জয়ন্তী

Alipurduar News: জঙ্গলে যাওয়ার পরিকল্পনা! অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল জনপ্রিয় এই সাফারি রুট

সামনে বর্ষা। হড়পা বান আসতে পারে জয়ন্তী নদীতে। এছাড়া রয়েছে বুনো হাতিদের অত্যাচার, পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে  অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল জয়ন্তী মহাকাল জঙ্গল সাফারি রুট।এছাড়াও এলাকার নদীতে দলে দলে হাতিরা আসে জল পান করতে।
সামনে বর্ষা। হড়পা বান আসতে পারে জয়ন্তী নদীতে। এছাড়া রয়েছে বুনো হাতিদের অত্যাচার, পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে  অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল জয়ন্তী মহাকাল জঙ্গল সাফারি রুট।এছাড়াও এলাকার নদীতে দলে দলে হাতিরা আসে জল পান করতে।
বন দফতরের এই নির্দেশিকায় মাথায় হাত পর্যটক-সহ ট্যুর অপারেটরদের।
বন দফতরের এই নির্দেশিকায় মাথায় হাত পর্যটক-সহ ট্যুর অপারেটরদের।
সামনে বর্ষা। জয়ন্তী নদীতে হরপা বান আসতে পারে বলে মনে করা হচ্ছে।
সামনে বর্ষা। জয়ন্তী নদীতে হড়পা বান আসতে পারে বলে মনে করা হচ্ছে।
পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য জঙ্গল সাফারি বন্ধ জয়ন্তী মহাকালে।
পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য জঙ্গল সাফারি বন্ধ জয়ন্তী মহাকালে।
জোড়া বিপদের কথা মাথায় রেখে এই রুট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন দফতর
জোড়া বিপদের কথা মাথায় রেখে এই রুট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন দফতর