কোচবিহারে ইতিমধ্যেই একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছিল টোটো গাড়িকে কেন্দ্র করে। এই সমস্ত নিয়মের কারণে বেশ অনেকটাই সুবিধা হয়েছে সাধারণ মানুষের।এবার অটো গাড়িকে কেন্দ্র করেও শুরু হল একাধিক বিশেষ নিয়ম। এই নিয়মগুলি শুরু হওয়ার ফলে বেশ অনেকটাই সুবিধা হবে অটল চলাচল করা যাত্রীদের এবং পথচারীদের। এছাড়াও যানজট অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা।

ছিল টোটো, হয়ে গেল ফাস্ট ফুডের দোকান! অবিশ্বাস্য হলেও সত্যি

অবিশ্বাস্য হলেও সত্যি। এমনটাই করে দেখালেন মালদহের এক মহিলা। কিছু করার তাগিদেই অল্প পুঁজি বিনিয়োগ করে বুদ্ধির জোরে একটি টোটোকেই দোকান তৈরি করে নিয়েছেন তাঁরা। ছিল টোটো। সেই টোটো হয়ে গেল ফাস্ট ফুডের দোকান।