ই-সাইকেল হাতে পুলিশ

North 24 Parganas: গাড়ি ছেড়ে, পরিবেশ বান্ধব ই-সাইকেল চালিয়েই বিধাননগরে টহল দেবে পুলিশ! অভিনব উদ্যোগ

বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় এবার পুলিশকে দেখা যাবে ই-সাইকেলে টহল দিতে, অলিগলি হোক বা রাজপথ নজরদারির সুবিধার্থেই এমন উদ্যোগ
বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় এবার পুলিশকে দেখা যাবে ই-সাইকেলে টহল দিতে, অলিগলি হোক বা রাজপথ নজরদারির সুবিধার্থেই এমন উদ্যোগ
শহর ও পরিবেশ উভয়ের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে, বিধাননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় টহলদারির জন্য ব্যবহার করা হবে এই ই-সাইকেল
শহর ও পরিবেশ উভয়ের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে, বিধাননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় টহলদারির জন্য ব্যবহার করা হবে এই ই-সাইকেল
তবে এবার তথ্যপ্রযুক্তি নগরীর নানা জায়গায় ই-সাইকেল নিয়ে পেট্রোলিং এ দেখা যাবে বিধাননগর কমিশনারেট এলাকার পুলিশ ও সিভিকদের
তবে এবার তথ্যপ্রযুক্তি নগরীর নানা জায়গায় ই-সাইকেল নিয়ে পেট্রোলিং এ দেখা যাবে বিধাননগর কমিশনারেট এলাকার পুলিশ ও সিভিকদের
শহরের দূষণ কমাতে পরিবেশবান্ধব যানবাহনের ওপর জোর দিচ্ছে সরকার। পুলিশ-সহ বিভিন্ন সরকারি কাজে ব্যবহৃত যানবাহন পরিবেশবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই
শহরের দূষণ কমাতে পরিবেশবান্ধব যানবাহনের ওপর জোর দিচ্ছে সরকার। পুলিশ-সহ বিভিন্ন সরকারি কাজে ব্যবহৃত যানবাহন পরিবেশবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই
সাইকেলের সামনে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ লোগো লাগানো থাকবে। যাতে পথ চলতি মানুষ অতি সহজেই চিনে নিতে পারেন এই ই-সাইকেলে পেট্রোলিং করা পুলিশ কর্মীদের
সাইকেলের সামনে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ লোগো লাগানো থাকবে। যাতে পথ চলতি মানুষ অতি সহজেই চিনে নিতে পারেন এই ই-সাইকেলে পেট্রোলিং করা পুলিশ কর্মীদের
দেখতে সাধারণ সাইকেলের মতো হলেও কিন্তু চলবে ব্যাটারিতে। ফলে একদিকে যেমন কমবে খরচ, পাশাপাশি শারীরিক পরিশ্রমও অনেকটাই কম হবে এক্ষেত্রে। দীর্ঘ এলাকা ঘুরে নজরদারি চালানোর ক্ষেত্রেও মিলবে বাড়তি সুবিধা
দেখতে সাধারণ সাইকেলের মতো হলেও কিন্তু চলবে ব্যাটারিতে। ফলে একদিকে যেমন কমবে খরচ, পাশাপাশি শারীরিক পরিশ্রমও অনেকটাই কম হবে এক্ষেত্রে। দীর্ঘ এলাকা ঘুরে নজরদারি চালানোর ক্ষেত্রেও মিলবে বাড়তি সুবিধা
অত্যাধুনিক এই ই-সাইকেল ব্যবহারের ফলে শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে পুলিশ কর্মীদের। প্রয়োজনে ম্যানুয়ালিও চালানো যাবে এটি। ব্যাটারি একবার চার্জ দিলেই চলবে অনেকক্ষণ
অত্যাধুনিক এই ই-সাইকেল ব্যবহারের ফলে শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে পুলিশ কর্মীদের। প্রয়োজনে ম্যানুয়ালিও চালানো যাবে এটি। ব্যাটারি একবার চার্জ দিলেই চলবে অনেকক্ষণ