Ilish Mach: ঘূর্ণিঝড় রিমলে শাপে বর! প্রচুর ইলিশ আসার অপেক্ষা, বাজার ছেয়ে যাবে রুপোলি শস্যে, দাম কত হবে?

ঘূর্ণিঝড় রিমলের প্রভাব কেটে যাওয়ায় আবহাওয়া অনুকূল হচ্ছে উপকূলে। ফলে দেখা মিলবে ইলিশের। আর যার জেরে সমুদ্রে যাওয়ার জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছে মৎস্যজীবীরা। (নবাব মল্লিক)
ঘূর্ণিঝড় রিমলের প্রভাব কেটে যাওয়ায় আবহাওয়া অনুকূল হচ্ছে উপকূলে। ফলে দেখা মিলবে ইলিশের। আর যার জেরে সমুদ্রে যাওয়ার জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছে মৎস্যজীবীরা। (নবাব মল্লিক)
আগামী ১৪ ই জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে মৎস্যজীবীরা। তার আগে ট্রলার মেরামত, জাল সারাইয়ের মত কাজগুলি সেরে রাখে মৎস্যজীবীরা। মাছ ধরার মরশুমে যাতে কোনোওরকম অসুবিধা না হয় সেজন্য।
আগামী ১৪ ই জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যাবে মৎস্যজীবীরা। তার আগে ট্রলার মেরামত, জাল সারাইয়ের মত কাজগুলি সেরে রাখে মৎস্যজীবীরা। মাছ ধরার মরশুমে যাতে কোনোওরকম অসুবিধা না হয় সেজন্য।
কিন্তু এই প্রস্ততির কাজে বাধ সাধে ঘূর্ণিঝড় রিমল। ফলে দু'দিন বন্ধ রাখতে হয় প্রস্তুতির কাজ। ঝড় আসার আশঙ্কায় সেই কাজ বন্ধ করা হয়। কাজ বন্ধ থাকায় নির্দিষ্ট দিনে ট্রলারগুলিকে প্রস্তুত করা যাবে কিনা তা নিয়ে চিন্তায় ছিল মৎস্যজীবীরা।
কিন্তু এই প্রস্ততির কাজে বাধ সাধে ঘূর্ণিঝড় রিমল। ফলে দু’দিন বন্ধ রাখতে হয় প্রস্তুতির কাজ। ঝড় আসার আশঙ্কায় সেই কাজ বন্ধ করা হয়। কাজ বন্ধ থাকায় নির্দিষ্ট দিনে ট্রলারগুলিকে প্রস্তুত করা যাবে কিনা তা নিয়ে চিন্তায় ছিল মৎস্যজীবীরা।
ঝড়ের প্রভাব কমলেই আবারও শুরু হয়েছে কাজ। কিছু জায়গায় ডুবে যাওয়ায় সেগুলিকে তুলে আনা হচ্ছে। ক্ষতি সামান্য হলেও মৎস্যজীবীরা আবহাওয়ার পরিস্থিতি দেখে কিছুটা খুশি।
ঝড়ের প্রভাব কমলেই আবারও শুরু হয়েছে কাজ। কিছু জায়গায় ডুবে যাওয়ায় সেগুলিকে তুলে আনা হচ্ছে। ক্ষতি সামান্য হলেও মৎস্যজীবীরা আবহাওয়ার পরিস্থিতি দেখে কিছুটা খুশি।
ঘূর্ণিঝড় রিমলের প্রভাব কেটে যাওয়ায় আবহাওয়া অনুকূল হচ্ছে উপকূলে, সঙ্গে রয়েছে পূবালি হাওয়া। ফলে দেখা মিলবে প্রচুর ইলিশের। এই মুহূর্তে দিনরাত এক করে সেজন্য কাজ করছে মৎস্যজীবীরা।
ঘূর্ণিঝড় রিমলের প্রভাব কেটে যাওয়ায় আবহাওয়া অনুকূল হচ্ছে উপকূলে, সঙ্গে রয়েছে পূবালি হাওয়া। ফলে দেখা মিলবে প্রচুর ইলিশের। এই মুহূর্তে দিনরাত এক করে সেজন্য কাজ করছে মৎস্যজীবীরা।