রাইগাঁও

Alipurduar News: ভারী বৃষ্টিতে ধস! জলে ভাসছে রাইগাঁও এলাকা! বিপর্যস্ত জনজীবন, চারদিকে আতঙ্ক

আলিপুরদুয়ার: ভুটান পাহাড়ের একদম নিচেই রয়েছে এই গ্রামটি। বাড়ির দরজা বা জানালা খুললেই প্রতিবেশী দেশ ভুটানের নাগরিকদের সঙ্গে কথা বলতে পারেন এই এলাকার মানুষেরা। কিন্তু বৃষ্টি হলেই আতঙ্কে থাকেন রাইগাঁও এলাকার মানুষেরা।

লাগাতার ভারী বর্ষণের কারণে ভুটান পাহাড়ের ধস নেমে বিপর্যস্ত ভারতের রাইগাঁও এলাকার জনজীবন।এই সমস্যা দীর্ঘদিনের। যার সমাধানসূত্র মেলেনি এখনও। সম্প্রতী রাইগাঁও এলাকাতে বৃষ্টির কারণে ভুটান পাহাড়ের মাটি গলা জল প্রবেশ করেছে প্রতিটি বাড়িতে। ভুটান পাহাড়ের ধসের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে রাইগাঁও এলাকার বাড়িগুলি। এই ভারী মাত্রায় বৃষ্টি হলেই জয়গাঁ শহরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় রাইগাঁও এলাকার।ভুটান পাহাড়ের ধসের মাটি জল ঢুকেছে প্রতিটি বাড়িতে। নষ্ট হয়েছে ঘরের আসবাবপত্র, মজুত করে রাখা খাবার।

আরও পড়ুন: এক ফোনেই সর্বস্বান্ত! ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর খপ্পরে পড়লে শেষ, সাবধান হবেন কীভাবে

আরও পড়ুন: ফেলে দেওয়া প্যারাসিটামল দিয়ে অবিশ্বাস্য কাজ করলেন বীরভূমের যুবক, আন্তর্জাতিক পুরস্কার এল ঝুলিতে

জয়গাঁ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাইগাঁও এলাকাটি। ছোট্ট পাহাড়ি এলাকা থেকে ঢিল ছোড়া দুরত্বে ভুটান। পূর্বে সীমানাপ্রাচীর না থাকলেও বর্তমানে ভুটানের পক্ষ থেকে এলাকায় তোলা হয়েছে প্রাচীর। সেই প্রাচীর ভেদ করে এসে জল প্রবেশ করে গ্রামগুলিতে। এলাকাবাসীদের মতে অনেক সমস্যা রয়েছে এলাকায়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সমস্যা নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার। ভুটানের নিকাশি নালা ও রাইগাঁও এলাকার নিকাশি নালা একই।ফলে ভুটানে বৃষ্টি হলেই,নিকাশি নালা দিয়ে অতিরিক্ত জল বইতে শুরু হয়।এমনকী নীচে নামার সময় সেই জল রাইগাঁও এলাকাবাসীদের ঘরে ঢুকে যায়। বৃষ্টি কমলে নোংরা জল পরিস্কারে হাত লাগাতে হয় এলাকাবাসীদের।ঘরের মাটি পরিষ্কার করার পর সেই মাটি যখন এক জায়গাতে জমা করা হয়,তা দেখতে মনে হয় পাহাড়ের মত।

অনন্যা দে