টিকিট ছিঁড়ে গেলে বা হারালে কি ট্রেনে ওঠা যায়? রেলের নিয়ম কী? না জানলেই বিপদ

ভারতীয় রেলের যাত্রী সংখ্যা শুনলে অনেকেই হা হয়ে যান। রোজ কয়েক লাখ যাত্রী পরিবহণ করে ভারতীয় রেল। আর এই বিপুল সংখ্যক যাত্রী পরিবহণে রেলের ঘরে লক্ষ্ণীলাভ হয়।
ভারতীয় রেলের যাত্রী সংখ্যা শুনলে অনেকেই হা হয়ে যান। রোজ কয়েক লাখ যাত্রী পরিবহণ করে ভারতীয় রেল। আর এই বিপুল সংখ্যক যাত্রী পরিবহণে রেলের ঘরে লক্ষ্ণীলাভ হয়।
বিনা টিকিটে ট্রেেন ভ্রমন দন্ডণীয় অপরাধ। সেক্ষেত্রে ধরা পড়লে মোটা টাকা জরিমানা, অনাদায়ে হাজতবাস পর্যন্ত হতে পারে।
বিনা টিকিটে ট্রেনে ভ্রমন দন্ডণীয় অপরাধ। সেক্ষেত্রে ধরা পড়লে মোটা টাকা জরিমানা, অনাদায়ে হাজতবাস পর্যন্ত হতে পারে।
তবে ধরুন, আপনি টিকিট কেটেছেন। কিন্তু সেটি কোনওভাবে ট্রেনে ওঠার আগে হারিয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি কী করবেন!
তবে ধরুন, আপনি টিকিট কেটেছেন। কিন্তু সেটি কোনওভাবে ট্রেনে ওঠার আগে হারিয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি কী করবেন!
অনেক সময় ট্রেনে ওঠার আগে টিকিট ছিঁড়ে যায়। সেক্ষেত্রে কি বিনা টিকিটে ট্রেনে ওঠা যায়! রেলের নিয়ম কী বলছে!
অনেক সময় ট্রেনে ওঠার আগে টিকিট ছিঁড়ে যায়। সেক্ষেত্রে কি বিনা টিকিটে ট্রেনে ওঠা যায়! রেলের নিয়ম কী বলছে!
টিকিট হারিয়ে বা ছিঁড়ে গেলও ট্রেনে ওঠা যায়। সেক্ষেত্রে আপনাকে সবার আগে সমস্যার কথা জানাতে হবে কর্তব্যরত টিটিই-কে।
টিকিট হারিয়ে বা ছিঁড়ে গেলও ট্রেনে ওঠা যায়। সেক্ষেত্রে আপনাকে সবার আগে সমস্যার কথা জানাতে হবে কর্তব্যরত টিটিই-কে।
টিটিই লিস্ট মিলিয়ে দেখবেন আপনার নাম আছে কি না! তার পর পরিচয়পত্র দেখাতে হবে। তার পরই টিটিই আপনাকে ডুপ্লিকেট টিকিট ইস্যু করে দেবেন।
টিটিই লিস্ট মিলিয়ে দেখবেন আপনার নাম আছে কি না! তার পর পরিচয়পত্র দেখাতে হবে। তার পরই টিটিই আপনাকে ডুপ্লিকেট টিকিট ইস্যু করে দেবেন।
তবে ডুপ্লিকেট টিকিট পাওয়ার প্রক্রিয়া বিনা পয়সায় হবে না। এক্ষেত্রে ট্রেনের টিকিটের অন্তত ২৫ শতাংশ চার্জ করা হতে পারে।
তবে ডুপ্লিকেট টিকিট পাওয়ার প্রক্রিয়া বিনা পয়সায় হবে না। এক্ষেত্রে ট্রেনের টিকিটের অন্তত ২৫ শতাংশ চার্জ করা হতে পারে।
জেনে রাখা ভাল, আপনি কোন শ্রেণিতে যাত্রা করছেন, কোন ট্রেন, তার উপর নির্ভর করবে ডুপ্লিকেট টিকিটের খরচ।
জেনে রাখা ভাল, আপনি কোন শ্রেণিতে যাত্রা করছেন, কোন ট্রেন, তার উপর নির্ভর করবে ডুপ্লিকেট টিকিটের খরচ।
আপনি স্লিপারে যাত্রা করলে খরচ এক, আবার এসিতে যাত্রা করলে খরচ হবে বেশি। তবে ডুপ্লিকেট টিকিট নিয়ে আপনি অনায়াসে ভ্রমণ করতে পারবেন।
আপনি স্লিপারে যাত্রা করলে খরচ এক, আবার এসিতে যাত্রা করলে খরচ হবে বেশি। তবে ডুপ্লিকেট টিকিট নিয়ে আপনি অনায়াসে ভ্রমণ করতে পারবেন।