১ জুন পাটনা জেলার দুটি লোকসভা কেন্দ্র পাটনা সাহেব এবং পাটলিপুত্রে ভোট হতে চলেছে। ভোটের হার বাড়াতে জনগণকে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে। এছাড়াও, বিনামূল্যে র‌্যাপিডোর মতো অনেক অফার দেওয়া হচ্ছে যাতে লোকেরা তাদের বাড়ি থেকে বের হয়ে বুথে ভোট দিতে যায়। বাড়ি থেকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বিনামূল্যে Rapido পাবেন৷ এছাড়াও থাকবে আরও সুযোগ৷ ১ এবং ২ জুন আঙুলে ভোটের চিহ্ন দেখিয়ে সিনেমা হলে ৫০% ছাড়ও পেতে পারেন।

Lok Sabha Election 2024: বুথে বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনীর টহল, কী বলছেন সাধারণ ভোটাররা?

আগামী ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট। তার আগেই সংশ্লিষ্ট এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছে। এলাকায় এলাকায় রুট মার্চ করছে তারা।

ভোটের আগে সমস্ত জায়গায় টহল দিচ্ছে জওয়ানরা। সঙ্গে রয়েছে রাজ্য পুলিশ। বিপুল সংখ্যক বাহিনী নিয়ে এলাকায় এলাকায় জোরদার নজরদারি চালাচ্ছে প্রশাসন।

ভোটের দিন বুথে বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ফলে কার্যত হাসি ফুটেছে সাধারণ মানুষের মুখে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলছে তারা।