শান্তনু ও সোমা ঠাকুর

Lok Sabha Election 2024: শান্তনুর সম্পত্তি কত? হলফনামা নিযে অভিযোগের মাঝে জেনে নিন আসল হিসাব

নমিনেশনে দাখিল করা পিটিশানে ভুল তথ্য দিয়েছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর? কমিশনে তাঁর প্রার্থী পদ খারিজের আবেদন তৃণমূলের রাজ্যসভার সাংসদের। মমতাবালা ঠাকুরের অভিযোগ, শান্তনুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কৌশিক মল্লিক নামে এক ব্যক্তি ইতিমধ্যেই কমিশনে ফাইল জমা করেছেন। তিনি আরও দাবী করেন শান্তনু মনোনয়নে দেখিয়েছেন তার আয় শূন্য।
নমিনেশনে দাখিল করা পিটিশানে ভুল তথ্য দিয়েছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর? কমিশনে তাঁর প্রার্থী পদ খারিজের আবেদন তৃণমূলের রাজ্যসভার সাংসদের। মমতাবালা ঠাকুরের অভিযোগ, শান্তনুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কৌশিক মল্লিক নামে এক ব্যক্তি ইতিমধ্যেই কমিশনে ফাইল জমা করেছেন। তিনি আরও দাবী করেন শান্তনু মনোনয়নে দেখিয়েছেন তার আয় শূন্য।
আবার সেই বছরই তিনি ইনকাম ট্যাক্স জমা করেছেন চার লক্ষ টাকা। তা হলে যার আয় নেই সে ইনকাম ট্যাক্স দেয় কোথা থেকে! মমতা ঠাকুরের আরও অভিযোগ, তার স্ত্রী সোমা ঠাকুর পি.আর.ঠাকুর বিদ্যাপীঠে চাকরি করেন, সেই তথ্যও গোপন করা হয়েছে।
আবার সেই বছরই তিনি ইনকাম ট্যাক্স জমা করেছেন চার লক্ষ টাকা। তা হলে যার আয় নেই সে ইনকাম ট্যাক্স দেয় কোথা থেকে! মমতা ঠাকুরের আরও অভিযোগ, তার স্ত্রী সোমা ঠাকুর পি.আর.ঠাকুর বিদ্যাপীঠে চাকরি করেন, সেই তথ্যও গোপন করা হয়েছে।
অন্য দিকে, শান্তনু তার স্ত্রীর মাতৃ সেনা সংগঠনের মাধ্যমে সোমা ঠাকুরের নামে যে সব সম্পত্তি কিনেছেন, সে তথ্যও গোপন করা হয়েছে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায়, অভিযোগ এমনই। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে শান্তনুর প্রার্থী পদ খারিজেরও আবেদন জানিয়েছেন মমতা ঠাকুর।
অন্য দিকে, শান্তনু তার স্ত্রীর মাতৃ সেনা সংগঠনের মাধ্যমে সোমা ঠাকুরের নামে যে সব সম্পত্তি কিনেছেন, সে তথ্যও গোপন করা হয়েছে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায়, অভিযোগ এমনই। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে শান্তনুর প্রার্থী পদ খারিজেরও আবেদন জানিয়েছেন মমতা ঠাকুর।
বঙ্গের মতুয়া সম্প্রদায়ের ভাবাবেগ এবং রাজ্য বিজেপির নেক নজরে থাকায়, ২০২১ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পান বনগাঁ লোকসভা কেন্দ্রে তৎকালীন জয়ী হওয়া সাংসদ শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় সরকার বন্দর ও জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব তার কাঁধেই তুলে দেয়। এবারও তাঁকেই প্রার্থী করা হয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রে। গত বিধানসভা নির্বাচনে একমাত্র স্বরূপনগর বাদ দিলে, বাকি ছ'টি বিধানসভাই যায় বিজেপির দখলে।
বঙ্গের মতুয়া সম্প্রদায়ের ভাবাবেগ এবং রাজ্য বিজেপির নেক নজরে থাকায়, ২০২১ সালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পান বনগাঁ লোকসভা কেন্দ্রে তৎকালীন জয়ী হওয়া সাংসদ শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় সরকার বন্দর ও জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব তার কাঁধেই তুলে দেয়। এবারও তাঁকেই প্রার্থী করা হয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রে। গত বিধানসভা নির্বাচনে একমাত্র স্বরূপনগর বাদ দিলে, বাকি ছ’টি বিধানসভাই যায় বিজেপির দখলে।
ফলে, এবারও বাগদা, গাইঘাটা, বনগাঁ উত্তর ও দক্ষিণ, কল‍্যাণী এবং হরিণঘাটায় ফের বড় ব্যবধানে জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব। তবে জয়ী হওয়ার পর এই সাংসদের কতটা বেড়েছে সম্পত্তির পরিমাণ। ইতিমধ্যেই এ বিষয়ে কৌতুহল তৈরি হয়েছে বনগাঁর মানুষের মধ্যে। ২০২৪ লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র পেশের সময় জমা দেওয়া হলফনামায় নিজের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন শান্তনু ঠাকুর৷
ফলে, এবারও বাগদা, গাইঘাটা, বনগাঁ উত্তর ও দক্ষিণ, কল‍্যাণী এবং হরিণঘাটায় ফের বড় ব্যবধানে জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব। তবে জয়ী হওয়ার পর এই সাংসদের কতটা বেড়েছে সম্পত্তির পরিমাণ। ইতিমধ্যেই এ বিষয়ে কৌতুহল তৈরি হয়েছে বনগাঁর মানুষের মধ্যে। ২০২৪ লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র পেশের সময় জমা দেওয়া হলফনামায় নিজের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন শান্তনু ঠাকুর৷
 তা থেকেই যা দেখা যায় গত ৫ বছরে তার বার্ষিক আয় ২০১৯-২০ সালে তাঁর বার্ষিক আয় ছিল ৪ লাখ ৬২ হাজার ৩২৮ টাকা, ২০২০-২১ সালে ৫ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা,২০২১-২২ সালে ৪ লাখ ৪৫ হাজার ৩০ টাকা, ২০২২-২৩ সালে তা বেড়ে হয় ১৯ লাখ ৯০ হাজার ৪৭০ টাকা, ২০২৩-২৪ সালে সেই আয় হয়েছে ১৫ লাখ ৬ হাজার ৯৪০ টাকা।
তা থেকেই যা দেখা যায় গত ৫ বছরে তার বার্ষিক আয় ২০১৯-২০ সালে তাঁর বার্ষিক আয় ছিল ৪ লাখ ৬২ হাজার ৩২৮ টাকা, ২০২০-২১ সালে ৫ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা,২০২১-২২ সালে ৪ লাখ ৪৫ হাজার ৩০ টাকা, ২০২২-২৩ সালে তা বেড়ে হয় ১৯ লাখ ৯০ হাজার ৪৭০ টাকা, ২০২৩-২৪ সালে সেই আয় হয়েছে ১৫ লাখ ৬ হাজার ৯৪০ টাকা।
শান্তনু ঠাকুরের স্থাবর অস্থাবর সম্পত্তি বলতে, ফলকনামা জমা দেওয়ার মুহূর্ত পর্যন্ত শান্তনুর হাতে রয়েছে নগদ ৩ লাখ টাকা। তাঁর স্ত্রী সোমার হাতে নগদ রয়েছে ২ লাখ টাকা। শান্তনুর একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে ৬৪ লাখ ৬৭ হাজার ৫২০ টাকা ৭৪ পয়সা। এছাড়া বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে শান্তনু ঠাকুরের বিনিয়োগের পরিমাণ ৩ লাখ ৭৫ হাজার টাকা।
শান্তনু ঠাকুরের স্থাবর অস্থাবর সম্পত্তি বলতে, ফলকনামা জমা দেওয়ার মুহূর্ত পর্যন্ত শান্তনুর হাতে রয়েছে নগদ ৩ লাখ টাকা। তাঁর স্ত্রী সোমার হাতে নগদ রয়েছে ২ লাখ টাকা। শান্তনুর একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে ৬৪ লাখ ৬৭ হাজার ৫২০ টাকা ৭৪ পয়সা। এছাড়া বিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে শান্তনু ঠাকুরের বিনিয়োগের পরিমাণ ৩ লাখ ৭৫ হাজার টাকা।
যৌথভাবে শান্তনুর ঋণের পরিমাণ ৮৬ লাখ ৯ হাজার টাকা। শান্তনুর নামে একটি ৩ লাখ ৬০ হাজার টাকা দামের চারচাকার গাড়ি রয়েছে যৌথভাবে সুব্রত ঠাকুরের সঙ্গে শান্তনুর আরও একটি গাড়ি রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ১৪ লাখ টাকা।
যৌথভাবে শান্তনুর ঋণের পরিমাণ ৮৬ লাখ ৯ হাজার টাকা। শান্তনুর নামে একটি ৩ লাখ ৬০ হাজার টাকা দামের চারচাকার গাড়ি রয়েছে যৌথভাবে সুব্রত ঠাকুরের সঙ্গে শান্তনুর আরও একটি গাড়ি রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ১৪ লাখ টাকা।
বিদায়ী সাংসদের নামে রয়েছে মোট ৭০ গ্রাম অলঙ্কার, যার মূল্য প্রায় ১ লাখ ৯৩ হাজার ৮২৩ টাকা। এখন দেখার হলফনামা যাচাই করে নির্বাচন কমিশন কোন সিদ্ধান্ত নেয় কিনা মমতা বালার অভিযোগের ভিত্তিতে। পাশাপাশি বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি তার আসন ধরে রাখতে পারে কিনা সেদিকেও নজর থাকবে সকলের।
বিদায়ী সাংসদের নামে রয়েছে মোট ৭০ গ্রাম অলঙ্কার, যার মূল্য প্রায় ১ লাখ ৯৩ হাজার ৮২৩ টাকা। এখন দেখার হলফনামা যাচাই করে নির্বাচন কমিশন কোন সিদ্ধান্ত নেয় কিনা মমতা বালার অভিযোগের ভিত্তিতে। পাশাপাশি বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি তার আসন ধরে রাখতে পারে কিনা সেদিকেও নজর থাকবে সকলের।