দাঁড়িপাল্লা কে করা হয় এই দিনে পুজো

Gandheshwari Puja on Buddha Purnima: আজও পালিত প্রাচীন রীতি! বুদ্ধপূর্ণিমা তিথিতে নিষ্ঠা ভরে পুজো করা হয় দোকানের দাঁড়িপাল্লারও!

জানেন কি বুদ্ধপূর্ণিমার দিন গন্ধবণিক সম্প্রদায়ের মানুষেরা পুজো করেন তাদের দাঁড়িপাল্লা। এমনই রীতি প্রচলিত রয়েছে বহু বছর ধরে। গন্ধবনিক সম্প্রদায় মূলত মুদি ব্যবসায়ী হয়ে থাকেন।
জানেন কি বুদ্ধপূর্ণিমার দিন গন্ধবণিক সম্প্রদায়ের মানুষেরা পুজো করেন তাদের দাঁড়িপাল্লা। এমনই রীতি প্রচলিত রয়েছে বহু বছর ধরে। গন্ধবনিক সম্প্রদায় মূলত মুদি ব্যবসায়ী হয়ে থাকেন।
বুদ্ধ পূর্ণিমার দিনে তারা দেবী গন্ধেশ্বরীর পুজো করে থাকেন। তবে এই সম্প্রদায়ের যে সব ব্যক্তিরা দেবী মূর্তি ব্যয়ভার বহন করতে পারেন না তারা পুজো করেন তাদের দাড়িপাল্লার।
বুদ্ধ পূর্ণিমার দিনে তারা দেবী গন্ধেশ্বরীর পুজো করে থাকেন। তবে এই সম্প্রদায়ের যে সব ব্যক্তিরা দেবী মূর্তি ব্যয়ভার বহন করতে পারেন না তারা পুজো করেন তাদের দাড়িপাল্লার।
এই দিনে সেই সমস্ত সম্প্রদায়ের মানুষেরা নিজেদের দাঁড়িপাল্লায় ওজন করা বন্ধ রাখেন। কেউ পূজা করেন তাদের দাঁড়িপাল্লা কে কেউবা মূর্তি গড়ে পুজো করেন দেবী গন্ধেশ্বরীর।
এই দিনে সেই সমস্ত সম্প্রদায়ের মানুষেরা নিজেদের দাঁড়িপাল্লায় ওজন করা বন্ধ রাখেন। কেউ পূজা করেন তাদের দাঁড়িপাল্লা কে কেউবা মূর্তি গড়ে পুজো করেন দেবী গন্ধেশ্বরীর।
তবে এক্ষেত্রে দেবী দুর্গার মত তার থাকে না দশ হাত, চার হাত অধিষ্ঠিত দেবীর থাকে না কোন ছেলে মেয়ে। সিংহের ওপর দন্ডায়মান দেবী একাই পুজিত হন। দুদিন ব্যাপী এই পুজো করা হয় বলে জানা যায়। বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমায় দেবীর পুজো শুরু হয়।
তবে এক্ষেত্রে দেবী দুর্গার মত তার থাকে না দশ হাত, চার হাত অধিষ্ঠিত দেবীর থাকে না কোন ছেলে মেয়ে। সিংহের ওপর দন্ডায়মান দেবী একাই পুজিত হন। দুদিন ব্যাপী এই পুজো করা হয় বলে জানা যায়। বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমায় দেবীর পুজো শুরু হয়।
নদিয়ার শান্তিপুরের কাসারি পাড়ার মল্লিক বাড়িতে গত ৬০ বছর ধরে এই পুজোর রীতি চলে আসছে। ঈশ্বর কার্তিক চন্দ্র মল্লিক প্রথম এই পুজো স্থাপন করেন প্রায় ৬০ বছর পূর্বে, প্রথমদিকে দেবী মূর্তির পুজো শুরু করা হলেও পরে বেশ কয়েক বছর নিজেদের দাঁড়িপাল্লাকেই তারা পুজো করে এসেছেন।
নদিয়ার শান্তিপুরের কাসারি পাড়ার মল্লিক বাড়িতে গত ৬০ বছর ধরে এই পুজোর রীতি চলে আসছে। ঈশ্বর কার্তিক চন্দ্র মল্লিক প্রথম এই পুজো স্থাপন করেন প্রায় ৬০ বছর পূর্বে, প্রথমদিকে দেবী মূর্তির পুজো শুরু করা হলেও পরে বেশ কয়েক বছর নিজেদের দাঁড়িপাল্লাকেই তারা পুজো করে এসেছেন।
পুজোর এই দুই দিন নদিয়ার শান্তিপুরের কাসারী পাড়ার মল্লিক বাড়ির সমস্ত সদস্যেরা একত্রিত হয়ে ভক্তি সহকারে পূজার্চনা করেন।
পুজোর এই দুই দিন নদিয়ার শান্তিপুরের কাসারী পাড়ার মল্লিক বাড়ির সমস্ত সদস্যেরা একত্রিত হয়ে ভক্তি সহকারে পূজার্চনা করেন।