চালু হচ্ছে কন্ট্রোল রুম

Monsoon 2024: দুয়ারে বর্ষা, সিকিমে ফুঁসছে নদী, চালু বিশেষ কন্ট্রোলরুম, জেনে নিন নম্বর

জলপাইগুড়ি: বর্ষার আগে জলপাইগুড়িতে ১ জুন থেকে খুলে যাচ্ছে সেচ দফতরের কন্ট্রোল রুম। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে সেচ দফতরের কন্ট্রোল রুম, এমনটাই জানালেন উওর-পূর্ব সেচ এবং জলপথ দফতরের আধিকারিক তথা মুখ্য বাস্তুকার কৃষ্ণেন্দু ভৌমিক।

জলপাইগুড়ির সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম-এর টোল-ফ্রি নম্বর হল– 18003453255

ফোন নম্বর– 03561220101, 03561230153

ইমেল–fwajalpaiguri2014@gmail.com

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই পাহাড় এবং সমতলের জেলাতে বৃষ্টিপাত শুরু হয়েছে। বন্যা পরিস্থিতি এবং নদীগুলির জলস্ফীতি পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবছরের মত সেচ দফতর কন্ট্রোল রুম খুলছে জলপাইগুড়িতে। বর্ষায় বন্যা পরিস্থিতি মোকাবিলা-সহ যে-কোনও বিপদ এড়াতে প্রস্তুত সেচ দফতর, জানালেন সেচ দফতরের আধিকারিক।

ইতিমধ্যেই উত্তর সিকিমে ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। তিস্তা ,জলঢাকা, ডায়না-সহ বিভিন্ন পাহাড়ি নদীগুলির গতি এবং জলস্ফীতির উপর কন্ট্রোল রুম থেকে নজরদারি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।

সুরজিৎ দে