Rukmini on Dev-Hiran: রয়্যাল বেঙ্গলের হরিণ শিকার! ঘাটালে দেব জিততেই মজার পোস্ট রুক্মিণীর! হরিণ কি আসলে হিরণ?

Rukmini on Dev-Hiran: রয়্যাল বেঙ্গলের হরিণ শিকার! ঘাটালে দেব জিততেই মজার পোস্ট রুক্মিণীর! হরিণ কি আসলে হিরণ?

নির্বাচনে লড়তেই চাননি। সেই দেব আজ ভোটজয়ী। ঘাটালে ঘটে গেল ‘মাস্টারপ্ল্যান’। সবুজ ঝড়ে উজ্জ্বল নক্ষত্র অভিনেতা দীপক অধিকারী।
নির্বাচনে লড়তেই চাননি। সেই দেব আজ ভোটজয়ী। ঘাটালে ঘটে গেল ‘মাস্টারপ্ল্যান’। সবুজ ঝড়ে উজ্জ্বল নক্ষত্র অভিনেতা দীপক অধিকারী।
পর্দার নায়কের ভক্তের সংখ্যা যে নেহাত কম নয়, তা সকলেরই জানা। আজ বোঝা গেল, রাজনীতির মঞ্চেও নায়কেই ভরসা সাধারণ মানুষের।
পর্দার নায়কের ভক্তের সংখ্যা যে নেহাত কম নয়, তা সকলেরই জানা। আজ বোঝা গেল, রাজনীতির মঞ্চেও নায়কেই ভরসা সাধারণ মানুষের।
ঘাটালে বড় জয় তৃণমূলের। লোকসভা ভোটে এবার তারকা কেন্দ্র ঘাটাল। একই কেন্দ্র থেকে দেবের মুখোমুখি দাঁড়িয়েছিলেন ইন্ডাস্ট্রিতে তাঁরই এককালীন সহকর্মী হিরন্ময় চট্টোপাধ্যায়।
ঘাটালে বড় জয় তৃণমূলের। লোকসভা ভোটে এবার তারকা কেন্দ্র ঘাটাল। একই কেন্দ্র থেকে দেবের মুখোমুখি দাঁড়িয়েছিলেন ইন্ডাস্ট্রিতে তাঁরই এককালীন সহকর্মী হিরন্ময় চট্টোপাধ্যায়।
বিজেপি প্রার্থী এবং সহকর্মী হিরণকে হারিয়ে প্রায় দু’লক্ষের কাছাকাছি ভোটে (১৮২১২০) জয়ী হলেন অভিনেতা। সবুজ আবির মেখে গাড়িতে বসে সেলফি তুলে জয়ের আনন্দের ঝলক দিয়েছেন নায়ক নিজেই।
বিজেপি প্রার্থী এবং সহকর্মী হিরণকে হারিয়ে প্রায় দু’লক্ষের কাছাকাছি ভোটে (১৮২১২০) জয়ী হলেন অভিনেতা। সবুজ আবির মেখে গাড়িতে বসে সেলফি তুলে জয়ের আনন্দের ঝলক দিয়েছেন নায়ক নিজেই।
আবিরমাখা ছবি দিয়ে দেব লিখেছেন ‘ফাইনালি’। বাংলা তর্জমা করলে যার অর্থ দাঁড়ায় ‘অবশেষে’। সঙ্গে ভারতের জাতীয় পতাকার একটি ইমোজি জুড়ে দিয়েছেন সাংসদ।
আবিরমাখা ছবি দিয়ে দেব লিখেছেন ‘ফাইনালি’। বাংলা তর্জমা করলে যার অর্থ দাঁড়ায় ‘অবশেষে’। সঙ্গে ভারতের জাতীয় পতাকার একটি ইমোজি জুড়ে দিয়েছেন সাংসদ।
আর তারই পরে এল একটি মিম। না জনসাধারণের তরফে নয়, নায়িকা রুক্মিণী মৈত্রই খোদ শেয়ার করলেন একটি ছবি। না, তাতে কোনও লেখা নেই, কোনও ক্যাপশন নেই।
আর তারই পরে এল একটি মিম। না জনসাধারণের তরফে নয়, নায়িকা রুক্মিণী মৈত্রই খোদ শেয়ার করলেন একটি ছবি। না, তাতে কোনও লেখা নেই, কোনও ক্যাপশন নেই।
আছে কেবল একটি ছবি। বুদ্ধিমানেরা সেখান থেকেই অর্থ বের করে আনন্দ পেয়ে গিয়েছেন। দেবের বান্ধবী রুক্মিণী যে ছবিটি শেয়ার করেছেন, তাতে একটি জঙ্গলের চিত্র ধরা পড়েছে।
আছে কেবল একটি ছবি। বুদ্ধিমানেরা সেখান থেকেই অর্থ বের করে আনন্দ পেয়ে গিয়েছেন। দেবের বান্ধবী রুক্মিণী যে ছবিটি শেয়ার করেছেন, তাতে একটি জঙ্গলের চিত্র ধরা পড়েছে।
যা আদপে খুবই পরিচিত চিত্র। জঙ্গলের রাজা বাঘ আক্রমণ করছেন হরিণকে। বাঘের গর্জনে ভয়ে কাঁটা হরিণ। হামলে পড়ার প্রাক-মুহূর্তের ছবি থেকে ধারণা করাই যায় যে হরিণকে খুব সহজেই পরাস্ত করেছে বাঘ।
যা আদপে খুবই পরিচিত চিত্র। জঙ্গলের রাজা বাঘ আক্রমণ করছেন হরিণকে। বাঘের গর্জনে ভয়ে কাঁটা হরিণ। হামলে পড়ার প্রাক-মুহূর্তের ছবি থেকে ধারণা করাই যায় যে হরিণকে খুব সহজেই পরাস্ত করেছে বাঘ।
‘হরিণ’ শব্দটির সঙ্গে অনেকেই মিল পেয়েছেন দেবের বিরোধী প্রার্থীর নামের সঙ্গে। উপরন্তু দেবকে ঘাটালের বাঘ বললে অত্যুক্তি হয় না। তবে কি সঙ্গীর এই জয়ের ঘটনাটিকেই কেবল একটিমাত্র ছবি দিয়ে বর্ণনা করতে চেয়েছেন রুক্মিণী? উত্তর এখনও অধরা।
‘হরিণ’ শব্দটির সঙ্গে অনেকেই মিল পেয়েছেন দেবের বিরোধী প্রার্থীর নামের সঙ্গে। উপরন্তু দেবকে ঘাটালের বাঘ বললে অত্যুক্তি হয় না। তবে কি সঙ্গীর এই জয়ের ঘটনাটিকেই কেবল একটিমাত্র ছবি দিয়ে বর্ণনা করতে চেয়েছেন রুক্মিণী? উত্তর এখনও অধরা।