প্রসঙ্গত প্রতিটি পর্যটন মরশুমে দিঘায় পর্যটকের ভিড় উত্তরোত্তর বাড়ছে। দিঘায় পর্যটকের সংখ্যা যেমন বাড়ছে তেমনইবাড়ছে অবৈধ বিভিন্ন দোকানের সংখ্যা। সব মিলিয়ে ছুটির দিনগুলিতে দিঘা সমুদ্র সৈকত সরণিতে হেঁটে চলা দায় হয়ে ওঠে। বর্ষায় দিঘায় প্রচুর পরিমাণে পর্যটক আসেন। তাই এবার পর্যটকদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল প্রশাসন।

দিঘার সমুদ্রে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি ছাত্রের

দিঘা সমুদ্রে বাবা-মার সঙ্গে স্নান করতে নেমে ভয়ঙ্কর পরিণতি হল এক স্কুল ছাত্রের। এদিনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিঘা সৈকত জুড়ে। দিঘা বাঙালির কাছে এক আবেগের নাম। ভ্রমণ প্রিয় বাঙালির সবচেয়ে পছন্দের জায়গা দিঘা।

তাই তো কাজের ফাঁকে বা যে কোনও ছুটির দিনে ব্যাগ কাঁধে করে বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে দিঘা দাঁড়াতে আসেন বাঙালি পর্যটকেরা। দিঘা বেড়াতে এসেপর্যটকেরা অনেক সময় বিপত্তির সম্মুখীন হয়। সেরকমই একটি ঘটনা ঘটল শুক্রবার। আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে দিঘা জুড়ে।