ফাইল ছবি

Sikkim Tour: পর্যটকদের জন্য বিরাট দুঃসংবাদ! সিকিম গেলেও গুরুদংমার লেকে যাওয়ায় নিষেধাজ্ঞা, কারণ জানুন

*এই মরশুমে যারা সিকিম ভ্রমণে গিয়েছেন, তারা ঘুরতে যেতে পারছেন না গুরুদংমার লেক। গুরুদংমার লেক বন্ধ থাকায় খানিকটা হলেও মনমরা ভ্রমণপিপাসুরা।
*এই মরশুমে যারা সিকিম ভ্রমণে গিয়েছেন, তারা ঘুরতে যেতে পারছেন না গুরুদংমার লেক। গুরুদংমার লেক বন্ধ থাকায় খানিকটা হলেও মনমরা ভ্রমণপিপাসুরা।
*নিরাপত্তার কারণে পর্যটকদের এই মুহূর্তে গুরুদংমার লেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম প্রশাসন।
*নিরাপত্তার কারণে পর্যটকদের এই মুহূর্তে গুরুদংমার লেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম প্রশাসন।
*খারাপ আবহাওয়া এবং বারবার ধসের কারণে গুরুদংমারগামী রাস্তার অবস্থা বেহাল। সে কারণেই পর্যটকদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
*খারাপ আবহাওয়া এবং বারবার ধসের কারণে গুরুদংমারগামী রাস্তার অবস্থা বেহাল। সে কারণেই পর্যটকদের নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
*এই সময় গরমের ছুটি কাটাতে প্রচুর পর্যটক সিকিমে। সিকিমে ঘুরতে গেলে অনেকেই ঘুরতে যান লাচেনে অবস্থিত টুরিস্ট স্পট গুরুদংমারে। তবে পর্যটকদের যাওয়ার ক্ষেত্রে এখন জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
*এই সময় গরমের ছুটি কাটাতে প্রচুর পর্যটক সিকিমে। সিকিমে ঘুরতে গেলে অনেকেই ঘুরতে যান লাচেনে অবস্থিত টুরিস্ট স্পট গুরুদংমারে। তবে পর্যটকদের যাওয়ার ক্ষেত্রে এখন জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
*তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লাগাতার ধসের জেরে এই রাস্তা একেবারে ভেঙে গিয়েছে। তাই ঝুঁকি এড়াতে সেদিকে কাউকে পাঠানো হচ্ছে না। যদিও প্রশাসনের পক্ষ থেকে সবরকম চেষ্টা করা হচ্ছে, যাতে গুরুদংমার পর্যন্ত রাস্তা ঠিক রাখা যায়।
*তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লাগাতার ধসের জেরে এই রাস্তা একেবারে ভেঙে গিয়েছে। তাই ঝুঁকি এড়াতে সেদিকে কাউকে পাঠানো হচ্ছে না। যদিও প্রশাসনের পক্ষ থেকে সবরকম চেষ্টা করা হচ্ছে, যাতে গুরুদংমার পর্যন্ত রাস্তা ঠিক রাখা যায়।