Tag Archives: Hiran Chatterjee

Rukmini on Dev-Hiran: রয়্যাল বেঙ্গলের হরিণ শিকার! ঘাটালে দেব জিততেই মজার পোস্ট রুক্মিণীর! হরিণ কি আসলে হিরণ?

নির্বাচনে লড়তেই চাননি। সেই দেব আজ ভোটজয়ী। ঘাটালে ঘটে গেল ‘মাস্টারপ্ল্যান’। সবুজ ঝড়ে উজ্জ্বল নক্ষত্র অভিনেতা দীপক অধিকারী।
নির্বাচনে লড়তেই চাননি। সেই দেব আজ ভোটজয়ী। ঘাটালে ঘটে গেল ‘মাস্টারপ্ল্যান’। সবুজ ঝড়ে উজ্জ্বল নক্ষত্র অভিনেতা দীপক অধিকারী।
পর্দার নায়কের ভক্তের সংখ্যা যে নেহাত কম নয়, তা সকলেরই জানা। আজ বোঝা গেল, রাজনীতির মঞ্চেও নায়কেই ভরসা সাধারণ মানুষের।
পর্দার নায়কের ভক্তের সংখ্যা যে নেহাত কম নয়, তা সকলেরই জানা। আজ বোঝা গেল, রাজনীতির মঞ্চেও নায়কেই ভরসা সাধারণ মানুষের।
ঘাটালে বড় জয় তৃণমূলের। লোকসভা ভোটে এবার তারকা কেন্দ্র ঘাটাল। একই কেন্দ্র থেকে দেবের মুখোমুখি দাঁড়িয়েছিলেন ইন্ডাস্ট্রিতে তাঁরই এককালীন সহকর্মী হিরন্ময় চট্টোপাধ্যায়।
ঘাটালে বড় জয় তৃণমূলের। লোকসভা ভোটে এবার তারকা কেন্দ্র ঘাটাল। একই কেন্দ্র থেকে দেবের মুখোমুখি দাঁড়িয়েছিলেন ইন্ডাস্ট্রিতে তাঁরই এককালীন সহকর্মী হিরন্ময় চট্টোপাধ্যায়।
বিজেপি প্রার্থী এবং সহকর্মী হিরণকে হারিয়ে প্রায় দু’লক্ষের কাছাকাছি ভোটে (১৮২১২০) জয়ী হলেন অভিনেতা। সবুজ আবির মেখে গাড়িতে বসে সেলফি তুলে জয়ের আনন্দের ঝলক দিয়েছেন নায়ক নিজেই।
বিজেপি প্রার্থী এবং সহকর্মী হিরণকে হারিয়ে প্রায় দু’লক্ষের কাছাকাছি ভোটে (১৮২১২০) জয়ী হলেন অভিনেতা। সবুজ আবির মেখে গাড়িতে বসে সেলফি তুলে জয়ের আনন্দের ঝলক দিয়েছেন নায়ক নিজেই।
আবিরমাখা ছবি দিয়ে দেব লিখেছেন ‘ফাইনালি’। বাংলা তর্জমা করলে যার অর্থ দাঁড়ায় ‘অবশেষে’। সঙ্গে ভারতের জাতীয় পতাকার একটি ইমোজি জুড়ে দিয়েছেন সাংসদ।
আবিরমাখা ছবি দিয়ে দেব লিখেছেন ‘ফাইনালি’। বাংলা তর্জমা করলে যার অর্থ দাঁড়ায় ‘অবশেষে’। সঙ্গে ভারতের জাতীয় পতাকার একটি ইমোজি জুড়ে দিয়েছেন সাংসদ।
আর তারই পরে এল একটি মিম। না জনসাধারণের তরফে নয়, নায়িকা রুক্মিণী মৈত্রই খোদ শেয়ার করলেন একটি ছবি। না, তাতে কোনও লেখা নেই, কোনও ক্যাপশন নেই।
আর তারই পরে এল একটি মিম। না জনসাধারণের তরফে নয়, নায়িকা রুক্মিণী মৈত্রই খোদ শেয়ার করলেন একটি ছবি। না, তাতে কোনও লেখা নেই, কোনও ক্যাপশন নেই।
আছে কেবল একটি ছবি। বুদ্ধিমানেরা সেখান থেকেই অর্থ বের করে আনন্দ পেয়ে গিয়েছেন। দেবের বান্ধবী রুক্মিণী যে ছবিটি শেয়ার করেছেন, তাতে একটি জঙ্গলের চিত্র ধরা পড়েছে।
আছে কেবল একটি ছবি। বুদ্ধিমানেরা সেখান থেকেই অর্থ বের করে আনন্দ পেয়ে গিয়েছেন। দেবের বান্ধবী রুক্মিণী যে ছবিটি শেয়ার করেছেন, তাতে একটি জঙ্গলের চিত্র ধরা পড়েছে।
যা আদপে খুবই পরিচিত চিত্র। জঙ্গলের রাজা বাঘ আক্রমণ করছেন হরিণকে। বাঘের গর্জনে ভয়ে কাঁটা হরিণ। হামলে পড়ার প্রাক-মুহূর্তের ছবি থেকে ধারণা করাই যায় যে হরিণকে খুব সহজেই পরাস্ত করেছে বাঘ।
যা আদপে খুবই পরিচিত চিত্র। জঙ্গলের রাজা বাঘ আক্রমণ করছেন হরিণকে। বাঘের গর্জনে ভয়ে কাঁটা হরিণ। হামলে পড়ার প্রাক-মুহূর্তের ছবি থেকে ধারণা করাই যায় যে হরিণকে খুব সহজেই পরাস্ত করেছে বাঘ।
‘হরিণ’ শব্দটির সঙ্গে অনেকেই মিল পেয়েছেন দেবের বিরোধী প্রার্থীর নামের সঙ্গে। উপরন্তু দেবকে ঘাটালের বাঘ বললে অত্যুক্তি হয় না। তবে কি সঙ্গীর এই জয়ের ঘটনাটিকেই কেবল একটিমাত্র ছবি দিয়ে বর্ণনা করতে চেয়েছেন রুক্মিণী? উত্তর এখনও অধরা।
‘হরিণ’ শব্দটির সঙ্গে অনেকেই মিল পেয়েছেন দেবের বিরোধী প্রার্থীর নামের সঙ্গে। উপরন্তু দেবকে ঘাটালের বাঘ বললে অত্যুক্তি হয় না। তবে কি সঙ্গীর এই জয়ের ঘটনাটিকেই কেবল একটিমাত্র ছবি দিয়ে বর্ণনা করতে চেয়েছেন রুক্মিণী? উত্তর এখনও অধরা।

BJP: চরম রেগে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে এলেন, একরাশ ক্ষোভ উগরে হিরণ যা বললেন…

ঘাটাল: নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকলে কী কাজ করবে? ফের জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আনলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। নির্বাচনের দিনও ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন হিরণ, এ বার ফের পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন গণনাকেন্দ্রেও। সকালে গণনা কেন্দ্রে প্রবেশ করলেও বেরিয়ে তিনি একরাশ অভিযোগ করেন। তার অভিযোগ, সার্ভিস কার্ড দেখতে চাইলে দেখাচ্ছে না কমিশনের সদস্যরা।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রে দু’বারের বিদায়ী সাংসদ দেবের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিজেপির হিরণ। মঙ্গলবার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে গণনা চলছে ঘাটাল লোকসভা কেন্দ্রের। এ দিন সকালে তিনি গণনা কেন্দ্রে প্রবেশ করেন। তবে বেশ কিছুক্ষণ থাকার পর গণনা কেন্দ্র থেকে বাইরে এসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন।

আরও পড়ুনঃ ৫২ বছর পর, জ্যোতি বসুর গড় উদ্ধার করতে পারবেন CPIM-এর তন্ময়? তুঙ্গে জল্পনা

তিনি অভিযোগ করেছেন সার্ভিস কার্ড দেখতে চাইলে তাকে দেখানো হচ্ছে না। অন্যদিকে বেশ সার্ভিস আইডি কার্ড ছাড়া অস্থায়ী কর্মীদের গণনা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। স্বাভাবিকভাবে তিনি প্রশ্ন করলে তার কোন সদুত্তর তিনি পাননি। শুধু তাই নয়, এরপর তিনি ইলেকশন কমিশনের সিইওর কাছে ফোনের মধ্য দিয়ে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। এ ছাড়াও ইলেকশন অবজারভার-সহ পিআরও-র বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

প্রসঙ্গত, এ বারে ঘাটালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ এবং তৃণমূলের ভোটে লড়ছেন দীপক অধিকারী ওরফে দেব। দেব দু’বারের সাংসদ। তবে এবারে নির্বাচনে জোর হাড্ডাহাড্ডি ঘাটালের।

রঞ্জন চন্দ

Lok Sabha Elections 2024 6 phase: হিরণের গাড়িতে পড়ল ঢিল, রাস্তায় দাউ দাউ করে জ্বলল আগুন! কেশপুরে দফায় দফায় বিক্ষোভ তৃণমূলকর্মীদের

কেশপুর: ভোটের দিন দফায় দফায় উত্তেজনা কেশপুরে৷ রাস্তার মধ্যেই দাউ দাউ করে জ্বলল আগুন৷ বিজেপি প্রার্থী হিরণকে ঘিরে বিক্ষোভ৷ তাঁর বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ৷ এলাকায় ঢুকতে বাধা৷

ভোটের দিন সকাল থেকেই যথেষ্ট সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় অর্থাৎ, হিরণকে৷ ভোটের সকালে রাস্তায় নামার পরেই কার্যত রণংদেহী মেজাজে দেখা যায় তাঁকে। হিরণের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয়৷ দেখা মিলছে না ক্যুইক রেসপন্স টিমেরও। ভোটারদের বাধা দেওয়ারও অভিযোগ তোলেন তিনি৷ হিরণের দাবি, পুলিশ এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়েছে। পুলিশের সঙ্গে তাঁর বচসার ছবি প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই।

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুন: ভোট দিয়ে বেরিয়েই মায়ের সঙ্গে সেলফি রাহুলের! তাপপ্রবাহের সতর্কতার মাঝে জমজমাট দিল্লির ভোট

অন্যদিকে, লাঠি, বাঁশ নিয়ে হিরণের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর ঘটনাও সামনে এসেছে৷ স্থানীয় সূত্রের খবর, বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করেও নাকি ঢিল ছোঁড়া হয়েছে৷ ঘাটাল লোকসভার কেশপুরের আনন্দপুর থানার খেড়িয়াবালি এলাকায় বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণের গাড়ি আটকে বাঁশ লাঠি হাতে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী, সমর্থক-সহ গ্রামবাসীর একাংশ। হিরণের গাড়ির সামনে রীতিমতো শুয়ে পড়েন তৃণমূলকর্মীদের একাংশ৷

এমনকি, হিরণকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগানও দিতে দেখা যায় বিক্ষোভকারীরা৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। রাস্তাতে খড় জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা৷

আরও পড়ুন: ভোট হচ্ছে কাশ্মীরে! সকাল সকালই কারচুপির অভিযোগে সরব মেহবুবা মুফতি, এজেন্ট বসতেও বাধার অভিযোগ

গ্রামবাসীর অভিযোগ, বিজেপি প্রার্থী হিরণ এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছেন। গত শুক্রবার রাতে হিরণ এলাকায় বিজেপি কর্মীদের পাঠিয়ে গ্রামবাসীর উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ তাঁদের। তাই এলাকায় হিরণকে ঢুকতে দেওয়া হবে না। প্রায় ঘণ্টাখানেক গ্রামবাসীর বিক্ষোভের জেরে আটকে থাকে হিরণের কনভয়৷

অন্যদিকে, দিনের শুরুতেই ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে তাঁর প্রতিপক্ষ হিরণ সম্পর্কে প্রশ্ন করা হলে নিরুত্তাপ গলায় সেই প্রশ্নের উত্তর দেন দেব৷ বলেন, ‘‘গত তিনমাস ধরে অনেক কথা বলেছি৷ আজ আর কিছু বলব না৷ আমার বিশ্বাস, আজও সংবাদ শিরোনামে উঠে আসার জন্য কিছু না কিছু করবে ও৷’’

Dev vs Hiran: হিরো কে, জিরোই বা কে? প্রহর গুনছে ঘাটাল! হিরণকে টেক্কা দিতে দেবের প্ল্যান আসলে কী?

ঘাটাল: মেদিনীপুর জেলায় মূলত দু’টি আসন। একটি মেদিনীপুর এবং একটি ঘাটাল। এছাড়াও বেশ কয়েকটি ব্লক আরামবাগ লোকসভা ও  ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত থাকলেও জেলায় মূলত দুই কেন্দ্রে হিসেবে বিবেচনা করা হয়।

এবারে ঘাটাল লোকসভায় মুখোমুখি দুই প্রার্থী, বিজেপির হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায় এবং তৃণমূলের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব। এছাড়াও এই লোকসভা কেন্দ্র থেকে একাধিক মনোনয়ন দাখিল হলেও জোর টক্কর হবে হেভিওয়েট এই দুই প্রার্থীর মধ্যে। ঘাটাল লোকসভার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াও।

আরও পড়ুন: মুখে আনে রুচি, গ্যাস-বদহজম-কোষ্ঠকাঠিন্যের যম এই সবজি প্রোটিনের খনি! আপনি খান তো?

এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল কেন্দ্রে পুরুষ মহিলা কিংবা তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঘাটাল লোকসভা কেন্দ্রের মোট পুরুষ ভোটারের সংখ্যা ৯৮৫২৪০ জন। অন্যদিকে, মহিলা ভোটারের সংখ্যা রয়েছে ৯৫৪৬৮৮ জন। একই সঙ্গে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৭ জন। মোট জেলায় ভোটারের সংখ্যা ১৯৩৯৯৪৫ জন।

আরও পড়ুন: রোজ খাবারের পাতে শসা খান? শরীরে এর ফলে কী হচ্ছে জানেন? চিকিৎসকের চমকে দেওয়া দাবি

অন্যদিকে, ৮৫ বছর বেশি বয়সী ভোটারের সংখ্যা ১১৮১৬ জন। একশো বছর ও তার বেশি বয়সী ভোটারের সংখ্যা ১০১ জন। বিশেষ ভাবে সক্ষম ভোটারের সংখ্যা ১২৪৪২ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২০৮৫ টি।জেলাজুড়ে রয়েছে মোট ১৯ টি মডেল বুথ।

এছাড়াও ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল, বিজেপি, বহুজন সমাজ পার্টি থেকে একটি করে নমিনেশন এবং অন্যান্য দল থেকে ২টি এবং ইন্ডিপেন্ডেন্ট ২টি নমিনেশন জমা পড়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্রে মোট ৩২০ টি স্পর্শকাতর ভোটকেন্দ্র রয়েছে। তথ্য অনুযায়ী জানা গিয়েছে, মেদিনীপুর লোকসভা কেন্দ্র ও ঘাটাল মিলিয়ে ২১৪ জন কেন্দ্রীয় বাহিনী এবং ৬৯০১ জন রাজ্য পুলিশের কর্মী নিযুক্ত থাকবেন।

স্বাভাবিকভাবে বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে এবারের নির্বাচনে। দুই দল ও কর্মী সমর্থকেরা জোর প্রচার করেছেন নির্বাচনকে কেন্দ্র করে। বিভিন্ন জায়গায় মজুত থাকবে কুইক রেসপন্স টিম থেকে পুলিশ আধিকারিকেরা। শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

রঞ্জন চন্দ

Lok Sabha Election 2024: দেবকে টেক্কা দিতে হিরণের পাশে শাহ, থাকল বিশাল মালার চমক

পশ্চিম মেদিনীপুর: দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে আর প্রার্থী করেনি বিজেপি। বদলে এই কেন্দ্র ধরে রাখার ভার দিয়েছে গ্ল্যামার জগতের প্রতিনিধি তথা আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পলকে। তাঁর বিপক্ষে তৃণমূল টলিউড তারকা তথা মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকে প্রার্থী করেছে। আবার ঘাটাল তৃণমূলের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা ভরসা রেখেছে আরেক টলিউড তারকা তথা খড়গপুর সদরের বিধায়ক হিরণের উপর। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করতে এবার ডেবরাতে সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ

এই লোকসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ পশ্চিম মেদিনীপুর জেলা। এই জেলার মেদিনীপুর ও ঘাটাল দুটি কেন্দ্রই জেতার লক্ষ্য নিয়ে জোরকদমে প্রচার চালাচ্ছে তারা। তৃণমূলও একই লক্ষ্যে লড়াই করছে। ফলে জেলার বিভিন্ন প্রান্তে নিয়মিত হেভিওয়েট রাজনীতিবিদদের প্রচার দেখা যাচ্ছে। আগেই এই জেলায় মোদি, মমতা, অভিষেক, প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রচার করেছেন। এবার ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন ঘাটাল লোকসভার ডেবরাতে হরিমতি স্কুলের মাঠে সভা করেন। বিজেপি প্রার্থী হিরণের সমর্থনে সভা করেন অমিত শাহ। মঞ্চে দাঁড়িয়ে একাধিক প্রাচীন দেবদেবীকে প্রণাম করে শুরু করেন তাঁর বক্তব্য। শুধু তাই নয়, বক্তব্যের আগে সম্মান জানিয়েছেন দেশের জন্য প্রাণ উৎসর্গীকৃত বীর বিপ্লবীদের প্রতি।

আরও পড়ুন: কুডো-র নাম শুনেছেন? নতুন খেলায় মজেছে আজকের প্রজন্ম

ঘাটালে এবার টলিউড সুপারস্টার দেবের বিরুদ্ধে হিরণের লড়াইকে হাইভোল্টেজ তকমা দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিন হাজারও কর্মী সমর্থকদের সামনে অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে বলেন, যারা রাজনৈতিক হিংসায় শহিদ হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। এছাড়াও তিনি বক্তব্য রাখতে গিয়ে নানা সরকারী সুযোগ সুবিধার প্রসঙ্গ তুলে ধরেন। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি তিনি আক্রমন শানিয়েছেন ইন্ডি জোটকে।

এদিন বিশালাকার মালা দিয়ে বরণ করে নেওয়া হয় অমিত শাহকে। উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস, প্রার্থী হিরণ সহ অন্যান্য নেতৃত্বরা। তবে নির্বাচনের আগে হাইভোল্টেজ কেন্দ্র ঘাটাল। কে জয় পায় তা বলবে সময়।

রঞ্জন চন্দ

Dev Vs Hiran: ১০ দিনের মধ্যে খুন হবে কেশপুরে! হঠাৎ আশঙ্কাপ্রকাশ দেবের, কারা করছে ষড়যন্ত্র? নিশানায় কে?

দক্ষিণবঙ্গ: আগামী ১০ থেকে ২০ মে’র মধ্যে একটা খুন হবে কেশপুরে৷ সম্প্রতি কেশপুরে একটি কর্মসূচিতে এসে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ঘাটালের তারকা তৃণমূলপ্রার্থী দেব৷ সংবাদমাধ্যমের সামনে দেব দাবি করেছেন, বিজেপি প্রার্থী ও বিজেপি দল একটা ষড়যন্ত্র করে তাদের দলীয় কর্মীকে খুন করে তৃণমূলের উপর দোষ চাপিয়ে ভোট করানোর চেষ্টা করতে চাইছে! এ বিষয়ে সংবাদমাধ্যমের মাধ্যমে প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে আগাম আর্জিও জানিয়েছেন তারকা প্রার্থী৷

কেশপুরের মাটিতে দাঁড়িয়ে দেব বলেন, ‘‘আমাদের কাছে যা খবর এসেছে, এখনও পর্যন্ত বিজেপির যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রয়েছে, আমাদের কাছে খবর রয়েছে কেশপুরে তারা কোনও একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে।’’

দেবের দাবি, ‘‘ওরা বুঝতে পেরেই গেছে যে জেতার আর কোন রাস্তা নেই। এরকম কথাবার্তা না বলে, এই যে মৃত্যুর রাজনীতি ওরা শুরু করতে চলেছে ১০ থেকে ২০ তারিখের মধ্যে। বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী ও দলের। আমি আগে থেকে বলে রাখছি এরকম একটা ঘটনা কেশপুরে ঘটতে চলেছে।’’

দেব জানান, তিনি গত ১০ বছর ধরে কেশপুর শান্ত রাখার চেষ্টা করছেন৷ কিন্তু, জেতার জন্য বিজেপি প্রার্থী ও বিজেপি দল যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করছে, সেইজন্যে তিনি আগাম জানিয়ে রাখতে চান চ্যানেলের মাধ্যমে প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে।

আরও পড়ুন: অবশেষে স্বস্তির বৃষ্টি তো এল…কিন্তু এর পর! থাকবে জলঝড় না ফিরবে গরম? জেনে নিন এ সপ্তাহের সম্পূর্ণ ওয়েদার আপডেট

এরপরেই দেবের বিস্ফোরক মন্তব্য, ‘‘হিরণ পাগল হয়ে গিয়েছে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এইসব না বললে ওতো হেডলাইনে আসবে না। হিরণ তো নিজের একটা কাজের কথাও তো বলছেন না৷ ওঁর দল দশ বছরে কী করেছে, উনি নিজে কী করেছেন, উনি তিন বছরের বিধায়ক এবং কাউন্সিলর দুটো পদই তো নিয়ে আছেন। এখন সাংসদ হওয়ার স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখা ভাল, সেটা আমি বলব না যে ভুল স্বপ্ন দেখছে। মানুষের স্বপ্ন দেখার অধিকার রয়েছে। কিন্তু কিন্তু স্বপ্নকে সত্যি করার জন্য রাত্রে যা ভাববে সকালে যা পারবে বলবে তোমরা সেটাকে হেডলাইন করবে..’’

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে দেবের যোগ থাকার অভিযোগ করে একের পর এক মন্তব্য করতে দেখা গিয়েছে ঘআটালের বিজেপি প্রার্থী হিরণকে৷ এদিন সেই প্রসঙ্গে দেব বলেন, ‘‘এখনও তো একটাও কিছু প্রমাণ দিতে পারল না গত ২ বছর ধরে এত কিছু বলে যাচ্ছে। মিডিয়াকে বলব তোমরা ভুলভাল এই খবরগুলোকে তোমরা হেড লাইনে দিচ্ছ এইজন্য ও সাহসটা পাচ্ছে। আসলে মানুষ ওর সঙ্গে নেই ,মানুষ কেন ওর নিজের দলই ওর সঙ্গে নেই। যে কথাগুলি ও বলছে একটাও তার দলের কোনও নেতা ওই কথা বলছে না। একজন বিধায়ক আছে সেও কোনদিন আমার কথা বলেছে না। ওদের জেলা সভাপতি রয়েছে সেও কি আমাকে নিয়ে কিছু বলছে? কেউ কিছু বলছে না বিজেপির। ওই একটাই ছেলে জেতার জন্য মরিয়া হয়ে যা পারছে বলছে ওকে আমার শুভেচ্ছা রইল।’’

আরও পড়ুন: ‘মাত্র ২০০০ টাকায় বিক্রি করেছে…,’ সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে এবার বিস্ফোরক অভিষেক, যা বললেন

আজ দেব কেশপুরে একাধিক কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন। পাশাপাশি, অডিও ভাইরাল প্রসঙ্গে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব বলেন, ‘‘এইসব কাজ একটা লোকই করছে সে চায় না যে আমি জিতি। সেই জন্য সে সব রকম ভাবে চেষ্টা করছে দলের ক্ষতি করার জন্য।’’

রঞ্জন চন্দ

Lok Sabha Election 2024: ‘দেবকে হারাবই’, মনোনয়ন জামার পর শুভেন্দুকে পাশে নিয়ে হিরণ

পশ্চিম মেদিনীপুর: ধর্মীয় সংস্কৃতি ও পরম্পরার উদযাপন দেখা গেল বিজেপি প্রার্থীর মনোনয়ন জমায়। বৃহস্পতিবার ঘাটালের তৃণমূল প্রার্থী তথা টলিউড সুপারস্টার দেব মনোনয়ন জমা দিয়েছিলেন। শুক্রবার মনোনয়ন জমা দিলেন ঘাটালে তাঁর প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি প্রার্থী আরেক টলিউড তারকা হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। সেই সঙ্গে দিন মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

পশ্চিম মেদিনীপুর জেলার দুই বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। শুক্রবার সকালে খড়গপুর থেকে মেদিনীপুরে লোকাল ট্রেনে চেপে আসেন হিরণ। মেদিনীপুর স্টেশন থেকে জজকোর্ট পর্যন্ত টোটো ভাড়া করে পৌঁছন তিনি। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জেলাশাসকের কার্যালয়ে এসে মনোনয়ন জমা দেন। শুধু তাই নয়, মনোনয়ন জমা দিতে আসা সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলির পায়ে হাত দিয়ে প্রণাম‌ও করেন হিরণ। বেশ কিছুক্ষণ কথা বলেন বিরোধী দলের প্রার্থীর সঙ্গে।

আর‌ও পড়ুন: মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু

দুই প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দেওয়ার পর বাইরে বেরিয়ে হিরণ জানান দেবকে হারিয়ে জয়ের বিষয়ে তিনি ১০০ শতাংশ নিশ্চিত।

এদিকে দুই বিজেপি প্রার্থী ছাড়াও এদিন জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি।

রঞ্জন চন্দ

Lok Sabha 2024: সাত সকালে ব্যাগ হাতে কী করলেন তারকা প্রার্থী, জানলে চক্ষুচড়ক গাছ!

পশ্চিম মেদিনীপুর: লোকসভা নির্বাচনে তিনি লড়ছেন ঘাটাল কেন্দ্র থেকে। স্বাভাবিকভাবে থাকতে হচ্ছে ঘাটালে। দাসপুরে বাড়ি ভাড়া নিয়েই থাকছেন অভিনেতা তথা সাংসদ পদপ্রার্থী হিরণ। তবে এদিন সকালে যা করলেন, জানলে চক্ষুচড়ক গাছ হবে আপনার। সকাল সকাল তিনি ড্রাইভারকে নিয়ে ছুটলেন হাটে। ব্যাগ ভর্তি বাজার করে ফিরলেন বাড়ি।

আরও পড়ুনঃ গরমের ফল দূর করবে জেদি UTI-কে! প্রতিদিন দু-বেলা করে খান এই ‘ম্যাজিক’ জুস! মিলবে মুক্তি

সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ এবং প্রার্থী ঘোষণা হতেই আসরে নেমেছে রাজনৈতিক দলের প্রার্থী থেকে নেতা কর্মীরা। তবে হাইভোল্টেজ কেন্দ্র ঘাটাল। একদিকে দেব আর অন্যদিকে হিরন দুজনেই প্রচারে ব্যস্ত। তবে বৃহস্পতিবার সকালে হিরনকে দেখা গেল দাসপুরের একটি হাটে। দামদর করে কিনলেন টাটকা কাঁচা সবজি, মাছও। পকেট থেকে টাকা বের করে দিলেন দোকানদারকে। ব্যাগ ভর্তি করেই ফিরলেন বাড়িতে।

অভিনেতা হিরণ এর আগে খড়গপুর থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি পৌরসভা নির্বাচনেও জয়লাভ করেছেন তিনি। স্বাভাবিকভাবে খড়্গপুরে থাকতেন। কিন্তু তার সব সময় মন পড়ে থাকত গ্রামেই। তাই সকাল থেকে তিনি ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন বাজারে। প্রসঙ্গত গ্রামে জন্ম হিরনের। অভিনয়ের কারণে কিংবা পড়াশোনার জন্য শহরে থাকলেও তার মন থাকতো গ্রামে।

যদিও হিরনের বক্তব্য, জমানঅর্থ কম তাই বাড়িতে নেই ফ্রিজ। টাটকা সবজি পেতেই তিনি হাটে এসেছেন এবং দরদাম করেই কিনছেন কাঁচা সবজি। শহর নয়, গ্রামের ছেলে হিসেবে গ্রামেই তার মন পড়ে রইত। শুধু তাই নয়, এদিন বাজারে বেরিয়েও জনসংযোগ সারেন তিনি। বেশ কিছু মানুষকে দেখা যায় তার সঙ্গে সেলফি তুলতে। তবে নির্বাচনের আগে যুযুধান এই কেন্দ্রে জোর টক্কর হতে চলেছে হিরন ও দেবের মধ্যে।

রঞ্জন চন্দ

Lok Sabha Elections 2024 : তাঁদের দলেরই প্রার্থী হিরণ, অথচ তাঁর বিরুদ্ধে বিক্ষোভে BJP

Lok Sabha Elections 2024 : হিরণের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির। রাস্তা ঢালাই না হওয়ায় ক্ষোভ যুব মোর্চার। বিধায়ক হয়ে রাস্তা ঢালাইয়ের প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি দেন বিজেপি বিধায়ক হিরণ। প্রতিশ্রুতি মেনে কাজ না হওয়ার অভিযোগ। প্রতিবাদে পথে ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷