মৃত হাতি

Alipurduar News: সাতসকালে কলাবাগান থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ, চাঞ্চল‍্য খয়েরবাড়িতে

আলিপুরদুয়ার: সাতসকালে হাতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া মাদারিহাটের খয়েরবাড়ি এলাকায়। হাতিটির মৃত্যু অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে বন দফতরের তরফে।

আরও পড়ুন: রোজ দুপুরে ভাতঘুম? আদৌ উপকারী নাকি ক্ষতিকর! ঠিক কতক্ষণ ঘুম আপনার জন্য ‘পারফেক্ট’? জানুন চিকিৎসকের মতামত

রবিবার সকালে খয়েরবাড়ির বলুয়াধূরা এলাকার শাহজাদা নামের এক ব্যক্তির কলা বাগানে একটি পূর্ণবয়ষ্ক হাতির মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। এরপর খবর দেওয়া হয়েছে বনবিভাগে। ইতিমধ্যেই বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে হাতির মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। লোকালয়ে কীভাবে হাতিটি মারা গেল তা নিয়ে ধন্দে বনবিভাগের কর্মীরা। ঘটনাস্থলে জলদাপাড়া বনবিভাগের কর্মীরা এসে তদন্ত করছে। শুরু হয়েছে এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ।

যদিও ময়নাতদন্তের পরই হাতির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে বনবিভাগ। এলাকাবাসীদের তরফে জানা যায় এলাকায় হাতির তাণ্ডব বড় আকার ধারণ করেছে। যখন তখন হাতি এসে তছনছ করে দেয় ক্ষেতে থাকা ফসল। তবে এই হাতির মৃত্যু দুর্ভাগ্যজনক। হয়ত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে হাতিটির মৃত্যু হতে পারে বলে মনে করছেন অনেকে।

Annanya Dey