প্রতীকী ছবি

Lok Sabha Election 2024: ফের পশ্চিম মেদিনীপুরে ‘নমো’, জনসভা রেলশহরে 

পশ্চিম মেদিনীপুর : ২০২১ এর পর ২০২৪, খড়্গপুরে জনসভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯ মে, রবিবার বিকেলে তার জনসভা করার কথা রয়েছে খড়্গপুরের নিমপুরা আর্য বিদ্যাপীঠ স্কুলের মাঠে। এমনই বিজেপি সূত্রে খবর। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে খড়্গপুরে জনসভা করবেন তিনি। যদিও এই নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনা শুরু হয়েছে। শনিবার মেদিনীপুরের একাধিক জায়গায় সভা করবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে পরের দিন সভা করবেন নরেন্দ্র মোদী।

মেদিনীপুর লোকসভা কেন্দ্র পরিচিত ছিল দিলীপ ঘোষের খাস তালুক হিসেবে। এবারের লোকসভা নির্বাচন ২০২৪ এ দিলীপ ঘোষের গড়ে বিজেপি, প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। অন্যদিকে বিপক্ষ দলের তৃণমূলের প্রার্থী জুন মালিয়া। ইতিমধ্যে জুন মালিয়া সমর্থনে একাধিক জায়গায় সভা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার বিজেপির বড় চমক সভা করবেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন : নেংটি ইঁদুর-বাঘের গল্প শোনালেন অভিষেক! ভোট প্রচারে অভিনব ভাবনা, কারণ জানলে চমকে উঠবেন

প্রসঙ্গত ২০১৬ এর পর ২০১৮ এবং ২০২১ এ হিরণ সহ একাধিক বিধানসভার প্রার্থীদের সমর্থনে খড়্গপুরের বিএনআর মাঠে সভা করেছিলেন নরেন্দ্র মোদী। তবে এবার লোকসভা নির্বাচনের প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে তিনি সভা করবেন নিমপুরাতে। ইতিমধ্যেই জোর প্রস্তুতি চলছে বিজেপির। প্রসঙ্গত মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে নারায়ণগড়, কেশিয়াড়ি, খড়গপুর, মেদিনীপুর, দাঁতন, মোহনপুর এবং এগরা ব্লক। লক্ষাধিক মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে বিজেপি। বিজেপির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরীশংকর অধিকারী বলেন, এবারে সাধারণ মানুষের সমর্থন নিয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালই জিতবেন তবে তার আগে কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে সভা করবেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন : ভোট প্রচারে এসে বাংলায় কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ

লক্ষাধিক মানুষের টার্গেট রয়েছে তবে তার থেকেও বেশি ভিড় হবে। শুধু নরেন্দ্র মোদির নয় ২১ তারিখ রয়েছে যোগী আদিত্যনাথের সভাও, এমনই বিজেপি সুত্রে খবর। দুই দলই হেভিওয়েট দের নিয়ে সভা করছেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কোথাও চলছে রোড শো। তবে নির্বাচনে কে জয়লাভ করে তা বলবে সময়।

রঞ্জন চন্দ