Weight Loss Tips: ম্যাজিক! এক গ্লাস জলে ১ চামচ এই দানা! ঝড়ের বেগে কমবে ওজন! রোগা হওয়ার পর চিনতে পারবেন না নিজেকেই

ইদানীং চিয়া শিডস বা চিয়াদানা স্বাস্থ্যকর খাবারের তালিকায় প্রথম সারিতে৷ আমাদের সার্বিক সুস্থতা বজায় রাখে এই দানা৷ প্রোটিন ও অন্যান্য পুষ্টিগুণে ভরা এই বীজকে বলা হয় পাওয়ার হাউস৷
ইদানীং চিয়া শিডস বা চিয়াদানা স্বাস্থ্যকর খাবারের তালিকায় প্রথম সারিতে৷ আমাদের সার্বিক সুস্থতা বজায় রাখে এই দানা৷ প্রোটিন ও অন্যান্য পুষ্টিগুণে ভরা এই বীজকে বলা হয় পাওয়ার হাউস৷

 

স্যালাড, স্মুদি, মিল্কশেক, আইসক্রিম, ব্রেকফাস্ট-সহ নানা ডায়েটে রাখতে পারেন চিয়াদানা৷ তবে সেরা পুষ্টিমূল্য পাওয়া যায় জলে ভেজানো অবস্থায় চিয়াদানা খেলেই৷ সাহায্য করবে ওজন কমাতে৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
স্যালাড, স্মুদি, মিল্কশেক, আইসক্রিম, ব্রেকফাস্ট-সহ নানা ডায়েটে রাখতে পারেন চিয়াদানা৷ তবে সেরা পুষ্টিমূল্য পাওয়া যায় জলে ভেজানো অবস্থায় চিয়াদানা খেলেই৷ সাহায্য করবে ওজন কমাতে৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷

 

চিয়াদানায় প্রোটিন প্রচুর৷ ফলে দীর্ঘ ক্ষণ পেট ভরা থাকে৷ ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে৷ অতিরিক্ত খাওয়ার অভ্যাসও দূর হয়৷ মেটাবলিজম রেটও বাড়িয়ে তোলে৷
চিয়াদানায় প্রোটিন প্রচুর৷ ফলে দীর্ঘ ক্ষণ পেট ভরা থাকে৷ ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে৷ অতিরিক্ত খাওয়ার অভ্যাসও দূর হয়৷ মেটাবলিজম রেটও বাড়িয়ে তোলে৷

 

চিয়াদানার ফাইবার সাহায্য করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে৷ সুস্থ রাখে পেটের স্বাস্থ্যও৷ হজমে সাহায্য করে চিয়াদানার উপকারিতা৷
চিয়াদানার ফাইবার সাহায্য করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে৷ সুস্থ রাখে পেটের স্বাস্থ্যও৷ হজমে সাহায্য করে চিয়াদানার উপকারিতা৷

 

চিয়াদানার পুষ্টিগুণ ক্যালোরি খরচ করতে সাহায্য করে৷ যে কোনও খাবার থেকে কর্মশক্তি সর্বোচ্চ আরোহণ করে এই বীজ৷
চিয়াদানার পুষ্টিগুণ ক্যালোরি খরচ করতে সাহায্য করে৷ যে কোনও খাবার থেকে কর্মশক্তি সর্বোচ্চ আরোহণ করে এই বীজ৷

 

চিয়াদানায় আছে প্রচুর ভিটামিন, মিনারেলস, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস এবং ফোলেট৷
চিয়াদানায় আছে প্রচুর ভিটামিন, মিনারেলস, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস এবং ফোলেট৷