বলুন তো কোন মাছ জলে সাঁতার কাটে, আকাশে ওড়ে, আবার ডাঙায় চলাফেরা করে?

General Knowledge: বলুন তো কোন মাছ জলে সাঁতার কাটে, আকাশে ওড়ে, আবার ডাঙায় চলাফেরা করে?

সরকারি চাকরির পরীক্ষায় পাশ করতে গেলে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান ভাল হওয়া বিশেষ প্রয়োজন। শুধুমাত্র সরকারি চাকরির পরীক্ষাই নয়, অন‍্যান‍্য বিভিন্ন ধরণের পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হল জিকে।
সরকারি চাকরির পরীক্ষায় পাশ করতে গেলে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান ভাল হওয়া বিশেষ প্রয়োজন। শুধুমাত্র সরকারি চাকরির পরীক্ষাই নয়, অন‍্যান‍্য বিভিন্ন ধরণের পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হল জিকে।
যে কোনও ক‍্যুইজ কম্পিটিশনে যাওয়ার জন‍্য‍েও জেনারেল নলেজ ভাল থাকা অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।
যে কোনও ক‍্যুইজ কম্পিটিশনে যাওয়ার জন‍্য‍েও জেনারেল নলেজ ভাল থাকা অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।
সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অনেক সময় একটু প‍্যাঁচালো হয়। খুবই সাধারণ উত্তরের কোনও প্রশ্নকেই ধাঁধার আকারে লেখা থাকে। তাই জিকে ভাল থাকা অত‍্যন্ত জরুরি।
সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অনেক সময় একটু প‍্যাঁচালো হয়। খুবই সাধারণ উত্তরের কোনও প্রশ্নকেই ধাঁধার আকারে লেখা থাকে। তাই জিকে ভাল থাকা অত‍্যন্ত জরুরি।
এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে।
এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে।
উদাহরণ স্বরূপ বলা যায়, কোন জিনিস সকালে সবুজ, দুপুরে কালো, সন্ধ‍্যায় নীল এবং রাতে সাদা দেখায়?
উদাহরণ স্বরূপ বলা যায়, কোন জিনিস সকালে সবুজ, দুপুরে কালো, সন্ধ‍্যায় নীল এবং রাতে সাদা দেখায়?
প্রশ্নটি শুনতে অদ্ভুত লাগলেও এর উত্তর হল শ‍্যাওলা। তেমনই আর একটি প্রশ্ন হল কোন ফল নিয়ে প্লেনে ওঠা যায় না? উত্তর হল নারকেল

প্রশ্নটি শুনতে অদ্ভুত লাগলেও এর উত্তর হল শ‍্যাওলা। তেমনই আর একটি প্রশ্ন হল কোন ফল নিয়ে প্লেনে ওঠা যায় না? উত্তর হল নারকেল
তেমনই একটি প্রশ্ন হল কোন মাছ জলে সাঁতার কাটে, আকাশে ওড়ে এবং ডাঙায় হাঁটে? শুনতে অদ্ভুত লাগলেও এমন সত‍্যিই রয়েছে।
তেমনই একটি প্রশ্ন হল কোন মাছ জলে সাঁতার কাটে, আকাশে ওড়ে এবং ডাঙায় চলাফেরাও করতে পারে? শুনতে অদ্ভুত লাগলেও এমন মাছ সত‍্যিই রয়েছে।
এই মাছকে বলা হয় ‘গরনাই ফিস’ বা বাংলায় এর নাম উড়ুক্কু মাছ। এই মাছ জলে সাঁতার কাটে।
এই মাছকে বলা হয় ‘গরনাই ফিস’ বা বাংলায় এর নাম উড়ুক্কু মাছ। এই মাছ জলে সাঁতার কাটে।
পাশাপাশি দিব‍্যি আকাশে উড়তে পারে। তবে, বেশিক্ষণ নয়। এই ওড়াকে ঠিক পাখির মতো ওড়া বলা হয় না। এই ওড়াকে বলা হয় গ্লাইডিং। সেইসঙ্গে উড়ুক্কু মাছ চলতেও পারে। এই চলা অবশ‍্য অন‍্য প্রাণীদের মতো চলা নয়।
পাশাপাশি দিব‍্যি আকাশে উড়তে পারে। তবে, বেশিক্ষণ নয়। এই ওড়াকে ঠিক পাখির মতো ওড়া বলা হয় না। এই ওড়াকে বলা হয় গ্লাইডিং। সেইসঙ্গে উড়ুক্কু মাছ চলতেও পারে। এই চলা অবশ‍্য অন‍্য প্রাণীদের মতো চলা নয়।