Cyclonic Circulation IMD: ঘূর্ণাবর্তের জোড়া হুঙ্কার…! আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার তুমুল ভোলবদল! জেলায় জেলায় ঝড়-বৃষ্টি-বজ্রপাত সতর্কতা! জানিয়ে দিল আলিপুর

টানা সপ্তাহ ব্যাপী গরমের ঝোড়ো ব্যাটিং শেষে এবার বৃষ্টির বড় হুঁশিয়ারি বঙ্গের আকাশে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর প্রদেশ থেকে বিহার উত্তরবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই জোড়া ফলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর তারই জেরে তোলপাড় পরে গিয়েছে আবহাওয়ার।
টানা সপ্তাহ ব্যাপী গরমের ঝোড়ো ব্যাটিং শেষে এবার বৃষ্টির বড় হুঁশিয়ারি বঙ্গের আকাশে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত। উত্তর প্রদেশ থেকে বিহার উত্তরবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই জোড়া ফলায় প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর তারই জেরে তোলপাড় পরে গিয়েছে আবহাওয়ার।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত চলবে আগামী দু-তিন দিন। ঝড় বৃষ্টি বজ্রপাতের তুমুল সতর্কতা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত চলবে আগামী দু-তিন দিন। ঝড় বৃষ্টি বজ্রপাতের তুমুল সতর্কতা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
দক্ষিণবঙ্গ :আবহাওয়ার পূর্বাভাস বলছে, সকাল থেকে গরম অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। আর বেলা বাড়লে চরমে পৌঁছবে অস্বস্তি। ঝড় বৃষ্টির শুরু দুপুর থেকেই। বেলা যত বাড়বে কালবৈশাখী ঝড় আর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকবে একাধিক জেলায়।
দক্ষিণবঙ্গ :
আবহাওয়ার পূর্বাভাস বলছে, সকাল থেকে গরম অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। আর বেলা বাড়লে চরমে পৌঁছবে অস্বস্তি। ঝড় বৃষ্টির শুরু দুপুর থেকেই। বেলা যত বাড়বে কালবৈশাখী ঝড় আর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকবে একাধিক জেলায়।
সোমবার থেকে বৃষ্টি অনেকটাই বাড়বে রাজ্য জুড়ে। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই ছয় জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা।
সোমবার থেকে বৃষ্টি অনেকটাই বাড়বে রাজ্য জুড়ে। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই ছয় জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। থাকবে বজ্রপাতের সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবার পর্যন্ত।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। থাকবে বজ্রপাতের সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবার পর্যন্ত।
উত্তরবঙ্গ:উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে গরম ও অস্বস্তি ভোগাবে পাহাড় সংলগ্ন সমতলে। মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি চরমে পৌঁছবে। বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কাঁপাবে।
উত্তরবঙ্গ:
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে গরম ও অস্বস্তি ভোগাবে পাহাড় সংলগ্ন সমতলে। মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি চরমে পৌঁছবে। বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কাঁপাবে।
সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে। মালদহ ও দুই দিনাজপুরে দিনের বেশিরভাগ সময়ই গরম ও অস্বস্তি থাকবে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর বঙ্গের সব জেলাতেই।
সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে। মালদহ ও দুই দিনাজপুরে দিনের বেশিরভাগ সময়ই গরম ও অস্বস্তি থাকবে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর বঙ্গের সব জেলাতেই।
মঙ্গলবার উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কমবে। উপরের দিকের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারের পর বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।
মঙ্গলবার উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কমবে। উপরের দিকের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারের পর বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।
কলকাতা:সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতায়। সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে সূর্যের তাপে আরও গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে। বিকেল বা সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা।
কলকাতা:
সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহর কলকাতায়। সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে সূর্যের তাপে আরও গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে। বিকেল বা সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা।
কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৮ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৮ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টি তামিলনাড়ু, পুদুচেরি-সহ দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে। বৃষ্টি বেশি হবে তামিলনাডু, কেরল, মাহে ও কর্নাটকে।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টি তামিলনাড়ু, পুদুচেরি-সহ দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে। বৃষ্টি বেশি হবে তামিলনাডু, কেরল, মাহে ও কর্নাটকে।
পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে। সিকিম ও অরুণাচল প্রদেশেও প্রবল বৃষ্টির সম্ভাবনা।
পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে। সিকিম ও অরুণাচল প্রদেশেও প্রবল বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে পশ্চিমের রাজ্যগুলিতে চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তাপপ্রবাহের সতর্কতা দিল্লি-সহ পশ্চিম ভারতের বেশিরভাগ রাজ্যে।
অন্যদিকে পশ্চিমের রাজ্যগুলিতে চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তাপপ্রবাহের সতর্কতা দিল্লি-সহ পশ্চিম ভারতের বেশিরভাগ রাজ্যে।
গরম হাওয়া আর তাপপ্রবাহ থাকবে রাজস্থান থেকে বাংলা পর্যন্ত। তাপপ্রবাহ রাজস্থান, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব এবং উত্তরপ্রদেশে। সৌরাষ্ট্র ও কচ্ছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে পশ্চিম রাজস্থান ও গুজরাতের কিছু অংশে।
গরম হাওয়া আর তাপপ্রবাহ থাকবে রাজস্থান থেকে বাংলা পর্যন্ত। তাপপ্রবাহ রাজস্থান, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব এবং উত্তরপ্রদেশে। সৌরাষ্ট্র ও কচ্ছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে পশ্চিম রাজস্থান ও গুজরাতের কিছু অংশে।