Tag Archives: central force

Bangla Video: বাহিনীর থাকা স্কুলগুলো যেন নরক গুলজার! স্কুল খুললে পঠনপাঠন নিয়ে চিন্তা

দক্ষিণ ২৪ পরগনা: ভোটপর্বে ব্যবহার করা হয়েছিল একাধিক স্কুল। কিন্তু সেই ভোটপর্ব মিটেগেলেও এখনও নির্বাচনী প্রয়োজনে গড়ে তোলা পরিকাঠামো সরানো হয়নি বহু স্কুল থেকে। ফলে স্কুল খুললে পঠনপাঠন কীভাবে চলবে তা নিয়ে উঠছে প্রশ্ন।

স্কুল চত্বরগুলিতে গেলেই দেখা মিলছে চার দিকে খাবার ও খাবারের প্যাকেট পড়ে আছে। ক্লাসরুমে বেঞ্চ ভাঙা, আবর্জনায় ভর্তি। খারাপ হয়ে গিয়েছে পাখা ও অন্যান্য ইলেকট্রিক সামগ্রী। নির্বাচন মেটার পর এমনই পরিস্থিতি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া অনেক স্কুলের। কোনও কোনও স্কুল কর্তৃপক্ষ অবশ্য নিজেরাই পরিষ্কার করে নিয়েছেন। যে সব স্কুলে শুধু ভোটগ্রহণ কেন্দ্র হয়েছিল সেখানকার পরিস্থিতি তুলনায় ভাল। তবে ভোটের জন্য যে সব স্কুলে দীর্ঘ দিন কেন্দ্রীয় বাহিনী ছিল, কিংবা যেখানে গণনা কেন্দ্র করা হয়েছিল তাদের পরিস্থিতি রীতিমতো বেহাল।

আর‌ও পড়ুন: এই গ্রামের ঘরে ঘরে দই রাখার মাটির হাঁড়ি তৈরি হয়, কেনে রাজ্যের সব মিষ্টি দোকান

এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক সংগঠণের সম্পাদক চন্দন কুমার মাইতি। তিনি জানান, একাধিক জায়গা থেকে স্কুলের বেয়াল অবস্থার খবর আসছে। নিজের স্কুল চত্বরের পরিস্থিতিও খুব একটা ভাল নয়। প্রশাসনকে বলব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য।

নবাব মল্লিক

Lok Sabha Elections 2024: সপ্তম দফার ভোট নিয়ে কড়া কমিশন, শুক্রবার থেকেই সক্রিয় কুইক রেসপন্স টিম

কলকাতা: শনিবার সপ্তম দফার ভোট, সপ্তম দফার ভোট নিয়ে কড়া নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের দিন নয়, শুক্রবার থেকেই সক্রিয় হবে কুইক রেসপন্স টিম। ভাঙড়ের ঘটনার পরেই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে শুক্রবার থেকেই ঘটনাস্থলে যাবে কুইক রেসপন্স টিম।

২০২৪ লোকসভা নির্বাচনের সপ্তম দফা ভোটগ্রহণ

সপ্তম দফা ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে বেশ সক্রিয় নির্বাচন কমিশন। আগেই কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ বাড়ানো হয়েছিল। এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুইক রেসপন্স টিম নিয়ে এই সিদ্ধান্ত কমিশনের।

আরও পড়ুন: চরম নৃশংস ঘটনা! রাতের খাবার না বেড়ে দেওয়ায় স্ত্রীর মাথা কেটে চামড়া ছাড়িয়ে নিল যুবক

সেই সঙ্গে ভাঙড়ের ঘটনা নিয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিককে ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলল নির্বাচন কমিশন। সেই সঙ্গে এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

ভাঙড়ের ঘটনায় পাঁচ জনের নামে অভিযোগ এসেছে তার মধ্যে এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে কমিশন সূত্রে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে কমিশনকে জানিয়েছে কলকাতা পুলিশ।

শুধু কেন্দ্রীয় বাহিনী নয়, সপ্তম দফার নির্বাচনের জন্য বিপুল পরিমাণে রাজ্য পুলিশও মোতায়েন করা হচ্ছে। সপ্তম দফায় মোট ৩৩২৯২ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে বারাসত পুলিশ জেলায় থাকবেন ২৭১৬ জন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ২৬৬২ জন, বারুইপুর পুলিশ জেলায় ৪৩৬৬ জন, বসিরহাট পুলিশ জেলায় ৩১২০ জন, বিধাননগর পুলিশ কমিশনারেটে ২০৩৪, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় মোতায়েন করা হবে ৩৯২৫ জন, কলকাতা পুলিশ কমিশনারেটে থাকবেন ১১৩১২ জন, সুন্দরবন পুলিশ জেলায় ৩১৫৭ জন।

পাশাপাশি ৯টি লোকসভা কেন্দ্রে মিলিয়ে মোট কুইক রেসপন্স টিম থাকবে ১৯৫৮ সেকশন। যার মধ্যে বারাসাত পুলিশ জেলায় ৬৬ সেকশন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ৬০ সেকশন, বারুইপুর পুলিশ জেলায় ১৪২ সেকশন, বসিরহাট পুলিশ জেলায় মোতায়েন করা হবে ১০৩ সেকশন, বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৩২ সেকশন, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ৯৭ সেকশন, কলকাতা পুলিশের এলাকায় ৬০০ সেকশন এবং সুন্দরবন পুলিশ জেলায় মোতায়েন করা হবে ১০৩ সেকশন কুইক রেসপন্স টিমকে।

Lok Sabha Election 2024: বুথে বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনীর টহল, কী বলছেন সাধারণ ভোটাররা?

আগামী ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট। তার আগেই সংশ্লিষ্ট এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছে। এলাকায় এলাকায় রুট মার্চ করছে তারা।

ভোটের আগে সমস্ত জায়গায় টহল দিচ্ছে জওয়ানরা। সঙ্গে রয়েছে রাজ্য পুলিশ। বিপুল সংখ্যক বাহিনী নিয়ে এলাকায় এলাকায় জোরদার নজরদারি চালাচ্ছে প্রশাসন।

ভোটের দিন বুথে বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ফলে কার্যত হাসি ফুটেছে সাধারণ মানুষের মুখে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলছে তারা।

Lok Sabha elections 2024: সব বুথে কেন্দ্রীয় বাহিনী, ভোটের আগে পরেও কড়া নজরদারি! কী কী ব্যবস্থা কমিশনের?

কলকাতা: রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণেও একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর৷ আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের তিনটি আসন রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে ভোট৷

নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব সামলাবে৷ এর মধ্যে দক্ষিণ দিনাজপুরের ভোটকেন্দ্রগুলির নিরাপত্তার দায়িত্বে থাকবে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ রায়গঞ্জ পুলিশ জেলা এবং ইসলামপুর পুলিশ জেলায় থাকবে যথাক্রমে ৬০ এবং ৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ দার্জিলিং পুলিশ জেলায় থাকবে ৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ শিলিগুড়ি এবং কালিম্পং পুলিশ জেলায় যথাক্রমে ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকবে৷

আরও পড়ুন: ‘নির্বাচনে হিংসা হলে দায়ী কে হবে…?‘ ডিআইজি বদল নিয়ে সরব মমতা!

শুধুমাত্র ভোটের দিন নিরাপত্তার দায়িত্ব নয়, ১৯ এপ্রিল প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রেও ভোট পরবর্তী হিংসা রুখতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখবে কমিশন৷ পাশাপাশি ৬ কোম্পানি কাজে লাগানো হবে স্ট্রং রুমের নিরাপত্তা এবং প্রথম এবং দ্বিতীয় দফায় যে জায়গাগুলিতে ভোট হবে, সেখানে ভোট পরবর্তী হিংসা সামলানোর জন্য৷

এর পাশাপাশি তৃতীয় দফায় ৭ মে যে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে, সেখানেও আরও ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাবে কমিশন৷ মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্রে ভোটারদের মধ্যে থেকে ভয়, ভীতি দূর করে আত্মবিশ্বাস তৈরি করার কাজ করবে কেন্দ্রীয় বাহিনী৷

Lok Sabha Election 2024: প্রথম দফায় মাথা ব্যথার নাম কোচবিহার, মোতায়েন ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কোচবিহার: অষ্টাদশ লোকসভার নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহ’র সংঘাতে বারবার উত্তপ্ত হয়েছে কোচবিহার। জেলার বিভিন্ন এলাকায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে একাধিক অশান্তি ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এদিকে ১৯ এপ্রিল প্রথম দফাতেই ভোট হবে কোচবিহার কেন্দ্রে। শান্তিপূর্ণভাবে এখানে ভোট করানোটাই এখন বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রথম দফায় কোচবিহার লোকসভায় বিপুল আধাসেনা মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশ।

আর‌ও পড়ুন: ভোট নিয়ে প্রত্যন্ত গ্রামের কৃষকরা কী বলছেন?

১৯ এপ্রিল বাংলার তিন লোকসভা আসনে ভোট হবে- কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। এর জন্য মোট ২৬৩ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকবে। যারমধ্যে শুধু কোচবিহারেই ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মোতায়েন থাকবে যথাক্রমে ৭৫ ও ৬৩ কোম্পানি আধাসেনা। বাকি ১৩ কোম্পানিকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আওতাভুক্ত শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে মোতায়েন করা হবে।।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ১৭৭ কোম্পানি আধাসেনা। সোমবারের মধ্যে আরও ১০০ কোম্পানি বাহিনী চলে আসবে। মোট এই ২৭৭ কোম্পানির মধ্যে প্রথম দফায় মোতায়েন করা হচ্ছে ২৬৩ কোম্পানি আধাসেনা। এরমধ্যে অর্ধেকের কিছু কম মোট ১১২ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে কোচবিহার কেন্দ্রে। রাজ্যে পৌঁছে যাওয়া কেন্দ্রীয় বাহিনীর একটা অংশ ইতিমধ্যেই উত্তরবঙ্গে এসে পৌঁছেছে। বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে রুটমার্চও শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

সার্থক পণ্ডিত

Lok Sabha Election 2024: ভোটের করাতে আসা কেন্দ্রীয় বাহিনীর এই শিবির যেন মিনি ভারতবর্ষ

পুরুলিয়া: নিজেদের জীবন বাজি রেখে সারাটা বছরই দেশের পরিষেবায় নিয়োজিত থাকেন জওয়ানরা। গ্রীষ্ম-শীত, ঝড়-বৃষ্টি সমস্ত কিছুর সঙ্গে মোকাবিলা করেন তাঁরা। তুমি কর্তব্যে কোন‌ও ফাঁকি নেই। সামনেই লোকসভা নির্বাচন। সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনা করতে ইতিমধ্যেই রাজ্যে হাজির হয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। সর্বত্রই চলছে রুট মার্চ। পুরুলিয়াতেও এসেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর সেখানেই দেখা গেল এক অপূর্ব জাতীয় সংহতি।

আরও পড়ুন: দিল্লির বিখ্যাত ছোলে-কুলচা এখন শিলিগুড়িতেও, আহা কী স্বাদ!

পুরুলিয়ায় ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বর্তমান ঠিকানা দামোদর নদ-লাগোয়া রঘুনাথপুর থানার চেলিয়ামা কমিউনিটি হল। বর্তমানে এই হল জওয়ানদের দ্বিতীয় ঘর হয়ে উঠেছে। এখানে এক হেঁসেলের এক উনুনে হচ্ছে সাত ভাষাভাষি জাওয়ানদের রান্না। সকলে মিলেমিশে এই ঘরের সমস্ত দায়-দায়িত্ব পালন করছেন। এই ক্যাম্পে যেন ফুটে উঠেছে বৈচিত্রের মধ্যে ঐক্য। ‌পুলিশ থেকে আধা সামরিক বাহিনী এমনিতেই শৃঙ্খলাপরায়ণ। ‌ তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এই শিবির দেখলে মনে হতে পারে তা যেন মিনি ভারতবর্ষ।।

এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর কমান্ডিং অফিসার এ কে টোপ্পা বলেন, এই ব্যাটেলিয়ানের সমস্ত জাওয়ানরা একসঙ্গেই থাকছে‌ন। তাঁরা একসঙ্গে খাওয়া-দাওয়া করছেন, সমস্ত কাজও একসঙ্গেই করছেন। তাদের মধ্যে একতা যথেষ্ট রয়েছে। একটি কোম্পানিতে মোট ১৩৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকেন। কিন্তু এই বাহিনীতে রয়েছে মোট ৭৫ জন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

প্রশাসনের পক্ষ থেকে জওয়ানদের জন্যই এই শিবির দেওয়া হয়েছে। এখানে রয়েছে স্থায়ী রান্নাঘর, ডাইনিং, ১০ টি শৌচালয়। জলের জন্য রয়েছে ট্যাঙ্কের ব্যবস্থা, রয়েছে দুটি জেনারেটর। এক হেঁশেলের এক উনুনে ভোর চারটে থেকে চলে রান্নাবান্না। তাঁরা বিভিন্ন ভাষাভাষী হলেও একত্রিত হয়ে একযোগে নিজেদের কর্তব্য পালন করে চলেছেন।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Lok Sabha Election 2024: ভোটের আগে ডিএম ও এসপি’র সঙ্গে বৈঠক কেন্দ্রীয় বাহিনীর

পুরুলিয়া: লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে। জোরকদমে চলছে প্রস্তুতি। ভোট ময়দানে প্রতিটি রাজনৈতিক দল‌ই একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। এই অবস্থায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সুষ্ঠুভাবে ভোট পর্ব পরিচালনার জন্য জোর তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে জেলায় জেলায়। এই আবহে কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করল পুরুলিয়া জেলা প্রশাসন।

আরও পড়ুন: বসন্তের বৃষ্টিতে নাজেহাল ঝালদাবাসী, বাড়িতে ঢুকল জল

রাজনৈতিক দলগুলির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এরিয়া ডমিনেশনের কাজকে রূপায়িত করতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বৈঠক হয়। মঙ্গলবার পুরুলিয়ার জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসকের কার্যালয়ে ওই বৈঠক হয়। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জেলাশাসক রজত নন্দা বৈঠকে ছিলেন। উপস্থিত ছিলেন জেলায় আপাতত মোতায়েন থাকা চার কোম্পানি সিআরপিএফের কমান্ডিং অফিসাররা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই বিষয়ে জেলাশাসক রজত নন্দা বলেন , ভোট ঘোষণার আগে থেকেই এই জেলায় নির্বাচনের কাজে যুক্ত কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশন করছে। সোমবার সর্বদলীয় বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল আর কোন কোন এলাকায় তাঁরা রুট মার্চ চান। বা কোন বুথ এলাকায় এরিয়া ডমিনেশন প্রয়োজন। যদিও রাজনৈতিক দলগুলি থেকে বিশেষভাবে কোনও তথ্য মেলেনি। তবুও এই বিষয় নিয়েই কেন্দ্রীয় বাহিনীর চার কম্যান্ডেন্টদের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের কাজে যুক্ত চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশনের পাশাপাশি ঝাড়খন্ড সীমানা এলাকায় অপারেশনের কাজেও যুক্ত রয়েছে। এছাড়া জেলাজুড়ে বিভিন্ন এলাকায় গিয়ে কনফিডেন্স বিল্ড আপও করছেন তাঁরা।

শর্মিষ্ঠা ব্যানার্জি

South 24 Parganas News: কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পাথরপ্রতিমায় চলল শিশু সংসদ নির্বাচন!

পাথরপ্রতিমা: স্কুলে চলছে ভোটগ্রহণ। লাইন দিয়ে ভোট দিচ্ছে ছাত্র-ছাত্রীরা। সেই নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করতে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এমন ছবি দেখা গেল পাথরপ্রতিমার একটি স্কুলে‌।

২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। আর ঠিক তখনই, দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের উত্তরাবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে শিশু সংসদ নির্বাচন হয়।

আরও পড়ুন: এই শিব মন্দিরের দেওয়াল এখন থেকে ‘মানবতার ….’

তবে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসল নয়, সবাই স্কুলের খুদে পড়ুয়া। জওয়ানদের পোশাক পরে হাতে খেলনা একে৪৭ ধরে সুষ্ঠু নির্বাচনের দায়িত্বে থাকা এই সব খুদেদের দেখলে বোঝা ভার আসল না নকল। গুরুগম্ভীর ভঙ্গীমায় অতন্ত দায়িত্বশীল ভবে তারা পালন করছে তাদের দায়িত্ব। এই স্কুলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৪৫২ জন ছাত্র-ছাত্রী রয়েছে, শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৯ । ২০০৯ শিক্ষা বিল অনুসারে এই নির্বাচন করা হয়।

আরও পড়ুন: দিঘা নয় এবার দোলে কলকাতার কাছেই ঘুরে আসুন নির্জন এই সমুদ্র সৈকতে ! 

নির্বাচনী বিধি মেনে, ভোটার স্লিপ, ব্যালট পেপার, ব্যালট বাক্স, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট, সেকেন্ড ও থার্ড পোলিং অফিসার সহ সমস্ত বিধি মেনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে নমিনেশন ফাইল ও করে ছাত্র-ছাত্রীরা। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশমন্ত্রী সহ একাধিক পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নির্বাচিত শিশুরা স্কুলের বিভিন্ন কাজে সহযোগিতা করবে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অসুবিধা তারা লক্ষ রাখবে‌।

নবাব মল্লিক

Lok Sabha Election 2024: ভোটের আগেই পাড়ায় পাড়ায় ভারী বুটের আওয়াজ

উত্তর ২৪ পরগনা: ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়া এখনও বাকি। তার আগেই জেলার নানা প্রান্তে ভারী বুটের আওয়াজ। লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজ্যে আগাম এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। জেলার নানা প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়েছে তাদের রুট মার্চ।

আরও পড়ুন: আশা কর্মীদের টানা কর্মবিরতিতে শিশু থেকে মা সবাই বিপদে

শান্তি বজায় রাখতে বিভিন্ন এলাকায় ঘুরে এরিয়া ডমিনেশনের কাজে নেমে পড়েছে কেন্দ্রীয় বাহিনী। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বনগাঁয় এদিন কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে এলাকা ঘুরে দেখানোর কাজ করেন স্থানীয় পুলিশ আধিকারিকরা। এদিন বনগাঁ থানার ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের মনিগ্রামের সন্দেশখালি বাজারে চলে এই রুট মার্চ। বনগাঁর রাস্তায় প্রশাসনের তরফ থেকে নাকা চেকিং করাও শুরু হয়েছে। বনগাঁ-চাকদহ সড়কে চাপাবেরিয়া এলাকায় গার্ডরেল দিয়ে রাস্তা আটকে গাড়ি দাঁড় করিয়ে চলছে তল্লাশি।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এদিকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখে স্থানীয়রা জানান, বাহিনী আসায় কিছুটা হলেও স্বস্তিতে আছেন। তাঁরা মনে করছেন এর ফলে নির্ভয়ে ভোট দেওয়া যাবে। অপরদিকে জেলার অপর প্রান্ত ব্যারাকপুর শিল্পাঞ্চলেও মোতায়ন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিন ভাটপাড়া বিধানসভা সহ কাকিনাড়া স্টেশন সংলগ্ন এলাকায় দেখা যায় কেন্দ্রীয় বাহিনী জাওয়ানদের। স্থানীয়রা অনেকেই মনে করছেন, শিল্পাঞ্চলে ভোট সুষ্ঠুভাবে

রুদ্রনারায়ণ রায়

Lok Sabha Election 2024: জেলার পর এবার কলকাতা! লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই শহরে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর

কলকাতা: শহরে শুরু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। রবিবার অচেনা ছবি ফুটে উঠলো শহর কলকাতায়। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে গোটা রাজ্য জুড়ে এবং তার মধ্যে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে চলে এসেছে শহর কলকাতায়।

আজ রবিবার সকাল থেকে কসবা, পূর্ব যাদবপুর থানা এলাকা, পঞ্চসায়র থানা এলাকা, সার্ভে পার্ক থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সম্পন্ন হল। সকাল থেকে সার্ভে পার্ক থানার অন্তর্গত কালিকাপুর এলাকায় বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর টহল দেখা গেল। ৯ জনের বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি টিম গোটা সার্ভে পার্ক এলাকা ঘুরে দেখলেন।

আরও পড়ুন: দেব-হিরণ মুখোমুখি লড়াই? ঘাটালের রণাঙ্গনে হাইভোল্টেজ ভোটযুদ্ধ যেন শুরু আজ থেকেই

ভোটের আগে বাংলায় পা পড়েছে কেন্দ্রীয় বাহিনীর। জেলায় জেলায় পৌঁছে গিয়েছে ১ কোম্পানি আধা সেনা। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বাংলায় এসে গিয়েছেন জওয়ানরা। শনিবার বঙ্গের বিভিন্ন জেলা যেমন জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ের শিলিগুড়িতে পৌঁছন জওয়ানরা। তেমনই দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, বীরভূম, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন তাঁরা। আর এবার রবিবার বাহিনী পৌঁছল কলকাতায়।

সকালে কসবার একটি কমিউনিটি হলে দেখা মিলল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর। এরপর প্রতিটি থানায় নির্দিষ্টভাবে এসে তাঁদের নিয়ে যান এক একটি থানার পুলিশ আধিকারিকেরা। প্রতিটি এলাকায় গিয়ে তাঁরা রুট মার্চ করেন।

পুলিশ সূত্রে খবর, আজ থেকেই রুটমার্চ করার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর। স্বাভাবিকভাবে শনিবার জেলাতেও যে ছবি দেখা গিয়েছিল, আজ থেকে তা কলকাতাতেও দেখা গেল। ভোটের আগে সাধারণ ভোটারদের মনোবল বাড়ানো, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোথাও কোনও ভাবে অবনতি না হয় তাঁর কাজ করবেন তাঁরা।