Mamata Banerjee

Kanchanjunga Express Accident: দুমড়ে মুচড়ে গিয়েছে কামরা, কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা! উদ্বিগ্ন মমতা

শিলিগুড়ি: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় দ্রুত উদ্বেগ প্রকাশ করে দ্রুত উদ্ধারকারী দল এবং প্রশাসনিক কর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সকাল পৌনে ৯টা নাগাদ এনজেপি স্টেশনের কাছে রাঙাপানিতে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে একটি মালগাড়ি৷ যার ফলে উল্টে যায় ট্রেনের দুটি কামরা৷ একটি কামরা অন্য কামরার উপরেও উঠে যায়৷  এই দুর্ঘটনার পরই উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এখনও পর্যন্ত যা খবর, এনজেপি স্টেশন থেকে প্রায় এক ঘণ্টা দূরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ প্রত্যন্ত এলাকায় দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজ শুরু হতেও কিছুটা সময় লাগে৷ তার উপর উদ্ধারকাজে ব্যাঘাত ঘটায় একটানা বৃষ্টি৷ তবে হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়৷ যদিও বহু যাত্রী যে আহত হয়েছেন, তা স্পষ্ট৷

আরও পড়ুন: এনজেপি-র কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কা! উল্টে গেল দুটি কামরা, ক্ষয়ক্ষতির আশঙ্কা

গুরুতর আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে৷ তবে যেভাবে ট্রেনের কামরা দুমড়ে মুচড়ে গিয়েছে, তাতে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷

এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘দার্জিলিংয়ের ফাঁসিদেওয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে আমি স্তম্ভিত৷ এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে একটি মালগাড়ি ধাক্কা মেরেছে৷ ডিএম, এসপি, চিকিৎসক, অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে যাচ্ছে৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করা হচ্ছে৷’