KKR News: আইপিএলের ইতিহাসে এমন রেকর্ড গড়ল কেকেআর, যা নেই কোনও দলের

আইপিএল ২০২৪ মরশুম এখনও পর্যন্ত স্বপ্নের মত গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। গ্রুপ পর্বের শেষে লিগ টেবিলিরে টপার হিসেবে প্লেঅফে পৌছেছে নাইটরা।
আইপিএল ২০২৪ মরশুম এখনও পর্যন্ত স্বপ্নের মত গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। গ্রুপ পর্বের শেষে লিগ টেবিলিরে টপার হিসেবে প্লেঅফে পৌছেছে নাইটরা।
একইসঙ্গে আইপিএলের ইতিহাসে প্রথমবার লিগ টপার হয়েছে কেকেআর। শুধু তাই নয়, আইপিএলের ইতিহাসে এমন একটি রেকর্ড গড়ল কলকাতা যা নেই কোনও দলের।
একইসঙ্গে আইপিএলের ইতিহাসে প্রথমবার লিগ টপার হয়েছে কেকেআর। শুধু তাই নয়, আইপিএলের ইতিহাসে এমন একটি রেকর্ড গড়ল কলকাতা যা নেই কোনও দলের।
এবার আইপিএলের গ্রুপ পর্বে ১৪ ম্যাচে ৯ জয়, ৩ হার, ২ অমীমাংসীত, ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে কেকেআর। নাইটদের নেট রানরেট +১.৪২৮।
এবার আইপিএলের গ্রুপ পর্বে ১৪ ম্যাচে ৯ জয়, ৩ হার, ২ অমীমাংসীত, ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে কেকেআর। নাইটদের নেট রানরেট +১.৪২৮।
আইপিএলের ইতিহাসে আজ পর্যন্ত লিগ টেবিলের শীর্ষে থাকা কোনও দল এত নেট রানরেটে গ্রুপ পর্বের খেলা শেষ করতে পারেনি। যা এবার করে দেখাল কেকেআর।
আইপিএলের ইতিহাসে আজ পর্যন্ত লিগ টেবিলের শীর্ষে থাকা কোনও দল এত নেট রানরেটে গ্রুপ পর্বের খেলা শেষ করতে পারেনি। যা এবার করে দেখাল কেকেআর।
এতদিন লিগ আইপিএলের লিগ পর্বের শেষে শীর্ষে থাকা দলের সর্বোচ্চ নেট রানরেট ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। ২০২০ সালে +১.১০৭ রানরেটে শেষ করেছেব মুম্বই ইন্ডিয়ান্স।
এতদিন লিগ আইপিএলের লিগ পর্বের শেষে শীর্ষে থাকা দলের সর্বোচ্চ নেট রানরেট ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। ২০২০ সালে +১.১০৭ রানরেটে শেষ করেছেব মুম্বই ইন্ডিয়ান্স।
সেই রেকর্ড এবার +১.৪২৮ নেট রানরেট রেখে ও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভেঙে দিয়েছে শ্রেয়স আইয়ার, গৌতম গম্ভীরদের কেকেআর। এবার লক্ষ্য শুধুই চ্যাম্পিয়ন হওয়া।
সেই রেকর্ড এবার +১.৪২৮ নেট রানরেট রেখে ও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভেঙে দিয়েছে শ্রেয়স আইয়ার, গৌতম গম্ভীরদের কেকেআর। এবার লক্ষ্য শুধুই চ্যাম্পিয়ন হওয়া।