শহরকে দাবদাহ থেকে বাঁচাতে গাছ নিয়ে রাস্তায় প্রমীলা বাহিনী

North 24 Parganas News: শহরকে দাবদাহ থেকে বাঁচাতে গাছ নিয়ে রাস্তায় বসিরহাটের প্রমীলা বাহিনী

বসিরহাট: শহরকে দাবদাহ থেকে বাঁচাতে গাছ নিয়ে রাস্তায় প্রমীলা বাহিনী। চলতি বছরে চৈত্র মাস থেকেই তীব্র দহনে ভুগছে গোটা রাজ্য। চৈত্রের পর বৈশাখ ও জৈষ্ঠের ছবিটাও ঠিক একপ্রকার। সীমান্ত শহর বসিরহাটে এবছর বৈশাখ মাসে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রিকে ছুঁয়েছিল। যা বিগত ৫০ বছরের ইতিহাসে নজিরবিহীন। তাই সেই তীব্র দহন থেকে নিজেদের রক্ষা করতে এবার উদ্যোগী হলো বসিরহাটের একদল মহিলা। বসিরহাট ইয়ং স্টার্স ক্লাবের উদ্যোগে এলাকার মানুষদের সচেতন করতে গাছ নিয়ে পথে নামলেন মহিলারা। একদিকে তীব্র দহন কমাতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সাধারণ মানুষকে বোঝালেন অপরদিকে বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়।

আরও পড়ুন: শনিবার থেকেই উত্তাল হবে সমুদ্র, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

শহরের মহিলারা কাছরীপাড়া ও বসিরহাট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন করলেন। বিগত দিনে দেখা গিয়েছে ঘটা করে বৃক্ষরোপণ কর্মসূচি করলেও শুধুমাত্র পরিচর্যার অভাবে তা নষ্ট হয়ে যায়। অন্যদিকে একাংশের মানুষ জানেও না বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা সম্পর্কে। শহরবাসীকে আরও বেশি করে বৃক্ষরোপণ সম্পর্কে অবগত করতে ও গাছের সঠিক যত্ন নেওয়ার এক অভিনব আলোচনা সভার আয়োজন করা হলো সংগঠনের তরফে। উদ্যোক্তাদের মতে ” ছোটবেলায় পড়তাম রাজস্থানের নাকি লু হয়। সেই লু এখন বসিরহাটে চলে এসেছে। কারণ পরিবেশের উপরে আমরা যে অত্যাচার করেছি পরিবেশ সেটাই আমাদের ফিরিয়ে দিচ্ছে।”
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস।

জুলফিকার মোল্যা