বেহাল নদীবাঁধ 

Lok Sabha Election 2024: নিজেরাই সারান নিজেদের নদীবাঁধ! এই ঘটনা কি প্রভাব ফেলবে ভোটে, জানুন

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে একের পর এক আসে প্রাকৃতিক বিপর্যয়। যার জেরে বারবার ভাঙে নদীবাঁধ। অধিকাংশ সময় দেখা যায় স্থানীয় বাসিন্দারা নিজেরাই নদীবাঁধ মেরামত করে নেন। বারবার এই ছবি উঠে এসেছে, সুন্দরবনের বিভিন্ন জায়গায়। নদীবাঁধ সারানোর জন্য স্থানীয়রা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন। ঘূর্ণিঝড় রিমলেও সেই ছবি উঠে এসেছে।সুন্দরবনবাসীর দাবিএকটাই, কংক্রিটের নদীবাঁধ। এই নদীবাঁধ সংস্কারের জন্য বারবার বলা হলেও কোনওসময় কর্ণপাত করেনি কেউ। যার প্রভাব পড়তে পারে নির্বাচনে। এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: প্রতিশ্রুতিই সার! বছর বছর ঘূর্ণিঝড়ে বিপন্ন সুন্দরবন, তবু হয় না পাকা বাঁধ

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

তারা জানিয়েছেন, নদীবাঁধ সংস্কার করা হলে পুকুরে মাছ চাষ করা, পানের বরজ থেকে সহ অনেকরকম সবজি চাষ করতে পারা যায়। কিন্তু কেউ নদীবাঁধ সারানোর জন্য স্থায়ী সমাধান চায় না বলে জানিয়েছেন স্থানীয়রা। লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের আগে এসেছে ঘূর্ণিঝড় রিমল, ফলে আবারও বাঁধ নিয়ে আতঙ্কে ছিলেন অনেকেই। কিছু যায়গায় বাঁধ ভেঙেছে। ফলে এই নির্বাচনে তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকেই। এখন নির্বাচনের পরে ফলাফলে কি হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক