তিস্তায় গজরাজের দেখা

Animal Rescue: প্রবল বৃষ্টির জেরে মহা দুর্ভোগ, তিস্তায় আটকে গজরাজ! নজর রাখছে বনদফতর

জলপাইগুড়ি: উত্তর পূর্ব ভারত জুড়ে সৃষ্টি হওয়া গভীর নিম্ন চাপের কারণে গত কয়েক দিন ধরেই উত্তরবঙ্গ-সহ সিকিমে চলেছে ভারী বৃষ্টিপাত। পাহাড়ে বৃষ্টির কারণে ইতিমধ্যেই তিস্তা নদী-সহ অন্যান্য নদী গুলিতে বৃদ্ধি পেয়েছে জলস্তর।

বৃহষ্পতিবার সেই কারণেই জলপাইগুড়ি জেলার গাজলডোবা সংলগ্ন টোটগাওয়ে তিস্তার বুকে একটি হাতিকে অসহায় অবস্থায় দেখতে পাওয়া যায়। তিস্তার জলস্তর বেড়ে যাওয়ার ফলেই বিপদে হাতিটি।

আরও পড়ুন: রাস্তার ধারে দাঁড়িয়ে… বেপোরোয়া গাড়ির বলি ৫ বছরের ছোট্ট প্রাণ! মর্মান্তিক ঘটনা

ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই বন বিভাগ তিস্তা নদীর বুকে আটকেগজরাজের গতিবিধির ওপর নজর রাখছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: ঘাতক অ‍্যামিবার খাদ‍্য ‘মানুষের ব্রেন’! স‍্যুইমিং পুলেও থাকতে পারে? ‘ব্রেন ইটিং অ‍্যামিবা’ কী জানেন? ১৮ দিনের মধ‍্যেই মৃত‍্যু

প্রসঙ্গত, বনদফতরের কর্মীরা হাতিটিকে জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য বহু চেষ্টা করছে। অন্যান্য হাতির পাল জঙ্গলে ঢুকে গিয়েছে কিন্তু এই হাতিটি ঢুকতে পারেনি এখন পর্যন্ত জঙ্গলে। পাশে বাগরাকোঠ অঞ্চলের গ্রামের বাসিন্দারাও নজর রাখছে সেই হাতির উপরে যদি সেই হাতি জঙ্গলে না গিয়ে বস্তির মধ্যে ঢুকে পড়ে তাহলে সমস্যার সম্মুখীন হতে পারে এলাকাবাসী।

সুরজিৎ দে