প্রতীকী ছবি৷

West Bengal news: স্নান করতে নেমে তলিয়ে গেল বালির ১৪ বছরের কিশোর, তিন ঘণ্টা পর উদ্ধার মৃতদেহ

হাওড়া: বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে ঝিলে স্নান করতে নেমেছিলেন নবম এক নবম শ্রেণীর ছাত্র। তার পরেই জলের তোড়ে ঝিলে তলিয়ে যায় সেই কিশোর।

শনিবার বালির সমবায় পল্লির ছোট ঝিলে দুপুর সাড়ে তিনটে নাগাদ বন্ধুদের সঙ্গেই খেলাধুলা করার পর স্নান করতে নেমেছিল ১৪ বছরের ওই কিশোর। স্নান করতে নেমেই ঘটে যায় দুর্ঘটনা। ঝিলে তলিয়ে যেতে থাকে বালি দুর্গাপুরের বাসিন্দা বছর ১৪ মণীশ আগারওয়াল।

আরও পড়ুন: রুদ্রপ্রয়াগে ভয়াবহ দুর্ঘটনা, পাহাড় থেকে নদীতে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত বহু

মণীশকে জলে তলিয়ে যেতে দেখে তার সঙ্গে থাকা বন্ধুরা চেঁচামেচি শুরু করে। যার ফলে স্থানীয় মানুষেরা জড়ো হয় এবং পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে নিশ্চিন্দা থানের পুলিশ এসে তলিয়ে যাওয়া কিশোরকে খোঁজা শুরু করে। সেই সঙ্গে খবর দেওয়া হয় তলিয়ে যাওয়া কিশোরের বাড়িতে। প্রায় তিন ঘণ্টা তল্লাশির পরে ঝিলে জাল ফেলে পুলিশ উদ্ধার করে মণীশকে। পরে তাকে বেলুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বেলুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে বালির নিশ্চিদা অঞ্চলে।