নৌ অভিযান 

Murshidabad News: ফরাক্কা থেকে কলকাতা পর্যন্ত গঙ্গাবক্ষে NCC NAVY ক্যাডেট! শিক্ষামূলক ভ্রমণ

মুর্শিদাবাদ: রাষ্ট্রীয় সমর শিক্ষার্থী বাহিনী (NCC) পশ্চিমবঙ্গ এবং সিকিম ডাইরেক্টরের তত্ত্বাবধানে দুটি বেঙ্গল নেভেল ইউনিটের ফরাক্কা থেকে কলকাতা পর্যন্ত গঙ্গাবক্ষে NCC NAVY ক্যাডেট এবং অফিসাররা শিক্ষা মূলক ভ্রমণের উদ্দেশ্যে মুর্শিদাবাদ জেলাতে এলেন। নবাবের শহর মুর্শিদাবাদে বিভিন্ন জায়গা পরিক্রমা করা হয়। প্রতিবছর এনসিসির ক্যাডেটদের নিয়ে ফরাক্কা থেকে কলকাতা গঙ্গাবক্ষে Sailing Expedition করে থাকে তারা। তারই একটি অংশ এটা। গত ৯ই জুন থেকে শুরু করেছে তারা এই যাত্রা। শেষ হবে কলকাতায়। বোট স্টেটিং করে বিভিন্ন দর্শনীয় স্হান পরিদর্শন করা হচ্ছে।

জানা যায়, মুলত শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে এনসিসি নেভি ক্যাডেট টিম নবাবি তালুক মুর্শিদাবাদে আসে। কাঠগোলা বাগান ও প্রাসাদ, কাটরা মসজিদ সহ নবাবি তালুকের স্থাপত্য নিদর্শন ও দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখে।প্রত্যেক বছরের মত চলতি বছরে পশ্চিমবঙ্গ ও সিকিম ডাইরেক্টরের যৌথ উদ্যোগে ৯ই জুন ফরাক্কা থেকে কলকাতা পর্যন্ত ভাগীরথীতে সেলিং এক্সপেডিশন শুরু হয়েছে। ৬০ সদস্যের এক্সপেডিশন টিমে ৩০ জন মহিলা এবং ৩০ জন পুরুষ সদস্য রয়েছে। ভাগীরথীর বক্ষে সেলিং এক্সপেডিশনের মাঝে ভাগীরথীর দুই পাড়ে বিভিন্ন এলাকায় ক্যাম্প করে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারত, সাফাই প্রভৃতি কর্মসূচি পালন করা হচ্ছে। সেলিং এক্সপেডিশনের মূল উদ্দেশ্য নিয়মানুবর্তিতা, সময়ের মূল্য প্রভৃতি বিষয়ে সম্যক জ্ঞান দেওয়া হয়।কমান্ডার সমির চৌধুরী বলেন, সমুদ্রে কিভাবে বেঁচে থাকতে হবে, নিজেকে সেফ করে কিভাবে এগিয়ে যেতে হবে প্রভৃতি নানাবিধ বিষয় সেলিং এক্সপেডিশনের মধ্য দিয়ে আমরা জানতে পারব।

কৌশিক অধিকারী