর ‌মাধ্যমিক পরীক্ষার ৮০ দিনের মধ্যে ফল প্রকাশ হয়েছে। পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছিল ১২-ই ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে ২০২৪ সালে মাধ্যমিকে পাশের হার ৮৬.৩১ শতাংশ। আর তারই মধ্যে থেকে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে জেলা পুরুলিয়ার নাম উজ্জ্বল করল সাম্যপ্রিয় গুরু।

শমিষ্ঠা ব্যানার্জি

Madhyamik Result 2024 Merit List: টেস্টে খারাপ ফলই জীবনের টার্নিং পয়েন্ট! মাধ্যমিকে চমকে দেওয়া ফল নীলঙ্কনের, মেধা তালিকার কোথায় সে?

হুগলি: প্রথম থেকে পড়াশোনায় অমনোযোগী! মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফলাফল ভাল হয়নি। তাই স্কুল থেকে ডেকে পাঠানো হয়েছিল মা-বাবাকে। তারপরই সোজা ১৮০ ডিগ্রি টার্ন। বেড়ে যায় পড়াশোনার প্রতি মনোযোগ। তারই ফলস্বরূপ মাধ্যমিকে ৯৭.৭১ শতাংশ নম্বর পেয়ে দশম স্থান অর্জন করেছে ব্যান্ডেল এলিট কো এডুকেশন স্কুলের ছাত্র নীলাঙ্কন মণ্ডল।

পাণ্ডুয়া স্টেশন রোডের বাসিন্দা পার্থসারথি মণ্ডল ও সুজাতা মণ্ডলের ছেলে নীলাঙ্কন মণ্ডল। মাধ্যমিকে তার মোট প্রাপ্য নম্বর ৬৮৪। বাবা পার্থসারথি মণ্ডল কালনা শ্রী শ্রী নীগমানন্দ বিদ্যামন্দিরের পদার্থ বিজ্ঞানের শিক্ষক। মা সুজাতা মণ্ডল গৃহবধূ। ছোটবেলা থেকেই গল্পের বই পড়া এবং গিটার বাজানোর শখ নীলাঙ্কনের। বাংলা এবং পদার্থ বিজ্ঞান ছাড়া বাকি পাঁচটি বিভাগে পাঁচজন শিক্ষক ছিল নীলাঙ্কনের। বাবা পদার্থ বিজ্ঞানের শিক্ষক হওয়ায় বাবার কাছেই পদার্থ বিজ্ঞান পড়ত নীলাঙ্কন। আগামীদিনে গবেষণা মূলক পড়াশোনা করতে চায় নীলাঙ্কন।

আরও পড়ুনঃ উত্তরে আজও চলবে বৃষ্টি! শনিতেই দক্ষিণের জেলায় জেলায় ঝড়বৃষ্টি, কলকাতায় কবে নামবে? অবশেষে ডেট জানিয়ে দিল আলিপুর

মাধ্যমিকে দশম হয়ে নীলাঙ্কন জানায়, টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত পড়াশোনা নিয়ে অতটা মনোযোগ ছিল তার। যে কারণে টেস্ট পরীক্ষার ফলাফল খুব একটা আশানুরূপ হয়নি। আর সেটাই টার্নিং পয়েন্ট। স্কুল থেকে তাকে ডেকে বোঝানো হয় তাকে নিয়ে স্কুল খুবই আশাবাদী। তারপর থেকেই পড়াশোনার মধ্যে মনোনিবেশ করে। সেখান থেকে শুরু হয় রাত জেগে পড়াশোনা।

আরও পড়ুনঃ মাধ্যমিকে নতুন রেকর্ড! ফলাফলে এমন ঘটনা ঘটল এবারেই প্রথম, জেনে একেবারে চমকে যাবেন

নীলাঙ্কনের জানিয়েছে, সে কখনওই র‍্যাংক করার জন্য পড়াশোনা করেনি। বরং সে পড়াশোনা করেছে নিজের আগ্রহে। পড়াশোনার পাশাপাশি গিটার বাজানো ও বিভিন্ন জায়গায় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তার বিশেষ পছন্দের একটি বিষয় ছিল। মহাকাশের অজানা তথ্য তাকে সবসময় আকর্ষণ করে। তাই বড় হয়ে অ্যাস্ট্র ফিজিক্স নিয়ে গবেষণা করার স্বপ্ন রয়েছে নীলাঙ্কনের।

রাহী হালদার

Madhyamik Result 2024 1st: অবিশ্বাস্য! মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম স্থান, অথচ চন্দ্রচূড়ের এই একটি বিষয় শুনে সকলে চমকে উঠছেন

কোচবিহার: প্রকাশিত হল মাধ্যমিক ২০২৪ পরীক্ষার ফলাফল। সকাল থেকেই ছিল সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে টানটান উত্তেজনা। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৭,৬৫,২৫২ জন ছাত্র-ছাত্রী। এই বছরের মাধ্যমিক পরীক্ষায় ৭টি কম্পালসরি বিষয় এবং ৪৭টি ঐচ্ছিক বিষয় ছিল। স্কুলে অ্যাটেন্ডেন্স কম থাকলেও রাজ্যে শীর্ষে মেধাবী ছেলে, মাধ্যমিকে চমক দিয়েছে চন্দ্রচূড়।

এছাড়া এবার পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে মোট ৮৬.৩১ শতাংশ। প্রথম দশে রয়েছে ৫৭ জন পরীক্ষার্থী। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় গোটা রাজ্যে প্রথম স্থান অর্জন করেছে কোচবিহার থেকে এক ছাত্র। গোটা রাজ্যে প্রথম স্থান পাওয়া ছাত্রের নাম চন্দ্রচূড় সেন। এই ছাত্র কোচবিহারের রামভোলা হাই স্কুলের পড়ুয়া। তাঁর মোট প্রাপ্ত নম্বর ৬৯৩। যা শতাংশের নিরিখে ৯৯ শতাংশ।

আরও পড়ুন: মাধ্যমিকে তৃতীয় বীরভূমের পুষ্পিতা স্বপ্ন দেখে কীসের? নতুন পরীক্ষার্থীদের দিল দারুণ এক টিপস, জানুন

রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন জানান, “তাঁর এই সাফল্য শুধু তাঁর একার নয়, তাঁর বাবা-মা এবং সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। এদিন সকালে প্রথমে তার ফলাফল জানতে পেরে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন তার বাবা-মা। পরবর্তীতে একে একে বাড়িতে ভিড় জমাতে শুরু করেন আত্মীয় পরিজনরা ও শুভাকাঙ্ক্ষীরা। শুরু হয়ে যায় মিষ্টি মুখের পালা। তাঁর একটাই ইচ্ছে ভবিষ্যৎ দিনে মেডিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে একজন ভাল মানের চিকিৎসক হতে হবে তাঁকে। এবং গরিব দুঃস্থ মানুষদের সেবায় নিয়োজিত করতে হবে নিজেকে। এই মর্মে মাধ্যমিক পরীক্ষার পর থেকে প্রস্তুতিও শুরু করেছে সে।”

আরও পড়ুন: ২০২৪-এর মাধ্যমিকের প্রথম দশে কারা? দেখুন সম্পূর্ণ মেধাতালিকা

চন্দ্রচূড়ের মা মৌসুমী সেন জানান, “চন্দ্রচূড় ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিল। প্রাইমারি স্কুলে তাঁর ফলাফল ছিল বেশ অনেকটাই ভাল। তাইতো ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাঁকে অনেকটাই ভালবাসতেন। তাঁদের আশা ছিল মাধ্যমিকে সে ভাল ফলাফল করবে। তাইতো এই ফলাফলে সকলেই দারুণ খুশি। ভবিষ্যতে সে মেডিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে চিকিৎসা করতে চায়।”

চন্দ্রচূড়ের বাবা সুশান্ত সেন জানান, “ছেলের এই নজর কাড়া সাফল্যে দারুণ খুশি তিনি। আগামী দিনের সে যেই বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় তাতেই পূর্ণ সহযোগিতা করবেন তিনি।” তবে চন্দ্রচূড়ের এই সাফল্যে দারুণ খুশি জেলার মানুষেরা। আগামীতে চন্দ্রচূড় আরও ভাল ফলাফল করে কোচবিহারের নাম উজ্জ্বল করুক। এমনটাই প্রত্যাশা করছেন কোচবিহারের বাসিন্দারা।

Sarthak Pandit

Madhyamik Result 2024 3rd: মাধ্যমিকে তৃতীয় বীরভূমের পুষ্পিতা স্বপ্ন দেখে কীসের? নতুন পরীক্ষার্থীদের দিল দারুণ এক টিপস, জানুন

বীরভূম: প্রকাশিত হল এবারের মাধ্যমিক পরীক্ষার ফল। মাধ্যমিকের ফল ঘোষণা করতে সাংবাদিক বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। ওই মাসেরই ১২ তারিখ পরীক্ষা শেষ হয়। মোট পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন। এবছর মাধ্যমিকে পাশ করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৩১%। গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে। মাধ্যমিকের মেধাতালিকায় এবার রয়েছে ৫৭ জন।

পাশের হারে এগিয়ে কালিম্পং, তারপর পূর্ব মেদিনীপুর, তৃতীয় স্থানে কলকাতা, ৪র্থ পশ্চিম মেদিনীপুর। এ বছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন রামভোলা হাইস্কুলের ছাত্র সে। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু (পুরুলিয়া জেলা স্কুল) প্রাপ্ত নাম্বার ৬৯২। মাধ্যমিকে তৃতীয় স্থানে আছে তিনজন, বীরভূমের পুষ্পিতা বাঁশুরি, দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ এবং দক্ষিণ ২৪ পরগনার নৈঋতরঞ্জন পাল।

আরও পড়ুন: ২০২৪-এর মাধ্যমিকের প্রথম দশে কারা? দেখুন সম্পূর্ণ মেধাতালিকা

পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পান সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। ফল ঘোষণার দিনেই পরীক্ষার্থীরা হাতে পাবেন মার্কশিট। পরীক্ষার্থীরা সরাসরি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দুটি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফলাফল দেখতে পাবে। wbbse.wb.gov.in এবং wbresults.nic.in -এ ক্লিক করে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ৯০ দিনের মধ্যে ফল ঘোষণার কথা থাকলেও ৮০ দিনের মধ্যেই ফল ঘোষণা করা হল।

আরও পড়ুন: ৮০ দিনের মাথায় মাধ্যমিক ২০২৪-এর রেজাল্ট আউট, কেমন হল ফলাফল? দেখুন এখানে

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছে ইলামবাজার থানার কামারপাড়া গ্রামের বাসিন্দা। ওই ছাত্রীর নাম পুষ্পিতা বাঁশুরি। পুস্পিতা নিউ ইন্ট্রিগেডেট গভর্মেন্ট স্কুলে পড়াশোনা করে। প্রাপ্ত নম্বর ৬৯১। সে জানায়, সারাদিন স্কুল বাদেও প্রায় ১০ থেকে ১১ ঘণ্টা সে পড়াশোনা করেছে পরীক্ষার জন্য। সামনের বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্য পুষ্পিতার টিপস টিউশন পড়ার পাশাপাশি টেস্ট পেপার ফলো করা প্রয়োজন। আগামী দিনে সায়েন্স নিয়ে পড়াশোনা করার পর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে পুষ্পিতার।

সৌভিক রায়

WBBSE Madhyamik Result 2024: এবার মাধ্যমিকে অনুত্তীর্ণ দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী! এত ফেল কেন? উদ্বিগ্ন শিক্ষামহল

কলকাতা: বৃহস্পতিবার সকাল ৯টায় মাধ্যমিকের ফলাফল প্রকাশিত৷ ৮০ দিনের মাথায় ঘোষণা হল এ বছরের মাধ‍্যমিকের ফলাফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,২৩,০১৩ জন পড়ুয়া। এদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা- ৪,০৫,৯৯৪। ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা- ৫,১৭০,১৯ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা- ২৬৭৫টি।

চলতি বছর মোট ৭৬৫২৫২ পরীক্ষর্থী পাশ করেছে মাধ্যমিকে। এবার অকৃতকার্য হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৭১৩ জন। এবার অসফল হওয়ার হার প্রায় ১৪ শতাংশ।

আরও পড়ুন: ফের পিছনের সারিতে কলকাতা, মাধ্যমিকের মেধাতালিকায় জেলার দাপট! প্রথম দশে শহরের কতজন

যারা পরীক্ষাকেন্দ্রে মোবাইল সমেত ধরা পড়েছিল, qr code দিয়ে ধরা পড়েছিল তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। সেই সংখ্যাটি এবার ৪৮।

গত বছর, ২০২৩ সালে মাধ্যমিকে ১ লক্ষ ১১ হাজার ছাত্রছাত্রী অকৃতকার্য ছিল। গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে। কিন্তু এবার দেড় লক্ষেরও বেশি জন ফেল করেছে। কেন এত বেশি পড়ুয়া অনুত্তীর্ণ হচ্ছে এই পরীক্ষায়?

মাধ্যমিকে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের আধিক্যের পরেও এত সংখ্যক পড়ুয়া অকৃতকার্য হচ্ছে কেন, সেই বিষয়ে উদ্বিগ্ন শিক্ষামহল।

Madhyamik 2024 Merit List: মাধ্যমিকের সেরা দশে ফের জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের

নরেন্দ্রপুর: ফের মাধ্যমিকের ফলাফলে জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৷ সেরা দশে জায়গায় করেছে ছয় পরীক্ষার্থী ৷ নিয়ম, শৃঙ্খলা, অধ্যাবসায় ইত্যাদির মাধ্যমেই শিক্ষার্থীরা সাফল্য পেয়েছেন বলেই জানিয়েছেন প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ মহারাজ ৷ তিনি দাবি করেছেন স্কুলের পড়ুয়াদের সাফল্যের অন্যতম কারণ তাঁদেরকে মোবাইল ফোন থেকে বিরত রাখা ৷

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিকে তৃতীয় নৈরিত রঞ্জন রায় প্রাপ্ত নম্বর (৬৯১), ষষ্ঠ অলিভ গায়েন প্রাপ্ত নম্বর (৬৮৮), সপ্তম আলেখ্য মাইতি (৬৮৭), নবম ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত (৬৫৮), দশম শুভ্রকান্তি জন (৬৮৪) ৷

এছাড়াও সোনারপুরে সারদা বিদ্যাপীঠ থেকে দুই পরীক্ষার্থী মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন ৷ অষ্টম সন্দীপন মান্না মোট প্রাপ্ত নম্বর (৬৬৮), নবম ঈশান বিশ্বাস (৬৮৫) ৷ সব মিলিয়ে বলাই যেতে পারে আরও একবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিদ্যার্থীরা ফের এই শিক্ষা সংস্থার মুখ উজ্জ্বল করলেন সঙ্গে সঙ্গে বাংলার মুখও উজ্জ্বল করলেন ৷

৮০ দিনের মাথায় ঘোষণা হল এ বছরের মাধ‍্যমিকের ফলাফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,২৩,০১৩ জন পড়ুয়া। এদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা- ৪,০৫,৯৯৪। ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা- ৫,১৭০,১৯ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা- ২৬৭৫টি।

আরও পড়ুন: WBBSE Madhyamik Result 2024: বাড়ল পাশের হার, এ বছর পাশ ৮৬.৩১ শতাংশ পড়ুয়া

চলতি বছর মত ৭৬৫২৫২ পরীক্ষর্থী পাশ করেছে। এই বছর মাধ‍্যমিকের পাশের হার ৮৬.৩১ শতাংশ। তবে, উদ্বেগের বিষয় শেষ কয়েক বছরের মত, এবছরও পাশের হার ৯০ শতাংশের গণ্ডি পেরোতে পারেনি।   ২০২৩ পরীক্ষার্থী ছিল ৬,৮২,৩২১ জন। এর মধ্যে পাশ করেছে ৫,৬৫,৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। এবছর পাশের হার ৮৬.১৫ শতাংশ।

আরও পড়ুন: Madhyamik 2024 Merit List: মাধ্যমিকে প্রথম স্থানে কোচবিহারের চন্দ্রচূড়, দ্বিতীয় পুরুলিয়ায় সাম্যপ্রিয়! মেধাতালিকায় বিরাট চমক

গত বছর জেলাভিত্তিক পাশের হারের নিরিখে ‘টপার’ হয়েছিল পূর্ব মেদিনীপুর। পাশের হার ছিল ৯৬.৮১ শতাংশ। ৯৪.১৩ শতাংশ পড়ুয়া পাশ করেছিল কালিম্পং। এই জেলা ছিল দ্বিতীয় স্থানে। এবং তিনে ছিল কলকাতা। পাশের হার ছিল ৯৩.৭৫ শতাংশ।

Madhyamik 1st Boy: ছক ভেঙে প্রথম স্থান, ‘মাধ্যমিকে ফার্স্ট বয়’ কোচবিহারের চন্দ্রচূড়! কী হতে চায়, কতক্ষণ পড়ত? শুনে চমকে যাবেন

কলকাতা: ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন কোচবিহার থেকে। ওই ছাত্রের নাম চন্দ্রচূড় সেন। সে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। সে পেয়েছে ৯৯% নম্বর। দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় হয়েছেন তিনজন দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রাসাদ ( বালুরঘাট হাই স্কুল), বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি ও দক্ষিণ ২৪ পরগনা থেকে নৈঋিত রঞ্জন পাল (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)।

প্রথম স্থানে থাকা চন্দ্রচূড় সেন ডাক্তার হতে চায়। পড়াশোনা ছাড়াও গানবাজনা, সাহিত্য চর্চা নিয়ে আগ্রহী চন্দ্রচূড়। মাঝে মাঝে ব্রেক দিয়ে পড়াশোনা করার পরামর্শ মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন। মাধ্যমিকে প্রথম কোচবিহারের এই পড়ুয়া নিজে ৪০ মিনিট পড়াশোনা করে ৫-১০ মিনিট করে ব্রেক নিত বলে জানিয়েছে। পাশাপাশি লিখে লিখে পড়াশোনা করত বলে জানায় চন্দ্রচূড়।

আরও পড়ুন: মাধ্যমিকে প্রথম স্থানে কোচবিহারের চন্দ্রচূড়, দ্বিতীয় পুরুলিয়ায় সাম্যপ্রিয়! মেধাতালিকায় বিরাট চমক

চন্দ্রচূড়ের কথায়, ‘‘বাঁধাধরা সময় ছিল না পড়াশোনার। যখন ভাল লাগত তখন পড়তাম।’’ ভবিষ্যতে নিট ইউজি-তে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে চন্দ্রচূড়। তার কথায়, ‘‘আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই। আমার মা-বাবাও চান আমি চিকিৎসক হই। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোব।’’

বৃহস্পতিবার প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এ বছর নথিবদ্ধ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। এ বার মাধ্যমিক পরীক্ষায় ফলাফলে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন।